সদ্য সমাপ্ত হওয়া ২০২২ সাল আলোচনায় ছিল অনেকগুলো কারণে। অন্যান্য ইস্যুর পাশাপাশি ধর্মীয় বিভিন্ন ইস্যু নিয়েও সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখা গেছে তোলপাড়। সময়ের পরিক্রমার সাথে সাথে ইন্টারনেট ও সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারীদের সংখ্যা বৃদ্ধি পেয়েছে, ফলে ধর্মীয় বিভিন্ন ইস্যুর ক্ষেত্রে আলোচনা-সমালোচনার জন্য অনেকেই বেছে নিয়েছে এই মাধ্যমটি। ফলশ্রুতিতে নানা সঠিক তথ্যের পাশাপাশি প্রচার হচ্ছে ভুল তথ্য-ও। ধর্মীয় ক্ষেত্রে সামাজিক যোগাযোগ মাধ্যমে “এক ধর্ম গ্রহণ করলেন অন্য ধর্মের বেশকিছু মানুষ” কিংবা কোনো তারকা তার ধর্ম পরিবর্তন করেছেন দাবিতে তথ্যসূত্র ব্যতীত ভুলতথ্য ছড়ানো হয়। এছাড়াও, কোনো শিশু বা প্রাণীর গায়ে এডিট করে ধর্মীয় কোনো বিষয় যুক্ত করে দেয়া, ধর্মীয়ভাবে গুরুত্বপূর্ণ বিভিন্ন ব্যক্তির বিভিন্ন জরিপের তালিকায় স্থান পাওয়ার দাবি, পুরাতন কবর ও পুরোনো ব্যবহৃত জিনিসপত্র অন্য একজনের নামে প্রচার, সদ্য মৃত লাশের ছবিকে অনেক বছরের পুরোনো অক্ষত লাশ দাবি, গায়েবি শিরোনামে এডিটেড অডিও যুক্ত পূর্বের ধারণ করা ভিডিও প্রচার; ইত্যাদি ধরণের গুজব ছড়ানো হয়। আমরা এই প্রতিবেদনে জানবো গেল বছরে ধর্মীয় অঙ্গনের সবচেয়ে বেশি আলোচনায় ছিল কোন কোন গুজবসমূহ।
১। ব্রাজিলে আযান নিষিদ্ধ এবং আর্জেন্টিনায় প্রকাশ্যে আল্লাহ্র নাম নিতে পারবে না শীর্ষক গুজব
Brazil এমন একটা দেশ যেখানে আযান নিষিদ্ধ আর Argentina এমন একটা দেশ যেখানে প্রকাশ্যে কেউ আল্লাহ্র নাম নিতে পারে না” শীর্ষক শিরোনামে একটি তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার করা হয়েছিল।
তবে, রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, ব্রাজিলে আযান দেওয়া নিষিদ্ধ এবং আর্জেন্টিনায় আল্লাহর নাম প্রকাশ্যে মুখে নিতে না পারার বিষয়টি সত্য নয় বরং কোনো প্রকার নির্ভরযোগ্য তথ্যসূত্র ব্যতীত উক্ত বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রচার করা হচ্ছে।
এই বিষয়ে রিউমর স্ক্যানারের ফ্যাক্ট-চেক প্রতিবেদনটি পড়ুন এই লিংকে।
২। মরগান ফ্রিম্যান ইসলাম গ্রহণ করার ঘোষণা দিয়েছেন শীর্ষক গুজব
নভেম্বর এর শেষদিকে মরগান ফ্রিম্যান ইসলাম গ্রহণ করার ঘোষণা দিয়েছেন শীর্ষক দাবি প্রচার করা হয়েছিল।
তবে, রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, আমেরিকার কিংবদন্তি অভিনেতা মরগান ফ্রিম্যান ইসলাম গ্রহণ করার ঘোষণা দেননি বরং কোনো প্রকার নির্ভরযোগ্য তথ্যসূত্র ছাড়াই তথ্যটি প্রচার করা হচ্ছে।
এই বিষয়ে রিউমর স্ক্যানারের ফ্যাক্ট-চেক প্রতিবেদনটি পড়ুন এই লিংকে।
