স্নিগ্ধর বিএনপিতে যোগদানের রশিদের ছবি সম্পাদনা করে অপপ্রচার  

সম্প্রতি, সামাজিক যোগাযোগ মাধ্যমে বিএনপির একটি সদস্য নবায়ন রশিদের ছবি প্রচার করে দাবি করা হচ্ছে, জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মীর মুগ্ধের যমজ ভাই মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ বিএনপিতে যোগদানের এই রশিদে ধার্যকৃত নবায়ন ফি হিসেবে লেখা রয়েছে ‘মুগ্ধের লাশ’।

এরূপ দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, স্নিগ্ধর বিএনপিতে যোগদানের এই রশিদে ধার্যকৃত নবায়ন ফি হিসেবে ‘মুগ্ধের লাশ’ শীর্ষক বাক্য লেখা ছিল না। প্রকৃতপক্ষে, ডিজিটাল প্রযুক্তির সহায়তায় সম্পাদনা করে মূল ছবিতে থাকা ‘২০ টাকা’ শীর্ষক বাক্যের স্থলে উক্ত বাক্য বসিয়ে আলোচিত ছবিটি তৈরি করা হয়েছে। 

এ বিষয়ে অনুসন্ধানে বিএনপির মিডিয়া সেলের ফেসবুক পেজে ০৪ নভেম্বর প্রকাশিত একটি ছবির সাথে আলোচিত ছবিটির পারিপার্শ্বিক মিল পাওয়া যায়। 

Comparison : Rumor Scanner

উক্ত পোস্ট থেকে জানা যায়, জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মীর মুগ্ধের যমজ ভাই মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি-তে যোগদান করেছেন। ভার্চুয়ালে এসময় যুক্ত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

রশিদের এই ছবিটি পর্যালোচনা করে দেখা যায়, রশিদে ধার্যকৃত নবায়ন ফি হিসেবে ‘মুগ্ধের লাশ’ শীর্ষক বাক্য লেখা নেই। বরং লেখা রয়েছে ‘২০ টাকা’।

অর্থাৎ, ছবিটি সম্পাদনা করে বাক্য বদলে দেওয়া হয়েছে।।

সুতরাং, মীর স্নিগ্ধর বিএনপিতে যোগদানের রশিদের এই ছবিটি সম্পাদিত।

তথ্যসূত্র

আরও পড়ুন

spot_img