সম্প্রতি, “একসাথে ৪ যমজ বোন কোরআনের হাফেজ হলেন” শীর্ষক শিরোনামে একটি সংবাদ ভুঁইফোড় কিছু অনলাইন পোর্টালে প্রকাশের মাধ্যমে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।
ফেসবুকে প্রচারিত এমন কিছু পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে, এখানে এবং এখানে। আর্কাইভ ভার্সন দেখুন এখানে, এখানে, এখানে, এখানে এবং এখানে।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, ফিলিস্তিনে ৪ যমজ বোনের কোরআনের হাফেজ হওয়ার খবরটি সাম্প্রতিক সময়ের নয় বরং ঘটনাটি প্রায় ৩ বছর পুরোনো।
কি-ওয়ার্ড সার্চের মাধ্যমে, সংবাদমাধ্যম দৈনিক কালের কণ্ঠের অনলাইন সংস্করণে ২০১৯ সালের ২৫ জুলাইয়ে “ফিলিস্তিনে চার যমজ বোন আঠারোতেই কোরআনের হাফেজ” শীর্ষক শিরোনামে আন্তর্জাতিক গণমাধ্যম আল-জাজিরার বরাতে প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়।

পাশাপাশি দৈনিক যুগান্তরের অনলাইন সংস্করণে একই বছরের ৩ সেপ্টেম্বর একই বিষয়ে প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়।
পরবর্তীতে, কাতার ভিত্তিক আন্তর্জাতিক গণমাধ্যম আল-জাজিরার ওয়েবসাইটে ২০১৯ সালের ১৮ জুলাইয়ে প্রকাশিত এই ঘটনার মূল সাক্ষাৎকারমূলক প্রতিবেদনটি পাওয়া যায়।

মূলত, ফিলিস্তিনের জেরুজালেম নগরীর উম্মে তুবা গ্রামের মুরয়ি আশ শানিতি ও নাজাহ আশ শানিতি দম্পতির চার যমজ মেয়ে দিমা, দিনা, সুজান ও রাজান। আল-জাজিরার সাক্ষাৎকারে দিনা বলেন, ‘১৩ বছর বয়সে আমরা চার বোন আবদুল্লাহ ইবনে মাসউদ (রা.) হিফজ মারকাজে ভর্তি হই এবং ১৭ বছর বয়সে মাধ্যমিক স্কুল শেষ করার এক বছর আগে হিফজ সম্পন্ন করি।’ ২০১৯ সালের ঘটনার এই খবরটি-ই বর্তমানে বেনামি অনলাইন পোর্টালে কোনো তারিখ উল্লেখ ব্যতীত অপ্রাসঙ্গিকভাবে সম্প্রতি নতুন করে প্রচার করা হচ্ছে।
Also Read: শারীরিক প্রতিবন্ধকতাকে জয় করে ফাল্গুনীর অফিসার হওয়ার সংবাদটি দুই বছর পুরোনো
সুতরাং, ফিলিস্তিনের ৪ যমজ বোনের কোরআনের হাফেজ হওয়ার খবরটি পূর্বের তারিখ উল্লেখ ব্যতীত অপ্রাসঙ্গিকভাবে সম্প্রতি নতুন করে সামাজিক মাধ্যমে প্রচার করা হচ্ছে; যা বিভ্রান্তিকর।
[su_box title=”True or False” box_color=”#f30404″ radius=”0″]
- Claim Review: একসাথে ৪ যমজ বোন কোরআনের হাফেজ হলেন
- Claimed By: Facebook Posts
- Fact Check: Misleading
[/su_box]
তথ্যসূত্র
- Aljazeera: https://www.aljazeera.net/news/alquds/2019/7/19/%D8%AA%D9%88%D8%A3%D9%85-%D8%B1%D8%A8%D8%A7%D8%B9%D9%8A-%D8%A7%D9%84%D9%82%D8%AF%D8%B3-%D8%A7%D9%84%D9%82%D8%B1%D8%A2%D9%86-%D8%A7%D9%84%D8%AB%D8%A7%D9%86%D9%88%D9%8A%D8%A9
- Kalerkantho: https://www.kalerkantho.com/online/Islamic-lifestylie/2019/07/25/795708
- Jugantor: https://www.jugantor.com/international/216833/%E0%A6%8F%E0%A6%95%E0%A6%B8%E0%A6%99%E0%A7%8D%E0%A6%97%E0%A7%87-%E0%A6%95%E0%A7%8B%E0%A6%B0%E0%A6%86%E0%A6%A8%E0%A7%87-%E0%A6%B9%E0%A6%BE%E0%A6%AB%E0%A7%87%E0%A6%9C-%E0%A6%B9%E0%A6%B2-%E0%A7%AA-%E0%A6%AF%E0%A6%AE%E0%A6%9C-%E0%A6%AC%E0%A7%8B%E0%A6%A8