৩। জাপানি নোবেল বিজয়ী বিজ্ঞানী ইয়োশিনোরি ওহশোমি রোজা নিয়ে গবেষণা করে রোজা রাখার বেশকিছু উপকারিতা সম্পর্কে জানিয়েছেন শীর্ষক গুজব
বিভিন্ন সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে “জাপানি নোবেল বিজয়ী বিজ্ঞানী উসেনরি ওসমি। তিনি গবেষণা ও আবিষ্কার করেন যে, ১২ থেকে ২৪ ঘণ্টা রোজা রাখলে মানুষের দেহে অটোফেজি (Auto phazy) চালু হয়। তিনি প্রমাণ করেন যে, রোজা রাখার মাধ্যমে মানুষ ১০ টি উপকার পান” শীর্ষক দাবি প্রচার হয়ে আসছে।
তবে, রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, ইয়োশিনোরি ওহশোমির গবেষণা দাবিতে রোজার মাধ্যমে ক্যান্সার কোষ ধ্বংস হওয়ার তথ্য সঠিক নয় বরং অধ্যাপক ইয়োশিনোরি ওহশোমি এমন মন্তব্য বা গবেষণা করেননি।
এ বিষয়ে রিউমর স্ক্যানারের ফ্যাক্ট-চেক প্রতিবেদনটি পড়ুন এই লিংকে।
৪। কাতার বিশ্বকাপে উদ্বোধনী অনুষ্ঠানের বিশেষ অতিথি ড. জাকির নায়েক শীর্ষক গুজব
নভেম্বরের শেষদিকে “কাতার বিশ্বকাপে উদ্বোধনী অনুষ্ঠানের বিশেষ অতিথি জাকির নায়েক! আলহামদুলিল্লাহ।” শীর্ষক শিরোনামের একটি তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচারিত হয়েছিল।
তবে, রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, কাতার বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে ড. জাকির নায়েক বিশেষ অতিথি হিসেবে আমন্ত্রিত হননি বরং বিশ্বকাপের সময় জুড়ে ইসলামিক বক্তা হিসেবে তিনি কাতারে ইসলামিক লেকচার দিবেন।
এই বিষয়ে রিউমর স্ক্যানারের ফ্যাক্ট-চেক প্রতিবেদনটি পড়ুন এই লিংকে। এছাড়াও, কাতার বিশ্বকাপে ডা. জাকির নায়েকের বক্তৃতা শুনে ৪ জনের ইসলাম গ্রহণের একটি মিথ্যা দাবি-ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছিল। সে বিষয়ের প্রতিবেদনটি পড়ুন এই লিংকে।
ড. জাকির নায়েক সম্পর্কিত বিভিন্ন বিষয়ে বেশকিছু প্রতিবেদন প্রকাশ করেছে রিউমর স্ক্যানার। প্রতিবেদনগুলো পাওয়া যাবে এই লিংকে।
৫। ভিন্ন একজনের হিজাববিহীন ছবি ব্যবহার করে আলোচিত মুসকানের ছবি দাবি
ফেব্রুয়ারির শুরুর দিকে “ভারতের মুসকান। অন্য সময়ে স্কার্ট, জিন্স পরিধান করে। শুধু কলেজেই বোরখা পরে যায়। এইগুলান যে কোন লেভেলের ধর্মীয় বদমাশ সেটা চিন্তারও বাইরে। মাঝখানে ধর্মীয় জজবা চ্যাতায়ে দিয়ে আসন্ন নির্বাচনে বিজেপির লাভ করে দিলো।” শীর্ষক শিরোনামে হিজাববিহীন একজনের ছবি ব্যবহার করে আলোচিত মুসকানের ছবি দাবি করা হয়েছিল।
তবে, রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ছবিগুলো সম্প্রতি হিজাব বিতর্কে প্রতিবাদ করা আলোচিত শিক্ষার্থী মুসকান খানের নয় বরং ছবিগুলো নাজমা নাজীর নামের এক ভিন্ন এক ব্যক্তির।
এই বিষয়ে রিউমর স্ক্যানারের ফ্যাক্ট-চেক প্রতিবেদনটি পড়ুন এই লিংকে। মুসকান সম্পর্কিত বিভিন্ন বিষয়ে বেশকিছু প্রতিবেদন প্রকাশ করেছে রিউমর স্ক্যানার। প্রতিবেদনগুলো পাওয়া যাবে এই লিংকে।
