ঢাকায় প্রকাশ্যে গৃহবধূকে অপহরণ চেষ্টার দৃশ্য দাবিতে ভারতের ভিন্ন ঘটনার ভিডিও প্রচার

সম্প্রতি, রাজধানী ঢাকায় প্রকাশ্যে এক গৃহবধূকে অপহরণ চেষ্টার দৃশ্য দাবিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও প্রচার করা হয়েছে। প্রচারিত পোস্টগুলোতে আরও দাবি করা হয়, অপহরণের সময় উপস্থিত জনতা তাদেরকে আটক করে। ভিডিওগুলোতে পরবর্তীতে ‘অপহরণ চেষ্টাকারীদের’ আটকের পর পুলিশেও দিতে দেখা যায়।

ফেসবুকে প্রচারিত এমন ভিডিও দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)। 

ইনস্টাগ্রামে প্রচারিত একই ভিডিও দেখুন এখানে (আর্কাইভ)। 

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা গেছে, আলোচিত ভিডিওটি কোনো অপহরণের ঘটনার নয় এবং এটি বাংলাদেশের ঘটনাও নয়। প্রকৃতপক্ষে, ভিডিওটি ভারতের ত্রিপুরা রাজ্যের বিশ্রামগঞ্জ শহরের, যেখানে নিখোঁজ এক গৃহবধূকে তার বাবার বাড়ির লোকজন উদ্ধার করার মুহূর্তকে আলোচিত দাবিতে প্রচার করা হয়েছে। 

আলোচিত ভিডিওটির বিষয়ে অনুসন্ধানে ভিডিওতে দেখতে পাওয়া গাড়ির রেজিস্ট্রেশন নাম্বার TR07A0453 এর সূত্র ধরে কি-ওয়ার্ড সার্চের মাধ্যমে আওয়াজ নামের ভারতীয় একটি অনলাইন গণমাধ্যমের ফেসবুক পেজে গত ৩ অক্টোবর প্রচারিত একটি পোস্ট খুঁজে পাওয়া যায়।

Screenshot: Facebook 

পোস্টটিতে ব্যবহৃত ছবির সাথে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওর ঘটনার মিল লক্ষ্য করা যায়। উভয় জায়গাতেই একই নারীকে ও একই রেজিস্ট্রেশন নাম্বার সংবলিত গাড়িতে দেখতে পাওয়া যায়। পোস্টটি থেকে জানা যায়, উক্ত ঘটনাটি ভারতের ত্রিপুরা রাজ্যের বিশ্রামগঞ্জ শহরের। ছবিতে দেখতে পাওয়া নারীর নাম অঞ্জুমান রহমান। ওই গৃহবধূ কয়েকদিন আগে স্বামীর বাড়ি থেকে নিখোঁজ হন। পরবর্তীতে ১ অক্টোবর পুলিশ তাকে উদ্ধার করে পুনর্বাসন সেন্টারে পাঠায়। খবর পেয়ে মেয়ের বাবার বাড়ির লোকজন তাকে নিতে আসলে সে চিৎকার করতে শুরু করে। এসময় উপস্থিত জনতার সন্দেহ হওয়ায় তারা তাদেরকে আটক করে পুলিশে দেয়। 

পোস্টটিতে আরও উল্লেখ করা হয়, অনুসন্ধান শেষে পুলিশ ওই গৃহবধূতে তার বাবার বাড়ির লোকদের হাতে তুলে দেন। এছাড়াও অঞ্জুমান রহমান নামের ওই গৃহবধূ মানসিকভাবে কিছুটা অসুস্থ বলেও বিশ্রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অজিত দেববর্মা মন্তব্য করেছেন বলে পোস্টটিতে উল্লেখ করা হয়। 

পরবর্তীতে প্রাপ্ত তথ্যের সূত্র ধরে ত্রিপুরার স্থানীয় গণমাধ্যম Tripurainfoway এর ফেসবুক পেজে মূল ভিডিওটি প্রচারিত হতে দেখা যায়। উক্ত গণমাধ্যমের পোস্টটি থেকেও একই তথ্য পাওয়া যায়। 

Video Comparison by Rumor Scanner 

এছাড়াও আরেকটি গণমাধ্যমে একই ঘটনায় প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। 

অর্থাৎ, আলোচিত ভিডিওটি বাংলাদেশের কোনো অপহরণ চেষ্টার ঘটনার নয়। 

সুতরাং, ভারতের ভিন্ন ঘটনার ভিডিওকে রাজধানী ঢাকায় প্রকাশ্যে এক গৃহবধূকে অপহরণ চেষ্টার দৃশ্য দাবিতে প্রচার করা হচ্ছে; যা সম্পূর্ণ মিথ্যা।

তথ্যসূত্র

  • আওয়াজ Facebook Post
  • Tripurainfoway Facebook Post
  • Khabare Pratibad Facebook Post
  • Rumor Scanner’s Analysis

আরও পড়ুন

spot_img