নড়াইলে আওয়ামী লীগের সাম্প্রতিক মিছিল দাবিতে বগুড়ার পুরোনো মিছিলের ভিডিও প্রচার

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও প্রচার করা হয়েছে। যেখানে দাবি করা হয় সাম্প্রতিক সময়ে নড়াইলে আওয়ামী লীগের হাজার হাজার নেতাকর্মী বিক্ষোভ মিছিল করেছে এবং মিছিলটিতে পুলিশের বাধা অতিক্রম করে সাবেক সংসদ সদস্য ও ক্রিকেটার মাশরাফি বিন মর্তুজাও স্লোগান দিয়েছেন।

টিকটকে প্রচারিত এমন ভিডিও দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)। 

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, আলোচিত ভিডিওটি আওয়ামী লীগের সাম্প্রতিক সময়ের কোনো বিক্ষোভ মিছিলের নয় এবং নড়াইলেরও নয়। এছাড়া, মিছিলে মাশরাফি বিন মর্তুজার উপস্থিতির দাবিও ভিত্তিহীন। প্রকৃতপক্ষে, ২০২৩ সালে বগুড়া জেলা আওয়ামী লীগ আয়োজিত এক বিক্ষোভ মিছিলের পুরোনো ভিডিওকে আলোচিত দাবিতে প্রচার করা হয়েছে।

এ বিষয়ে অনুসন্ধানে, কি-ওয়ার্ড সার্চের মাধ্যমে বগুড়া পৌর আওয়ামী লীগের সভাপতি রফি নেওয়াজ খান রবিনের ইউটিউব চ্যানেলে ২০২৩ সালের ৩০ জুলাই বগুড়া জেলা আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ | Bogura Zila Awami League শিরোনামে প্রচারিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়।

Comparison by Rumor Scanner 

ভিডিওটি পর্যালোচনা করে দেখা যায়, আলোচিত দাবিতে প্রচারিত বিক্ষোভ মিছিলের ভিডিওর সাথে উক্ত বিক্ষোভ মিছিলের সামনের সারিতে থাকা ব্যক্তি এবং মিছিলের ব্যানারের ‍হুবহু মিল রয়েছে। উক্ত ভিডিওর ব্যানার এবং শিরোনাম থেকে জানা যায়, এটি বগুড়া জেলা আওয়ামী লীগের বিক্ষোভ মিছিলের ভিডিও। ভিডিওটির বিস্তারিত বিবরণীতে উল্লেখ করা হয়, সেদিন ‘বিএনপি সংঘটিত অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের’ প্রতিবাদে বগুড়া জেলা আওয়ামী লীগ প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল আয়োজন করে। 

উক্ত ভিডিওটি ছাড়াও রফি নেওয়াজ খান রবিনের ফেসবুক অ্যাকাউন্ট পর্যালোচনা করে সেদিনের মিছিলের কয়েকটি ছবিসহ প্রচারিত একটি পোস্ট খুঁজে পাওয়া যায়। 

Screenshot: Facebook 

এছাড়াও ভিডিওটিতে দেখতে পাওয়া ‘মরিয়ম ফল ভান্ডার’ নামের দোকানটি সূত্র ধরে গুগল ম্যাপের সহায়তায় জিওলোকেশন বিশ্লেষণের মাধ্যমে দেখা যায়, প্রচারিত মিছিলের ভিডিওটি বগুড়া শহরের সাতমাথা এলাকায় ধারণ করা হয়েছিল। 

Comparison by Rumor Scanner 

এছাড়া, ভিডিওটি পর্যবেক্ষণ করেও কোথাও মাশরাফি বিন মর্তুজার উপস্থিতি লক্ষ্য করা যায়নি।

সুতরাং, নড়াইলে আওয়ামী লীগের সাম্প্রতিক বিক্ষোভ মিছিলের ভিডিও দাবিতে বগুড়া জেলা আওয়ামী লীগের পুরোনো মিছিলের ভিডিও প্রচার করা হয়েছে; যা বিভ্রান্তিকর।

তথ্যসূত্র

আরও পড়ুন

spot_img