ধর্মীয় বিষয়ে গণমাধ্যমের ভুল
অক্টোবরের মাঝামাঝি সময়ে গণমাধ্যমে “প্রথমবারের মতো মাইকে আযান হলো জার্মানিতে” এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে “জার্মানিতে অনুমতি পেল আজান। আজ থেকে জার্মানির প্রত্যেকটা মসজিদে, পাঁচ ওয়াক্ত নামাজের আজান হবে। আলহামদুলিল্লাহ!” শীর্ষক গুজব ছড়িয়ে পড়েছিল।
তবে, রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, জার্মানিতে কয়েকটি শহরে আগে থেকেই লাউডস্পিকারে আজান দেয়ার অনুমতি আছে এবং কোলন শহরে পাঁচ ওয়াক্ত নামাজ সময় লাউডস্পিকারে আজান দেওয়া যাবেনা বরং আলোচিত কোলন শহরের শুধুমাত্র সেন্ট্রাল মসজিদে কেবলমাত্র শুক্রবার নির্দিষ্ট শব্দ-সীমার মধ্যে লাউডস্পিকারে আজান দেওয়ার অনুমতি দেওয়া হয়েছে। এছাড়াও জার্মানিতে নয়, দেশটির কোলন শহরের একটি মসজিদে সম্প্রতি প্রথমবারের মত লাউডস্পিকারে আজান দেওয়া হয়েছে।
এই বিষয়ে রিউমর স্ক্যানারের ফ্যাক্ট-চেক প্রতিবেদনটি পড়ুন এই লিংকে।
মন্তব্যসহ বেনামী প্রিন্ট পত্রিকার কাটিং ব্যবহার করে প্রচারিত গুজব
তারকাদের জড়িয়ে ধর্মীয় গুজব (ধর্ম গ্রহণ সহ)
- ফুটবলার দিদিয়ের দ্রগবার ইসলাম ধর্ম গ্রহণের দাবিটি মিথ্যা
- করিম বেনজেমা ব্যালন ডি’অর বিজয়ী একমাত্র মুসলিম নয়
- জর্জ উইয়াহ ব্যালন ডি’অর জয়ী সর্বপ্রথম মুসলিম ফুটবলার নয়
- টাইগার শ্রফ ও তারা সুতারিয়ার ইসলাম ধর্ম গ্রহণ করার দাবিটি মিথ্যা
- ভারতীয় অভিনেতা জিৎ এর ইসলাম গ্রহণের দাবিটি মিথ্যা
- ভারতীয় চলচ্চিত্র পরিচালক রাজ চক্রবর্তীর পরিবারসহ ইসলাম ধর্ম গ্রহণের দাবিটি মিথ্যা
- ভারতীয় অভিনেতা টিকু তালসানিয়ার ইসলাম গ্রহণের তথ্যটি মিথ্যা
- ফ্রান্স ফুটবলার এমবাপ্পে মুসলিম নন
- অভিনয়শিল্পী পারসা ইভানা খ্রিষ্টান নন
- প্রার্থনা ফারদিন দীঘি হিন্দু ধর্মাবলম্বী নয়
সদ্য মৃত লাশের ছবি বা এ জাতীয় ছবিকে অনেক বছরের পুরোনো অক্ষত লাশ দাবি
- ১০ বছর পরেও হাফেজের লাশ অক্ষত দাবিতে প্রচারিত বিষয়টি মিথ্যা
- আইনুদ্দীন আল আজাদের লাশের ছবিটি সাম্প্রতিক সময়ের নয় (অক্ষত দাবি)
- ছবিটি ৩২ বছর আগে মারা যাওয়া কোনো ব্যক্তির অক্ষত মৃতদেহের নয়
ধর্ম গ্রহণ বা এ সম্পর্কিত বিভ্রান্তিকর তথ্য; পুরোনো ঘটনা নতুন করে বিভিন্ন সময়ে সাম্প্রতিক হিসেবে প্রচার
- দাউদ কিমের ইসলাম ধর্ম গ্রহণ করার ঘটনাটি দুই বছর পুরোনো
- তামিল অভিনেত্রী মনিকার ইসলাম ধর্ম গ্রহণের ঘটনাটি ৮ বছর পূর্বের
- ৯২ বছর বয়সী নারীর ইসলাম ধর্ম গ্রহণের ঘটনাটি ১১ বছর পূর্বের
- কুড়িগ্রামে ৩১ জনের ইসলাম গ্রহণের ঘটনাটি ২০১৯ সালের
- একসাথে ৪ যমজ বোন কোরআনের হাফেজ হলেন?
