রিউমর স্ক্যানার একটি স্বাধীন সাংবাদিকতার উদ্যোগ যার প্রধান লক্ষ্য দেশের চলমান গুজব ও ভুয়া খবর নির্মূল করা এবং সঠিক তথ্য জনগণের কাছে পৌঁছে দেওয়া। রিউমর স্ক্যানারের প্রতিষ্ঠাতা সুমন আহমেদ এবং এর সহ-প্রতিষ্ঠাতা মোঃ ছাকিউজ্জামান ও সাঈদ জয়। ১৭ মার্চ ২০২০ তারিখে রিউমর স্ক্যানার আনুষ্ঠানিক যাত্রা শুরু করে। আমরা বাংলাদেশের প্রথম কোন ফ্যাক্ট চেকিং সংস্থা যারা ওয়েব কন্টেন্টের পাশাপাশি ডিজিটাল ব্যানারের মাধ্যমে ফ্যাক্ট চেক স্টোরি প্রকাশ করি। রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক, স্বাস্থ্য-ঔষধ সহ বিভিন্ন ক্যাটাগরির বিভিন্ন ভাইরাল টপিক যাচাই করে আমরা তা উপস্থাপন করি। আমরা কোন ফ্যাক্ট চেক পূর্ণাঙ্গ যাচাই-বাছাই না করে প্রকাশ করিনা। আমরা ফ্যাক্টচেক উৎস, ফান্ডিং, কার্যক্রম এবং সংস্থার স্বচ্ছতা রক্ষায় দৃঢ় প্রতিজ্ঞ।
রিউমর স্ক্যানার ফ্যাক্টচেকিং সংস্থা হিসেবে বাংলাদেশের প্রথম WhatsApp হেল্পলাইন চালু করেছে যেখানে আপনি যেকোন সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট, ভিডিও এবং সংবাদের লিংক পাঠিয়ে ফ্যাক্টচেক অনুরোধ করতে পারবেন। আমাদের WhatsApp হেল্পলাইনের (+৮৮০ ১৭৫১৫৮৯৪৫৮) মাধ্যমে আমরা প্রতি সপ্তাহে প্রায় শতাধিক প্রশ্ন এবং ফ্যাক্টচেক অনুরোধ পেয়ে থাকি।
রিউমর স্ক্যানার বাংলাদেশ ফেসবুক গ্রুপে বর্তমানে প্রায় ৭৯ হাজার সদস্য রয়েছে যা বিশ্বজুড়ে প্রথম। আমাদের ফেসবুক গ্রুপে প্রতিদিন প্রায় একশত ফ্যাক্টচেকিং রিকোয়েস্ট পোস্ট আসে। ব্যাপক ইন্টারনেট ব্যবহারকারীরা বিভিন্ন তথ্য যাচাইয়ের দাবি এবং প্রশ্ন সম্পর্কেও আলোচনা করতে পারেন।
রিউমর স্ক্যানার আরএসবি মিডিয়া অ্যান্ড রিসার্চ ফার্মের একটি প্রকল্প যা রেজিস্টার্ড অফ জয়েন্ট স্টক কোম্পানিস এন্ড ফার্মস এর অধীনে নিবন্ধিত (নিবন্ধন নংঃ P-47076/2021) একটি প্রতিষ্ঠান। আরএসবি মিডিয়া অ্যান্ড রিসার্চ একটি লাভজনক প্রতিষ্ঠান এবং এর সদর দফতর ঢাকা, বাংলাদেশে অবস্থিত।
রিউমর স্ক্যানার এর তহবিল উৎস সম্পর্কে সম্পূর্ণ স্বচ্ছতা বজায় রাখে। একটি স্বতন্ত্র প্রতিষ্ঠান হিসেবে আমাদের আয় এবং ব্যয় সীমিত। অনুদান, বিনিয়োগ, বিজ্ঞাপনের আয়, গুগল অ্যাডসেন্স আয় আমাদের বর্তমান আয়ের উৎস। তাছাড়া যারা আমাদের যাত্রার সঙ্গী হতে চায় এবং ভুল তথ্যের বিরুদ্ধে লড়াই করতে চায় তাদের পক্ষ থেকে প্রদত্ত অনুদান আমরা সাদরে গ্রহণ করি। এটা উল্লেখ্য, দাতাপক্ষ আমাদের কার্যপদ্ধতির মান, স্বাধীনতা ও স্বচ্ছতায় কোন ব্যাঘাত ঘটাতে পারেনা।
About Us
Rumor Scanner is an independent digital journalism initiative with a mission to fight misinformation, and the country’s ongoing rumors, explain issues and provide accurate information to the public to make the internet safer.
Rumor Scanner officially launched on March 17, 2020, founded by Sumon Ahmed, Md. Sakiuzzaman and Sayeed Joy.
We are the first fact-checking initiative in Bangladesh to start fact-checking through websites as well as digital banners to aware more people.
We explain the issues by examining various viral topics in different fields like politics, society, economics, health medicine, etc.
The Rumor Scanner team does not publish any fact checks without full verification and we are committed to maintaining the transparency of the fact check source, funding, activities, and organization.
Rumor Scanner is the first fact-checker in Bangladesh to launch a WhatsApp helpline where conscious citizens can send posts, videos & news links to be fact-checked. We receive more than hundreds of serious queries every week through our WhatsApp helpline (+880 1751-589458).
Rumor Scanner Bangladesh Facebook group has around 21 thousand members on Facebook which is the first of its kind around the globe. Our Facebook groups receive almost hundreds of fact-checking claims every day. Mass internet users can also discuss various fact-checking claims and queries.
Rumor Scanner is a part of RSB Media & Research, registered (Registration No: P-47076/2021) with the Registrar of Joint Stock Companies And Firms.
RSB Media & Research is a for-profit firm and is headquartered in Dhaka, Bangladesh.
Rumor Scanner maintains transparency about its funding sources. As an independent organization, our expenses & inflows are limited. Donations, investments, advertisement revenue, and Google AdSense revenue are the primary sources of our current income. We accept and greatly appreciate donations from anyone who wants to be part of our journey & fight against misinformation. It should be noted that donors and contributors does not and cannot interfere with the standard, independence, and transparency of our working procedures.