সম্প্রতি “কাতার বিশ্বকাপে উদ্বোধনী অনুষ্ঠানের বিশেষ অতিথি বিশ্ব সেরা ইসলামিক স্কলার ডাক্তার জাকির নায়েক! আলহামদুলিল্লাহ।” শীর্ষক শিরোনামের একটি তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচারিত হচ্ছে।

ফেসবুকে প্রচারিত এরকম কিছু পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে এবং এখানে।
পোস্টগুলোর আর্কাইভ ভার্সন দেখুন এখানে, এখানে, এখানে এবং এখানে।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, কাতার বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে ড. জাকির নায়েক বিশেষ অতিথি হিসেবে আমন্ত্রিত হন নি বরং বিশ্বকাপের সময় জুড়ে ইসলামিক বক্তা হিসেবে তিনি কাতারে ইসলামিক লেকচার দিবেন।
ছবি যাচাই
কাতার বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি থাকার তথ্যের পাশাপাশি দুটি ছবি যুক্ত করে প্রচার করা হচ্ছে।
অনুসন্ধানে ড. জাকির নায়েকের ওয়েবসাইটে ২০১৯ সালের ৯ আগস্ট “DA’EE UMMAH – THE HIGHEST RELIGIOUS AWARD OF KELANTAN, MALAYSIA” শীর্ষক শিরোনামের একটি প্রতিবেদন পাওয়া যায়। উক্ত প্রতিবেদনের একটি ছবির সাথে জাকির নায়েক বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি থাকার একটি ছবির হুবহু মিল খুঁজে পাওয়া যায়।
উক্ত প্রতিবেদন থেকে জানা যায়, মালয়েশিয়ার কেলানতানে সর্বোচ্চ ধর্মীয় পুরস্কার দা’য়ে উম্মাহ গ্রহণ করছেন ড. জাকির নায়েক। কেলানতানের প্রধানমন্ত্রী উস্তাজ দাতো আহমের ইয়াকুবের হাত থেকে উক্ত পুরস্কার গ্রহণ করেন ড. জাকির নায়েক।

অর্থাৎ, কাতার বিশ্বকাপের বিশেষ অতিথি হিসেবে আমন্ত্রিত হওয়ার দাবিতে প্রচারিত উক্ত ছবিটি সত্য নয়। ছবিটি ২০১৯ সালের ৯ আগস্ট মালয়েশিয়ার কেলানতানে ধর্মীয় পুরস্কার গ্রহনের সময়কার।

এছাড়াও ড. জাকির নায়েকের অফিশিয়াল ওয়েবসাইটে “Public Lectures of Dr Zakir Naik” শীর্ষক একটি প্রতিবেদন পাওয়া যায়। উক্ত প্রতিবেদনে ব্যবহৃত ছবির সাথে কাতার বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি থাকার দাবিতে প্রচারিত ছবির সাথে হুবহু মিল খুঁজে পাওয়া যায়। উক্ত ছবির ক্যাপশনে বলা
“Dr. Zakir Naik addressing a crowd of over 1 million people, Alhamdulillah, one of the largest in the world far a religious lecture delivered by a single person (excluding conferences) at Kishanganj, Bihar, India in March 2012”
যার ভাবার্থ করলে দাঁড়ায় :
ভারতের বিহারের কিশানগড়ে ২০১২ সালের মার্চে ১০ লক্ষেরও অধিক মানুষের সামনে ধর্মীয় বক্তব্য দেন ড. জাকির নায়েক। একজন মানুষের লেকচার দেয়ার ক্ষেত্রে কনফারেন্স ব্যতীত এটাই বিশ্বের সবচেয়ে বড় সম্মেলন।
অর্থাৎ, অপর ছবিটিও কাতার বিশ্বকাপ ফুটবলে জাকির নায়েকের অবস্থান করার ছবি নয় বরং ভারতের বিহারের একটি ধর্মীয় লেকচার প্রদানের সময়ের ছবি।
তথ্য যাচাইকি ওয়ার্ড সার্চের মাধ্যমে, ভারতীয় গণমাধ্যম News 18 এ গত ২১ নভেম্বর “Qatar Invites Indian fugitive Zakir Naik To Preach Islam at FIFA World Cup: Reports” শীর্ষক শিরোনামের একটি প্রতিবেদন পাওয়া যায়।

উক্ত প্রতিবেদন থেকে জানা যায়, ইসলামিক প্রচারণার জন্য কাতার বিশ্বকাপে জাকির নায়েককে আমন্ত্রণ জানানো হয়েছে।

