ভারতে শেখ হাসিনার জনসভা দাবিতে ভিন্ন ঘটনার পুরোনো গাড়ি বহরের ভিডিও প্রচার

সম্প্রতি, “ভারতে জনসভা করলো শেখ হাসিনা” শীর্ষক দাবিতে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে। 

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত ভিডিওটি দেখুন: এখানে (আর্কাইভ)। 

ফ্যাক্টচেক 

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, এটি সাম্প্রতিক সময়ে ভারতে শেখ হাসিনার জনসভা করার ভিডিও নয়। প্রকৃতপক্ষে, অন্তত ২০২২ সাল থেকে ইন্টারনেটে ভিডিওটির অস্তিত্ব রয়েছে। 

এ বিষয়ে অনুসন্ধানে ‘Ar A Media’ নামক ইউটিউব চ্যানেলে ২০২২ সালের ৭ ডিসেম্বরে প্রকাশিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। উক্ত ভিডিওর সঙ্গে আলোচিত আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওটির দৃশ্যের মিল রয়েছে। 

Video Comparison by Rumor Scanner 

তবে, উক্ত ভিডিওটির বিবরণীতে কোনো স্থান কিংবা ঠিক কোন জনসভায় যোগ দিতে শেখ হাসিনার গাড়ি বহরের দৃশ্য এটি তার উল্লেখ পাওয়া যায়নি। 

এছাড়া, স্বাভাবিকভাবে শেখ হাসিনা ভারতে এরূপ জনসভা করলে তা নিয়ে আন্তর্জাতিক, ভারতীয় কিংবা দেশিয় সংবাদমাধ্যমে ঢালাওভাবে খবর প্রচার হতো। তবে, এক্ষেত্রে অনুসন্ধানে শেখ হাসিনার ভারতে জনসভা করার কোনো খবরের অস্তিত্ব পাওয়া যায়নি। 

অর্থাৎ, প্রচারিত ভিডিওটি সাম্প্রতিক সময়ের নয় তা নিশ্চিতভাবে বলা যাচ্ছে। 

সুতরাং, ২০২২ সাল থেকে ইন্টারনেটে বিদ্যমান থাকা একটি গাড়ি বহরের ভিডিওকে সাম্প্রতিক সময়ে ভারতে শেখ হাসিনার জনসভায় যাওয়ার দৃশ্য দাবিতে প্রচার করা হয়েছে; যা মিথ্যা। 

তথ্যসূত্র 

আরও পড়ুন

spot_img