২০২৪ সালের আগস্টে গণঅভ্যুত্থানের মুখে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে আশ্রয় নেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা। বর্তমানে তিনি ভারতেই অবস্থান করছেন বলে জানা গেছে। এর মধ্যে গত ১৪ অক্টোবরে “আওয়ামীলীগের রাজনীতি ঘুরে দাঁড়ানোর পেছনে ১০০% অবদান অনলাইন যোদ্ধাদের” শিরোনামে শেখ হাসিনার মন্তব্য দাবিতে একটি পোস্ট ফেসবুকে প্রচার করা হয়েছে।

উক্ত পোস্টটি দেখুন: এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, অনলাইন অ্যাক্টিভিস্টদের অবদান স্বীকার করে আলোচিত মন্তব্যটি শেখ হাসিনার নয়। প্রকৃতপক্ষে, শেখ হাসিনার নামে তৈরিকৃত একটি ভুয়া ফেসবুক পেজের পোস্টকে শেখ হাসিনার মন্তব্য দাবিতে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করা হয়েছে।
এ বিষয়ে অনুসন্ধানে, শেখ হাসিনার নামে কোনো অফিসিয়াল ফেসবুক পেজের সন্ধান পাওয়া যায়নি। এছাড়া, ২০২৪ সালের নভেম্বরে শেখ হাসিনার নামে একটি এক্স অ্যাকাউন্টের বিষয়ে রিউমর স্ক্যানার টিম আওয়ামী লীগের সঙ্গে ই-মেইলে যোগাযোগ করলে দলটি নিশ্চিত করে যে, শেখ হাসিনার ফেসবুক, এক্স বা অন্য কোনো সামাজিক মাধ্যমে কোনো অফিসিয়াল হ্যান্ডেল নেই।
যদিও সাম্প্রতিক সময়ে শেখ হাসিনা ফেসবুকে নতুন কোনো অ্যাকাউন্ট বা পেজ খুলে থাকতেন, তবে তা আওয়ামী লীগের পক্ষ থেকেই আনুষ্ঠানিকভাবে প্রচারের কথা ছিল। এর আগে, ২০২৪ সালের মার্চে মাসে আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতিম সংগঠন (বর্তমানে নিষিদ্ধ) ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন একটি নতুন ফেসবুক পেজ খুলে ভিডিও বার্তা প্রকাশ করলে তা আওয়ামী লীগের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে শেয়ার করা হয়েছিল। তবে এ ক্ষেত্রে তেমন কোনো পদক্ষেপ দেখা যায়নি।
পরবর্তী অনুসন্ধানে, আলোচিত ফেসবুক পেজটির ট্রান্সপারেন্সি সেকশন পর্যবেক্ষণে দেখা গেছে, পেজটি বাংলাদেশ থেকে পরিচালিত হচ্ছে। ২০২৪ সালের ১৯ আগস্ট ‘জয় বাংলা’ নামে এটি খোলা হয়। এরপর একাধিকবার পেজের নাম পরিবর্তন করে সর্বশেষ চলতি বছরের ২৮ এপ্রিলে ‘Sheikh Hasina’ নাম দেয়া হয়।

তাছাড়া, শেখ হাসিনা সম্প্রতি এমন মন্তব্যের বিষয়ে দেশিয় গণমাধ্যমে কিংবা বিশ্বস্ত কোনো সূত্রেও কোনো তথ্য পাওয়া যায়নি।
সুতরাং, শেখ হাসিনা অনলাইন অ্যাক্টিভিস্টদের অবদান স্বীকার করে ফেসবুকে বার্তা দিয়েছেন শীর্ষক দাবিটি মিথ্যা।
তথ্যসূত্র
- Bangladesh Awami League: Facebook
- Rumor Scanner’s analysis