পুরো টুর্নামেন্টজুড়ে ড. জাকির নায়েক বেশকিছু ইসলামিক লেকচার দিবেন বলেও প্রতিবেদন থেকে জানা যায়।
এছাড়াও, দুবাই ভিত্তিক গণমাধ্যম ALARABIA NEWS এ গত ১৯ নভেম্বর “Indian fugitive preacher Zakir Naik in Qatar to give talks during World Cup: Reports” শীর্ষক শিরোনামের একটি প্রতিবেদন পাওয়া যায়। উক্ত প্রতিবেদনে বলা হয় :
“Preacher Sheikh Zakir Naik is present in Qatar during the World Cup and will give many religious lectures throughout the tournament,” Faisal Alhajri, a presenter at the Qatari state-owned sports channel Alkass, wrote on Twitter on Saturday.
যার ভাবার্থ করলে দাঁড়ায় :
কাতারের সরকারি স্পোর্টস চ্যানেলের সংবাদ পাঠক ফয়সাল আলহাজরির টুইট বার্তা থেকে জানা যায়, ইসলামিক ধর্মপ্রচারক জাকির নায়েক কাতারে অনুষ্ঠিত ফুটবল বিশ্বকাপে উপস্থিত থাকবেন এবং ধর্মীয় লেকচার প্রদান করবেন।

ALARABIA’র প্রতিবেদনের সূত্র ধরে কাতারের সরকারি চ্যানেলের সংবাদকর্মী ফয়সাল আলহাজরির টুইট বার্তাটি খুঁজে পায় রিউমর স্ক্যানার টিম।

তবে কাতার ফুটবল বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে ড. জাকির নায়েকের বিশেষ অতিথি হিসেবে আমন্ত্রিত হওয়ার সংবাদ মূলধারার গণমাধ্যমে পাওয়া যায় নি। এছাড়া জাকির নায়েকের অফিশিয়াল ওয়েবসাইট, ফেসবুক পেইজ, কাতার বিশ্বকাপের অতিথিদের তালিকার কোথাও বিশেষ অতিথি হিসেবে জাকির নায়েকের উপস্থিত থাকার কোনো ভিত্তি খুঁজে পাওয়া যায় নি। এমনকি সম্পূর্ণ অনুষ্ঠানটি টেলিভিশনে লাইভ সম্প্রচার হলেও জাকির নায়েককে উক্ত অনুষ্ঠানে কোথাও দেখা যায় নি।
মূলত, কাতার বিশ্বকাপ চলাকালীন সময়ে ড. জাকির নায়েক বেশকিছু ইসলামিক লেকচার প্রদান করবেন। তবে বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আমন্ত্রিত হওয়ার সংবাদ নির্ভরযোগ্য কোনো সূত্রে পাওয়া যায় নি। এমনকি সম্পূর্ণ অনুষ্ঠানটি টেলিভিশনে লাইভ সম্প্রচার হলেও জাকির নায়েককে উক্ত অনুষ্ঠানে কোথাও দেখা যায় নি।
উল্লেখ্য, ড. জাকির নায়েক হলেন একজন ভারতীয় ইসলামি চিন্তাবিদ, ধর্মপ্রচারক, বক্তা ও লেখক। ২০১৬ সালে জাকির নায়েকের ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনের বিরুদ্ধে ধর্মীয় উষ্কানি ও নেতিবাচকতা ছড়ানোর অভিযোগ আনা হয়। পরবর্তীতে বন্ধ করে দেয়া হয় ড. জাকির নায়েক পরিচালিত পিস টিভি। তারপর থেকেই মালয়েশিয়ায় অবস্থান করছেন ড. জাকির নায়েক।
সুতরাং, ড. জাকির নায়েক কাতার বিশ্বকাপ ফুটবলের উদ্বোধনী আয়োজনে বিশেষ অতিথি হিসেবে আমন্ত্রিত হওয়ার দাবিটি মিথ্যা।
তথ্যসূত্র
- ড. জাকির নায়েকের ওয়েবসাইট : DA’EE UMMAH – THE HIGHEST RELIGIOUS AWARD OF KELANTAN, MALAYSIA
- ড. জাকির নায়েকের ওয়েবসাইট : Public Lectures of Dr Zakir Naik
- ফেসবুক পেজ : Dr. Zakir Naik
- ALARABIA NEWS : Indian fugitive preacher Zakir Naik in Qatar to give talks during World Cup: Reports
- টুইটার একাউন্ট : ফয়সাল আলহাজরি
- News 18 : Qatar Invites Indian fugitive Zakir Naik To Preach Islam at FIFA World Cup: Reports