গেল অক্টোবরে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিএনপির সিনিয়র যুগ্মসচিব রুহুল কবির রিজভীর ছবি সংযুক্ত করে বিভিন্ন মন্তব্য জুড়ে দিয়ে একাধিক গণমাধ্যমের নামে তিনটি ফটোকার্ড প্রচার হতে দেখেছে রিউমর স্ক্যানার।

এনটিভির লোগো ও ডিজাইন ছবি সংবলিত একটি ফটোকার্ডে দাবি করা হয়- রুহুল কবির রিজভী বলেছেন, ‘ডাকসুর জরিপে এগিয়ে থেকে ছাত্রদল হেরেছে, বিএনপি ও হেরে যেতে পারে’।
আমার দেশ এর লোগো ও ডিজাইন সংবলিত একটি ফটোকার্ডে দাবি করা হয়- রুহুল কবির রিজভী বলেছেন, ‘জনগণ চোর ডাকাত ছাড়া বিএনপি কে কিছু বলে না আর জামায়াত কে দিনদিন মাথায় নিয়ে নিচ্ছে’।
আমার দেশ এর লোগো ও ডিজাইন সংবলিত আরেকটি ফটোকার্ডে দাবি করা হয়- রুহুল কবির রিজভী বলেছেন, ‘বিশ্ববিদ্যালয় নির্বাচন গুলো যে শিক্ষা দিলো এই শিক্ষা জাতীয় নির্বাচনে জনগণ যেন না দেয়’।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ফটোকার্ডগুলোতে উল্লিখিত মন্তব্যগুলো রুহুল কবির রিজভী করেননি। আমার দেশ এবং এনটিভিও এরূপ কোনো ফটোকার্ড প্রকাশ করেনি। প্রকৃতপক্ষে, ডিজিটাল প্রযুক্তির সহায়তায় গণমাধ্যম দুটির ডিজাইনের আদলে ফটোকার্ড তৈরি করে ভুয়া এই দাবিগুলো প্রচার করা হয়েছে।
আলোচিত ফটোকার্ডগুলো পৃথকভাবে যাচাই করেছে রিউমর স্ক্যানার।
ফটোকার্ড যাচাই ১

অনুসন্ধানের শুরুতে আলোচিত ফটোকার্ডটি পর্যবেক্ষনে করে দেখা যায়, এতে এনটিভির লোগো রয়েছে এবং তারিখ হিসেবে ০৫ অক্টোবর উল্লেখ রয়েছে।
উল্লিখিত তথ্যের সূত্র ধরে এনটিভির ভেরিফাইড ফেসবুক পেজে প্রচারিত ফটোকার্ডগুলো পর্যালোচনা করে উক্ত শিরোনাম সংবলিত কোনো ফটোকার্ড খুঁজে পাওয়া যায়নি। এছাড়া, এনটিভির ওয়েবসাইট এবং ইউটিউব চ্যানেলে উক্ত দাবির সপক্ষে কোনো সংবাদ খুঁজে পাওয়া যায়নি।
পাশাপাশি, অন্য কোনো সংবাদমাধ্যমে এবং নির্ভরযোগ্য কোনো সূত্রেও আলোচিত দাবি সমর্থিত কোনো তথ্যের প্রমাণ মেলেনি।
ফটোকার্ড যাচাই ২

এ বিষয়ে অনুসন্ধানে আলোচিত ফটোকার্ডে আমার দেশের লোগো ও তারিখ হিসেবে ২২ অক্টোবর, ২০২৫ উল্লেখ থাকার সূত্রে সংবাদমাধ্যমটির ওয়েবসাইট এবং ফেসবুক পেজ পর্যবেক্ষণ করলে সাম্প্রতিক সময়ে উক্ত তথ্য সম্বলিত কোনো ফটোকার্ড বা সংবাদ খুঁজে পাওয়া যায়নি। সংবাদমাধ্যমটির ওয়েবসাইটেও উক্ত দাবির বিষয়ে কোনো প্রতিবেদন খুঁজে পাওয়া যায়নি।
ফটোকার্ডটি বিশ্লেষণে সংবাদমাধ্যমটির ফেসবুক পেজের ফটোকার্ডগুলোর সাথে আলোচিত ফটোকার্ডটির ফন্টের অমিল লক্ষ্য করা যায়।

পাশাপাশি অন্য কোনো গণমাধ্যম কিংবা গ্রহণযোগ্য সূত্রের বরাতেও বিএনপির সিনিয়র যুগ্মসচিব রুহুল কবির রিজভীর উক্ত মন্তব্য সংবলিত কোনো তথ্য বা সংবাদ পাওয়া যায়নি৷
ফটোকার্ড যাচাই ৩

এ বিষয়ে অনুসন্ধান শুরুতে ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে এতে আমার আমার দেশের লোগো এবং ফটোকার্ড প্রকাশের তারিখ হিসেবে ২৪ অক্টোবর, ২০২৫ উল্লেখ পাওয়া যায়।
উক্ত সূত্র ধরে সংবাদমাধ্যমটির ফেসবুক পেজ পর্যবেক্ষণ করে গত ২৪ অক্টোবর কিংবা অন্য কোনো তারিখে প্রকাশিত এমন কোনো ফটোকার্ডের সন্ধান মেলেনি। সংবাদমাধ্যমটির ওয়েবসাইট এবং ইউটিউব চ্যানেলেও উক্ত দাবির বিষয়ে কোনো সংবাদ খুঁজে পাওয়া যায়নি।
ফটোকার্ডটি বিশ্লেষণে সংবাদমাধ্যমটির ফেসবুক পেজের ফটোকার্ডগুলোর সাথে আলোচিত ফটোকার্ডটির ফন্টের অমিল লক্ষ্য করা যায়।

পাশাপাশি অন্য কোনো গণমাধ্যম কিংবা বিশ্বস্ত সূত্রের বরাতেও আলোচিত দাবি সমর্থিত কোনো তথ্য বা সংবাদ পাওয়া যায়নি৷
সুতরাং, রুহুল কবির রিজভীকে জড়িয়ে আমার দেশ এবং এনটিভির নামে প্রচারিত উল্লিখিত ফটোকার্ডগুলো ভুয়া ও বানোয়াট।
তথ্যসূত্র
- Rumor Scanner’s analysis
- Daily Amar Desh – Facebook Page
- Daily Amar Desh – Website
- Daily Amar Desh- YouTube
- Ntv: Facebook Page
- Ntv: Website
- Ntv: YouTube





