যুবলীগের সম্রাটের স্থায়ী জামিন মঞ্জুরের ভুয়া দাবি  

সম্প্রতি ‘আলহামদুলিল্লাহ স্থায়ীভাবে জামিন পেয়েছে সিংহ পুরুষ ইসমাইল চৌধুরী সম্রাট’ শীর্ষক একটি তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)৷

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ইসমাইল হোসেন চৌধুরী সম্রাটের স্থায়ী জামিন মঞ্জুরের তথ্যটি সঠিক নয়। প্রকৃতপক্ষে, সম্রাটের নামে পরিচালিত একটি পেজ থেকে প্রকাশিত পুরোনো ভিডিওর ভিত্তিতে উক্ত দাবিটি প্রচার করা হয়েছে।

এ বিষয়ে অনুসন্ধানে প্রচারিত পোস্টগুলো পর্যবেক্ষণ করে এসব পোস্টে ইসমাইল চৌধুরী সম্রাট নামক একটি ফেসবুক পেজের লিংকের সংযুক্তি পাওয়া যায়।  

উক্ত পেজটি পর্যবেক্ষণ করা দেখা যায় , এটি গত ২১ অক্টোবর চালু হয়। 

উক্ত পেজে ‘আলহামদুলিল্লাহ মামলার রায় পুনর্বিবেচনার আপিল ও স্থায়ী জামিন মঞ্জুর করেছেন মহামান্য আদালত।’ ক্যাপশনে একটি ভিডিও প্রচার করা হয়েছে। উল্লিখিত ভিডিওটি থেকে আলোচিত দাবিটির সূত্রপাত হয়েছে বলে প্রতীয়মান হচ্ছে৷ 

উক্ত ভিডিওটির বিষয়ে অনুসন্ধানে Suo Moto Won নামক ইউটিউব চ্যানেলে ২০২৩ সালের ১৫ মে ‘আদালতে ইসমাইল চৌধুরী সম্রাট। শেষ বারের মত চার্জ শুনানির সময় পেলেন সম্রাট’ শিরোনামে  প্রকাশিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। উক্ত ভিডিওর সাথে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওটির সাদৃশ্য রয়েছে। 

Comparison: Rumor Scanner 

উক্ত ভিডিওটি কবে কার এবং কোন ঘটনার দৃশ্য তা নিশ্চিতভাবে জানা যায়নি। তবে, প্রচারিত ভিডিওর ঘটনাটি সাম্প্রতিক সময়ের নয়, তা নিশ্চিতভাবে বলা যায়। 

উল্লেখ্য, অস্ত্র মামলায় ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সাবেক সভাপতি ইসমাইল হোসেন চৌধুরী সম্রাটকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন ঢাকার একটি বিশেষ ট্রাইব্যুনাল। তবে, সম্রাট পলাতক থাকায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। 

সুতরাং, সাম্প্রতিক সময়ে যুবলীগ নেতা ইসমাইল হোসেন চৌধুরী সম্রাটের স্থায়ী জামিন মঞ্জুর হয়েছে দাবিতে পুরোনো ভিডিও প্রচার করা হয়েছে; যা মিথ্যা।

তথ্যসূত্র

আরও পড়ুন

spot_img