- রমজানে নিমাই দাসের স্বপরিবারে ইসলাম গ্রহণের খবরটি ২ বছর পুরোনো
- নিউজিল্যান্ডের রাগবি খেলোয়াড় ওফা তুঙ্গাফাসির ইসলাম গ্রহণের সংবাদটি ৩ বছর পুরোনো
- কাতারে ১২০ জন ইসলাম গ্রহণের দাবিতে প্রচারিত ভিডিওটি পুরাতন
- মাগুরায় ৫০ হিন্দু পরিবারকে চিঠি পাঠানোর ঘটনাটি পুরাতন
ধর্ম গ্রহণ বা এ সম্পর্কিত গুজব
- ইন্দোনেশিয়ায় ৬ মাসে দেড় লাখ মানুষের সনাতন ধর্ম গ্রহণের দাবিটি মিথ্যা
- ভারতের হিজাব বিতর্কে যুক্তরাষ্ট্রে ৭ জনের ইসলাম গ্রহণের দাবিটি মিথ্যা
- ‘কাতার বিশ্বকাপে এক সপ্তাহে ৫৫৮ জন ইসলাম গ্রহণ করেছে’ শীর্ষক দাবিটি সত্য নয়
আযান সম্পর্কিত বিষয় নিয়ে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্যসমূহ
- লন্ডনে আজান নিষিদ্ধ করায় মসজিদ থেকে গায়েবী আজান আসার দাবিটি মিথ্যা
- রাস্তায় দাঁড়িয়ে আযান দেওয়ার ভিডিওটি ভারতে লকডাউনে মসজিদ বন্ধ থাকার সময়ের
- আযানের শব্দে শিশুর বিমোহিত হওয়ার ঘটনাটি কাতার বিশ্বকাপের নয়
- ব্রাজিলে আযান নিষিদ্ধ এবং আর্জেন্টিনায় প্রকাশ্যে আল্লাহ্র নাম নিতে পারবে না শীর্ষক দাবিটি মিথ্যা
- আজানের শব্দে ‘আজান ফুল’ ফোটার তথ্যটি মিথ্যা
- সম্প্রতি জার্মানিতে প্রথম লাউডস্পিকারে আজান দেওয়ার অনুমতির দাবিটি বিভ্রান্তিকর
শিক্ষার সাথে ধর্মীয় বিষয়কে সম্পৃক্ত করে গুজব
- নতুন শিক্ষাক্রম থেকে ধর্মশিক্ষা বাদ দেওয়ার দাবিটি মিথ্যা
- ইসকন কর্তৃক প্রকাশিত বইকে বাংলাদেশের শিক্ষাব্যবস্থার বই দাবিতে প্রচার
- শিক্ষা ব্যবস্থায় হিন্দুদের প্রাধান্য দেখিয়ে প্রচারিত তালিকাটি সঠিক নয়
- পাঠ্যসূচির পরিবর্তন নিয়ে সাংসদ ফখরুল ইমামের বক্তব্যটি মিথ্যা
এডিটেড ভিডিও ও ছবি ব্যবহার করে ধর্মীয় প্রচারণা
- কুরআন তেলওয়াত শুনে ভারতীয় তারকাদের কান্না দাবিতে প্রচারিত ভিডিওগুলো এডিটেড
- ব্রিটেন’স গট ট্যালেন্ট টেলিভিশন প্রোগ্রামে আযান শোনানোর ভিডিওটি এডিটেড
- আকাশে মসজিদ দেখা যাওয়ার ভিডিওটি বাস্তব নয়
- এম্পায়ার স্টেট বিল্ডিংয়ে কালী প্রতিমার প্রতিকৃতিটি দীপাবলি উৎসবের নয়
- আকাশে শ্রীকৃষ্ণের অলৌকিক আগমনের ভিডিওটি এডিট করা
হিন্দু-মুসলিম বিয়ে সম্পর্কিত মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য
- ভোলায় টাকার বিনিময়ে মুসলিম মেয়েকে হিন্দু পরিবারের হাতে তুলে দেওয়ার দাবিটি বিভ্রান্তিকর
- নিজের মেয়েকে হিন্দু ছেলের সাথে বিয়ে দিয়েছেন মুসলিম বাবা-মা?
