ফুটবলার দিদিয়ের দ্রগবার ইসলাম ধর্ম গ্রহণের দাবিটি মিথ্যা  

সম্প্রতি “ব্রেকিং নিউজ, চেলসি ও আইভেরিকোস্ট লিজেন্ড দ্রিদিয়ের দ্রগবা ইসলাম ধর্ম গ্রহণ করেছেন।” শীর্ষক শিরোনামের একটি তথ্য ও দ্রগবার হাত তুলে মোনাজাতের কিছু ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।

ফেসবুকে প্রচারিত এমন কিছু পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে, এখানে, এখানে এবং এখানে। পোস্টগুলোর আর্কাইভ ভার্সন দেখুন এখানে, এখানে, এখানে, এখানে, এখানে এবং এখানে।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, আইভরি কোস্টের সাবেক ফুটবলার দিদিয়ের দ্রগবার ইসলাম ধর্ম গ্রহণের দাবিটি সঠিক নয় বরং বিষয়টি মিথ্যা জানিয়ে নিজ গ্রামের বাড়িতে মুসলিম বন্ধুদের প্রতি সম্মানস্বরূপ হাত তুলে দোয়া করছিলেন বলে টুইট করেছেন দ্রগবা।

কি-ওয়ার্ড সার্চ পদ্ধতির মাধ্যমে গত ৮ নভেম্বর ব্রিটিশ সংবাদমাধ্যম ‘BBC NEWS’ এর সোমালি ভাষার সংস্করণে “Maxaa ka jira in Didier Drogba uu qaatay diinta Islaamka?” (দিদিয়ের দ্রগবা কেন ইসলাম গ্রহণ করলেন?) শিরোনামে একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। 

প্রতিবেদনে বলা হয়, “গত কয়েক ঘন্টায় সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচুর পোস্ট হয়েছে যে আইভরি কোস্টের দুর্দান্ত খেলোয়াড় দিদিয়ের দ্রগবা ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। কয়েক ঘন্টা পরে, দ্রগবা তার অফিসিয়াল ওয়েবসাইটে পোস্ট করেন যে তিনি তার ধর্ম পরিবর্তন করেননি এবং তিনি অবাক হয়েছিলেন যে কীভাবে এই খবর ছড়িয়ে পড়ে।”

পরবর্তীতে দিদিয়ের দ্রগবার অফিশিয়াল টুইটার অ্যাকাউন্টে গত ৮ নভেম্বর প্রকাশিত একটি টুইট খুঁজে পাওয়া যায়। 

টুইটে দ্রগবা জানান, “এই গল্প ভাইরাল হচ্ছে। কিন্তু আমি ধর্ম পরিবর্তন করিনি।

আমি আমার গ্রামে বেড়াতে আসা আমার মুসলিম ভাইদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছিলাম। একতার মুহূর্ত। সকলের জন্য অনেক ভালোবাসা ও শুভকামনা।”

অর্থাৎ, দ্রগবা ইসলাম ধর্ম গ্রহণ করার দাবিটি সঠিক নয়।

গুজবের সূত্রপাত কীভাবে?

এডভান্সড সার্চ পদ্ধতির মাধ্যমে ফেসবুকে গত ৭ নভেম্বর ‘Dr. Muhammad Salah’ নামক অ্যাকাউন্ট থেকে এ সম্পর্কিত প্রথম পোস্ট খুঁজে পাওয়া যায়। বিবিসিও একই পোস্টকেই প্রথম পোস্ট হিসেবে নিশ্চিত করেছে। বিবিসির প্রতিবেদনে বলা হয়, “মার্কিন যুক্তরাষ্ট্রে বসবাসকারী ডঃ মোহামেদ সালাহ নামের একজন মুসলিম ধর্মযাজক দ্রগবাকে মুসলমানদের মতো প্রার্থনা করার ছবি প্রকাশ করার পর এই খবর এসেছে। তিনি বলেছিলেন যে দ্রগবা ইসলাম ধর্ম গ্রহণ করেছেন এবং এভাবেই খবর ছড়িয়ে পড়ে।”

মূলত, আইভরি কোস্টের সাবেক ফুটবলার দিদিয়ের দ্রগবা নিজ গ্রামের বাড়িতে মুসলিম বন্ধুদের প্রতি সম্মানস্বরূপ হাত তুলে দোয়া করার কিছু ছবি সম্প্রতি ফেসবুকে ছড়িয়ে পড়েছে। উক্ত ছবিগুলো ব্যবহার করে দ্রগবা ইসলাম ধর্ম গ্রহণ করেছেন শীর্ষক একটি দাবি ছড়িয়ে পড়ার প্রেক্ষিতে দ্রগবা নিজেই তার টুইটার অ্যাকাউন্টের এক টুইট বার্তায় জানান, তিনি তার ধর্ম পরিবর্তন করেননি। নিজ গ্রামের বাড়িতে মুসলিম বন্ধুদের প্রতি সম্মানস্বরূপ তিনি হাত তুলে দোয়া করছিলেন বলে টুইটে উল্লেখ করেন দ্রগবা। 

উল্লেখ্য, দিদিয়ের দ্রগবা একজন খ্রিস্টান তিনি তার দেশের গীর্জা এবং বিদেশের চার্চগুলির সাথে নিয়মিত যুক্ত রয়েছেন। 

প্রসঙ্গত, দিদিয়ের দ্রগবা ইংল্যান্ডে অবস্থিত চেলসি দলের হয়ে অনেক ট্রফি জিতেছেন। নিজের দেশ আইভরি কোস্টের হয়ে তিনটি বিশ্বকাপ খেলেছেন। তিনি 2018 সালে তার অবসর ঘোষণা করেন।

সুতরাং, দিদিয়ের দ্রগবার ইসলাম ধর্ম গ্রহণের দাবিটি মিথ্যা।

তথ্যসূত্র

আরও পড়ুন

spot_img