ঠাকুরগাঁওয়ে যুবলীগ নেতাকে গ্রেফতার দাবিতে মাদক ব্যবসায়ীদের আটকের ভিডিও প্রচার 

গেল সেপ্টেম্বরে ‘ঠাকুরগাঁও যুবলীগের সাধারণ সম্পাদক কে নির্মমভাবে গ্রেফতার করেছে, অবৈধ ইউনুসের পুলিশ ও ডিবি।’ ক্যাপশনে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে। 

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)৷

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ভিডিওটি বাংলাদেশ পুলিশ ও ডিবি কর্তৃক বাংলাদেশ আওয়ামী যুবলীগের ঠাকুরগাঁও জেলার সাধারণ সম্পাদককে গ্রেফতারের ঘটনার দৃশ্য নয়। এছাড়া, ঠাকুরগাঁও জেলা যুবলীগের সাধারণ সম্পাদককে ২০২৪ সালের অক্টোবর মাসেই গ্রেফতার করা হয়েছে। প্রকৃতপক্ষে, ঠাকুরগাঁও শহরে ডিবি পুলিশ কর্তৃক দুই মাদক ব্যবসায়ীকে আটকের ভিডিওকে উক্ত দাবিতে প্রচার করা হয়েছে। 

এ বিষয়ে অনুসন্ধানের শুরুতে আলোচিত ভিডিওটি পর্যবেক্ষণ করে এতে ইলেকট্রনিক গণমাধ্যম মাছরাঙা টিভির লোগো লক্ষ্য করা যায়। উক্ত সূত্র ধরে মাছরাঙা টিভির ইউটিউব চ্যানেলে গত ২১ সেপ্টেম্বর ‘গোয়েন্দা পুলিশের সাথে মাদক ব্যবসায়ীর ধ্বস্তাধস্তি, অতঃপর যা পাওয়া গেল’ শিরোনামে প্রকাশিত মূল ভিডিওটি খুঁজে পাওয়া যায়। 

Comparison: Rumor Scanner 

উক্ত ভিডিওটি পর্যবেক্ষণ করে দেখা যায়, এটির ০০:০৭ থেকে ০০:৩৩ সেকেন্ড পর্যন্ত অংশটি আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওতে ব্যবহার করা হয়েছে। 

উক্ত ভিডিওটির বিস্তারিত বিবরণী থেকে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশ জানতে পারে গত ২১ সেপ্টেম্বর চিহ্নিত মাদক ব্যবসায়ী রফিকুল ইসলাম বালিয়াডাঙ্গী থেকে ইয়াবা নিয়ে ঠাকুরগাঁও শহরে প্রবেশ করছে। এ তথ্যের ভিত্তিতে তথ্যপ্রযুক্তির সহায়তায় তার গতিবিধি পর্যবেক্ষণ করা হয় এবং শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে অবস্থান নেয় ডিবি সদস্যরা। মূল সড়ক এড়িয়ে কলেজ রোড দিয়ে শহরে প্রবেশের চেষ্টা করলে তাকে পুলিশ ধাওয়া দেয়। এক পর্যায়ে অপরাজেয় ৭১ স্মৃতিস্তম্ভের সামনে পুলিশের সঙ্গে মাদক ব্যবসায়ীদের মুখোমুখি সংঘর্ষমুখর পরিস্থিতি তৈরি হয়। শেষ পর্যন্ত রফিকুল ও তার সহযোগী হাসিবুলকে আটক করতে সক্ষম হয় ডিবি পুলিশ। এসময় তাদের সাথে থাকা ব্যাগ তল্লাশি করে বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার করা হয়।

পরবর্তীতে, Bangla News 24 এর ওয়েবসাইটে গত ২১ সেপ্টেম্বর ‘ফিল্মি স্টাইলে ইয়াবাসহ ২ বিক্রেতাকে ধরল ডিবি পুলিশ’ শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। উক্ত প্রতিবেদনে ব্যবহৃত ছবিগুলোর একটির সাথে আলোচিত ভিডিওটির দৃশ্যের মিল রয়েছে। 

উক্ত প্রতিবেদন থেকে জানা যায়, সেদিন ঠাকুরগাঁও শহরের অপরাজেয় ৭১ এলাকায় এ অভিযান চালিয়ে দুই মাদক কারবারিকে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ৭০০ ইয়াবা ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়। আটককৃতরা হলেন- পৌরশহরের হাজীপাড়ার মৃত লুৎফর রহমানের ছেলে রফিকুল ইসলাম ওরফে বুড্ডা (৩২) ও বালিয়াডাঙ্গী উপজেলার জিয়াখোর গ্রামের আব্দুল জলিলের ছেলে হাসিবুল ইসলাম (৩৫)।

উক্ত প্রতিবেদনে আটক রফিকুল ইসলাম ও হাসিবুল ইসলামের কোনো রাজনৈতিক দল বা অঙ্গসংগঠনের সাথে যুক্ত থাকার তথ্য পাওয়া যায়নি।

একই বিষয়ে Dhaka Mail এর ওয়েবসাইটে ‘ঠাকুরগাঁওয়ে ৭০০ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি আটক’ শিরোনামে প্রকাশিত প্রতিবেদন থেকেও একই তথ্য জানা যায়। 

উল্লেখ্য, ঠাকুরগাঁও জেলা যুবলীগের সাধারণ সম্পাদক দেবাশীষ দত্ত সমীরকে ঢাকায় ২০২৪ সালের ২৬ অক্টোবর গ্রেফতার করা হয়। 

সুতরাং, ঠাকুরগাঁও জেলা যুবলীগের সাধারণ সম্পাদককে গ্রেফতারের দৃশ্য দাবিতে ঠাকুরগাঁওয়ে ডিবি পুলিশ কর্তৃক দুই মাদক ব্যবসায়ীকে আটকের ভিডিও প্রচার করা হয়েছে; যা মিথ্যা। 

তথ্যসূত্র

আরও পড়ুন

spot_img