বিএনপির মনোনয়ন ইস্যুতে সাতক্ষীরায় বাসে আগুন বা চালক নিহতের ঘটনা ঘটেনি, ভুয়া ফটোকার্ড প্রচার

গত ৩ নভেম্বর আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের জন্য বিএনপি মনোনীত প্রার্থীদের তালিকা ঘোষণা করেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। প্রার্থী ঘোষণার পর বাদ পড়া নেতাদের অনুসারীরা দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ ও অবরোধ কর্মসূচি পালন করছেন। এই প্রেক্ষাপটে “সাতক্ষীরায় নমিনেশন বঞ্চিতদের অবরোধে গাড়িতে আগুন, বাসচালক নিহত!” শিরোনামে যমুনা টিভির ডিজাইন সংবলিত একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।

এই দাবিতে ফেসবুকে প্রচারিত কিছু পোস্ট দেখুন: এখানে, এখানে, এখানে, এখানে

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, “সাতক্ষীরায় নমিনেশন বঞ্চিতদের অবরোধে গাড়িতে আগুন, বাসচালক নিহত!” শিরোনামে যমুনা টিভি কোনো ফটোকার্ড বা সংবাদ প্রকাশ করেনি এবং এমন কোনো ঘটনাও ঘটেনি। প্রকৃতপক্ষে, যমুনা টিভির ফটোকার্ডের নকশা নকল করে ডিজিটাল প্রযুক্তির সহায়তায় ভুয়া  ফটোকার্ড তৈরি করে প্রচার করা হয়েছে।

দাবিটি যাচাইয়ের অংশ হিসেবে প্রথমে আলোচিত ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে দেখা যায়, এতে যমুনা টিভির লোগো এবং প্রকাশের তারিখ হিসেবে ৪ নভেম্বর ২০২৫ উল্লেখ রয়েছে।

এই সূত্র ধরে অনুসন্ধানে যমুনা টিভির ফেসবুক পেজে এ সংক্রান্ত কোনো ফটোকার্ড বা পোস্ট পাওয়া যায়নি। এমনকি গণমাধ্যমটির ওয়েবসাইটেও এ বিষয়ে কোনো তথ্য বা প্রতিবেদন প্রকাশিত হয়নি।

ফটোকার্ডটি পর্যালোচনায় দেখা যায়, এটি যমুনা টিভির প্রচলিত ফটোকার্ডের ডিজাইনের সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়। যমুনা টিভির ফটোকার্ডে সাধারণত সংযুক্ত ছবির চারপাশে লাল বর্ডার থাকে, যা আলোচিত ফটোকার্ডে অনুপস্থিত। এছাড়া, ব্যবহৃত ফন্টেও পার্থক্য পরিলক্ষিত হয়।

Comparison: Rumor Scanner.

বিএনপির মনোনীত প্রার্থীদের তালিকা ঘোষণাকে কেন্দ্র করে সাতক্ষীরা-২ আসনে দলটির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল আলিমকে মনোনয়ন দেওয়ার দাবিতে বিএনপির একাংশ মশাল মিছিল করেছে। ৩ নভেম্বর রাতে সাতক্ষীরা-খুলনা মহাসড়কের তালতলা এলাকায় সড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে তার সমর্থকরা। অন্যদিকে, সাতক্ষীরা-৩ আসনে বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য শহিদুল আলম দলীয় মনোনয়ন না পাওয়ার প্রতিবাদে ৪ নভেম্বর অর্ধদিবস হরতাল ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করেছেন তার কর্মী-সমর্থকেরা। তবে এসব কর্মসূচিতে গাড়িতে আগুন লাগানো বা বাসচালক নিহত হওয়ার কোনো তথ্য পাওয়া যায়নি।

অর্থাৎ, সাতক্ষীরায় বিএনপির মনোনয়নকে কেন্দ্র করে অবরোধ ও বিক্ষোভের ঘটনা ঘটলেও, আলোচিত ফটোকার্ডের দাবির মতো সহিংসতার তথ্য পাওয়া যায়নি।

এছাড়া, ফটোকার্ডটিতে ব্যবহৃত ছবিটি সম্পর্কে অনুসন্ধানে জানা যায়, এটি একটি পুরোনো ছবি। ২০২০ সালের ১২ নভেম্বর বাংলানিউজ২৪-এর ফেসবুক পেজে প্রকাশিত এক পোস্টে একই ছবি পাওয়া যায়। পোস্টের ক্যাপশন অনুযায়ী, ছবিটি রাজধানীর গুলিস্তানে বাসে আগুন লাগার ঘটনার। একই ছবি সেদিন দৈনিক সমকালের একটি প্রতিবেদনেও ব্যবহৃত হয়েছিল। সেখানে উল্লেখ করা হয়, সেদিন দুপুর দেড়টার দিকে গুলিস্তান গোলাপশাহ মাজার এলাকায় ‘ভিক্টোর ক্লাসিক’ নামের একটি যাত্রীবাহী বাসে দুর্বৃত্তরা আগুন দেয়। 

Comparison: Rumor Scanner.

অর্থাৎ, ফটোকার্ডটিতে ব্যবহৃত ছবিটিও ২০২০ সালের পুরোনো ছবি।

সুতরাং, “সাতক্ষীরায় নমিনেশন বঞ্চিতদের অবরোধে গাড়িতে আগুন, বাসচালক নিহত!” শিরোনামে যমুনা টিভির নামে প্রচারিত ফটোকার্ডটি সম্পূর্ণ ভুয়া ও বানোয়াট।

তথ্যসূত্র

আরও পড়ুন

spot_img