সুনামগঞ্জে আ.লীগ-পুলিশের সাম্প্রতিক সংঘর্ষ দাবিতে ভিন্ন ঘটনার পুরোনো ভিডিও প্রচার

সম্প্রতি ‘সুনামগঞ্জে আওয়ামী লীগের মিছিলে পুলিশের বাধা; পুলিশের সাথে চলে আঃলীগের ধাওয়া পালটা ধাওয়া’ ক্যাপশনে একটি ভিডিও ইন্টারনেটে বিভিন্ন প্লাটফর্মে প্রচার করা হয়েছে৷ 

উক্ত দাবিতে ইউটিউবে প্রচারিত ভিডিও দেখুন এখানে (আর্কাইভ)।

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)৷

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ভিডিওটি সাম্প্রতিক সময়ে সুনামগঞ্জে আওয়ামী লীগের কোনো মিছিলে পুলিশের বাধা ও উভয় পক্ষের সংঘর্ষের ঘটনার নয়। প্রকৃতপক্ষে, ২০২৩ সালে মানিকগঞ্জে বিএনপি-পুলিশ সংঘর্ষের ভিডিওকে আলোচিত দাবিতে প্রচার করা হয়েছে৷ 

এ বিষয়ে অনুসন্ধানে গণমাধ্যম ইত্তেফাকের ইউটিউব চ্যানেলে ২০২৩ সালের ৩১ অক্টোবর ‘মানিকগঞ্জে বিএনপি নেতাকর্মীর মিছিলে পুলিশের বাধা’ শিরোনামে প্রকাশিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। উক্ত ভিডিওর সাথে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওটির সাদৃশ্য রয়েছে। 

Comparison: Rumor Scanner 

ভিডিওটির শিরোনাম থেকে জানা যায়, মানিকগঞ্জে বিএনপি নেতাকর্মীদের মিছিলে পুলিশের বাধা ও বিএনপি-পুলিশ সংঘর্ষের দৃশ্য এটি। 

পরবর্তীতে, এ বিষয়ে সময় টিভির ওয়েবসাইটে একই দিনে ‘মানিকগঞ্জে পুলিশ-বিএনপি সংঘর্ষ, আটক ৩’ শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। উক্ত প্রতিবেদনে যুক্ত ছবির সাথে আলোচিত ভিডিওটির দৃশ্যের মিল রয়েছে। 

উক্ত প্রতিবেদন থেকে জানা যায়, ২০২৩ সালের ৩১ অক্টোবর সকাল সাড়ে ৯টার দিকে বিএনপির নেতাকর্মীরা একটি মিছিল নিয়ে ঢাকা-আরিচা মহাসড়কের দিকে আসতে চাইলে পুলিশ বাধা দেয়। এক পর্যায়ে নেতাকর্মীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে। এ বিষয়ে মানিকগঞ্জ সদর থানার তৎকালীন ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রউফ জানান, সেদিন সকালে অবরোধের নামে একটি মিছিল মহাসড়কের দিকে অগ্রসর হলে পুলিশ বাধা দেয়। এ সময় বিএনপির নেতাকর্মীরা ইটপাটকেল নিক্ষেপ করে পুলিশকে উদ্দেশ্য করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ফাঁকা গুলি ছুড়ে তাদের ছত্রভঙ্গ করে দেয়। প্রতিবেদনে যুক্ত ছবিটি উক্ত মিছিলে পুলিশের বাধা দেওয়ার চিত্র। 

এ বিষয়ে মানবজমিনের ওয়েবসাইটে ২০২৩ সালের ০১ নভেম্বর ‘মানিকগঞ্জে বিএনপি-পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া, আটক ৫’ শিরোনামে প্রকাশিত প্রতিবেদন থেকেও একই তথ্য জানা যায়। 

অর্থাৎ, প্রচারিত ভিডিওর ঘটনাটি সাম্প্রতিক সময়ের নয়। 

সুতরাং, সাম্প্রতিক সময়ে সুনামগঞ্জে আওয়ামী লীগের মিছিলে পুলিশের বাধা ও সংঘর্ষের ভিডিও দাবিতে মানিকগঞ্জে বিএনপি-পুলিশ সংঘর্ষের পুরোনো ভিডিও প্রচার করা হয়েছে; যা মিথ্যা। 

তথ্যসূত্র

আরও পড়ুন

spot_img