ধর্মীয় বিষয়ের সাথে সম্পর্কিত বিভিন্ন ব্যক্তিকে প্রথম বা বিজয়ী দাবি করে ভুয়া ও বিভ্রান্তিকর তথ্য
- ১১১টি দেশকে পেছনে ফেলে নয়, তাকরিম তৃতীয় হয়েছেন নিজ বিভাগে
- বিশ্বের সেরা জ্ঞানী ব্যক্তিদের তালিকায় জাকির নায়েকের নাম আসার দাবিটি মিথ্যা
- হাফেজ শিহাবুল্লাহ’র ক্রোয়েশিয়াতে আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় ৩য় স্থান অর্জনের ঘটনাটি ২০১৮ সালের
- সম্প্রতি সৌদিতে কোরআন প্রতিযোগিতায় বাংলাদেশি হাফেজের প্রথম হওয়ার দাবিটি মিথ্যা
- কুয়েতে বিশ্ব কোরআন প্রতিযোগিতায় হাফেজ আবু রাহাতের ১ম হওয়ার দাবিটি মিথ্যা
এছাড়াও বছর জুড়ে ধর্মীয় অঙ্গনে আরো বেশকিছু বিষয় আলোচনায় ছিল। যেমনঃ
- রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন ইসলামকে রাষ্ট্রীয়ভাবে দ্বিতীয় ধর্মের স্বীকৃতি দেওয়ার তথ্যটি গুজব
- এটি স্ফটিক করা অভিধান বই, সমুদ্র তলদেশ থেকে তোলা অক্ষত কোরআন নয়
- ‘অমুসলিম হলে ধর্ষণ করা যাবে’ এমন কোনো মন্তব্য করেননি আল-আজহার বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক
- ৮ ফেব্রুয়ারীকে ‘আন্তর্জাতিক তাকবির দিবস’ ঘোষণা করার দাবিটি মিথ্যা
- কাবার উপর দিয়ে বিমান উড়তে না পারার কারণ মধ্যাকর্ষন কেন্দ্র?
- ‘ইসলামের চেয়ে সনাতন ধর্ম অনেক ভালো’ শীর্ষক মন্তব্য করেননি শিক্ষামন্ত্রী
- আল্লাহ্ শব্দকে বিতর্কিত ভাবে গাওয়া গানটি বিটিএস এর গাওয়া নয়
- রাশিয়ায় তুষারপাতের মধ্যে নামাজের ভিডিওটি এক বছর পুরোনো
- কাতার বিশ্বকাপে কালেমার পতাকা উড়ার দাবিতে পুরাতন ভিডিও প্রচার
- মক্কায় তুষারপাতের দাবিতে প্রচারিত ভিডিওটি এডিটেড
- Fact Check: ডাচ নেতার নওমুসলিম ফারুক হত্যার বিচার চাওয়ার দাবীটি ভুয়া
- দিবালার আরবি ট্যাটু ফিলিস্তিনের মুসলিম হত্যার প্রতিবাদে করা হয়নি
- “অচিরেই সমগ্র বিশ্ব হবে ইসলামি বিশ্ব” শীর্ষক মন্তব্যটি রাশিয়ান পুরোহিত পেট্রিয়ার্ক কিরিলের নয়
- হাদীস নিয়ে সৌদি যুবরাজ মুহাম্মদ বিন সালমানের বক্তব্যকে বিকৃত করে প্রচার
- ছবিটি আদম (আ.) এর নকল জুব্বার, ইব্রাহিম (আ.) এর জুব্বার নয়
সুতরাং, ধর্মীয় ক্ষেত্রে সাধারণত “একটি ধর্ম গ্রহণ করলেন অন্য ধর্মের বেশকিছু মানুষ” কিংবা কোনো তারকা ধর্ম পরিবর্তন করেছেন দাবিতে তথ্যসূত্র ব্যতীত ভুলতথ্য ছড়ানো হয়। এছাড়াও, এক ঘটনার পুরোনো ভিডিও অন্য ঘটনার ক্ষেত্রে প্রচার করে সংশ্লিষ্ট ঘটনার প্রেক্ষিতে আন্দোলনের ভিডিও হিসেবে প্রচার করা হয়। এমনকি প্রযুক্তির সহায়তায় পুরনো ভিডিও লাইভ স্ট্রিমিং করেও ভুলতথ্য প্রচার করা হয়। পাশাপাশি, শিশু বা প্রাণীর গায়ে এডিট করে ধর্মীয় কোনো বিষয় যুক্ত করে দেয়া, ধর্মীয়ভাবে গুরুত্বপূর্ণ বিভিন্ন ব্যক্তির বিভিন্ন জরিপের তালিকায় স্থান পাওয়ার দাবি, পুরাতন কবর ও পুরোনো ব্যবহৃত জিনিসপত্র অন্য একজনের নামে প্রচার, সদ্য মৃত লাশের ছবিকে অনেক বছরের পুরোনো অক্ষত লাশ দাবি, গায়েবি শিরোনামে এডিটেড অডিও যুক্ত পূর্বের ধারণ করা ভিডিও প্রচার; ইত্যাদি ধরণের গুজব ছড়ানো হয়েছে। সচেতনতা ও তথ্য যাচাই প্রক্রিয়া-ই হতে পারে ধর্মীয় অঙ্গনের ভুলতথ্য রোধের সমাধান।