সম্প্রতি, “দুই হাত ছাড়াই বিশ্ববিদ্যালয়ের গন্ডি পেরিয়ে অফিসার” শীর্ষক শিরোনামে একটি সংবাদ কিছু ভূইফোঁড় অনলাইন পোর্টালে প্রকাশের মাধ্যমে সামাজিক মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।
ফেসবুকে ভাইরাল এমন কিছু পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে, এখানে এবং এখানে।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, দুই হাত ছাড়াই বিশ্ববিদ্যালয়ের গণ্ডি পেরিয়ে ফাল্গুনীর অফিসার হওয়ার ঘটনাটি সাম্প্রতিক সময়ের নয় বরং সংবাদটি দুই বছর পূর্বের।
কি-ওয়ার্ড সার্চের মাধ্যমে, অনলাইন ভিত্তিক সংবাদমাধ্যম ‘ডেইলি বাংলাদেশ’ এর ওয়েবসাইটে ২০১৯ সালের ১৬ নভেম্বরে “দুই হাত ছাড়াই বিশ্ববিদ্যালয়ের গণ্ডি পেরিয়ে আজ তিনি অফিসার” শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়।
মূলত, ডেইলি বাংলাদেশের দুই বছর পূর্বের প্রকাশিত প্রতিবেদনের লেখাটিকে হুবহু কপি করে সাম্প্রতিক সময়ে কোনো তারিখ উল্লেখ ছাড়াই বেনামী অনলাইন পোর্টালে প্রকাশের মাধ্যমে পুনরায় প্রচার করা হচ্ছে।
আলোচিত ফাল্গুনী সাহা পটুয়াখালী জেলার গলাচিপা উপজেলা সদরের জগদীশচন্দ্র সাহা ও ভারতী সাহা দম্পতির কন্যা। দ্বিতীয় শ্রেণিতে পড়া অবস্থায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই হাতের কবজি হারান তিনি। কিন্তু শারীরিক প্রতিবন্ধকতাকে জয় করে এসএসসি ও এইচএসসিতে কৃতিত্বের সাথে উত্তীর্ণ হয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা ও পরিবেশবিজ্ঞান বিভাগে ভর্তি হন এবং সেখান থেকে সফলভাবে স্নাতক ও স্নাতকোত্তর শেষ করে বর্তমানে তিনি বেসরকারি সংস্থা ব্র্যাক এর মানবসম্পদ বিভাগে অফিসার পদে কর্মরত রয়েছেন।
আরো পড়ুনঃ মেরিলিন কর্তৃক বিদেশের চারটি কোম্পানি সামলানোর সংবাদটি দুই বছর পুরোনো
উল্লেখ্য, অদম্য তরুণী ফাল্গুনী সাহা ‘অনন্যা শীর্ষদশ সম্মাননা ২০১৯’ এ ভূষিত হয়েছেন। মূলত বিভিন্ন অঙ্গনে যেসকল নারীরা উল্লেখযোগ্য অবদান রেখে চলেছেন তাদের কর্মসাধনার স্বীকৃতি স্বরূপ প্রতিবছর এই সম্মাননা প্রদান করা হয়।
অর্থাৎ, দুই বছর পুরোনো একটি সংবাদকে হুবহু কপি করে প্রেক্ষাপট এবং পূর্বের তারিখ উল্লেখ ব্যতীত অপ্রাসঙ্গিকভাবে সম্প্রতি নতুন করে প্রচার করা হচ্ছে; যা বিভ্রান্তিকর।
[su_box title=”True or False” box_color=”#f30404″ radius=”0″]
- Claim Review:দুই হাত ছাড়াই বিশ্ববিদ্যালয়ের গন্ডি পেরিয়ে অফিসার
- Claimed By: Facebook Posts
- Fact Check: Misleading
[/su_box]
তথ্যসূত্র
- Daily Bangladesh: https://www.daily-bangladesh.com/feature/144493
- Prothom Alo: https://www.prothomalo.com/bangladesh/district/%E0%A6%AC%E0%A6%BF%E0%A7%9F%E0%A7%87-%E0%A6%95%E0%A6%B0%E0%A6%B2%E0%A7%87%E0%A6%A8-%E0%A6%B8%E0%A7%87%E0%A6%87-%E0%A6%85%E0%A6%A6%E0%A6%AE%E0%A7%8D%E0%A6%AF-%E0%A6%AB%E0%A6%BE%E0%A6%B2%E0%A7%8D%E0%A6%97%E0%A7%81%E0%A6%A8%E0%A7%80-%E0%A6%B8%E0%A6%BE%E0%A6%B9%E0%A6%BE
- Ittefaq: https://testing.ittefaq.com.bd/print-edition/features/mohila-ongon/195472/%E0%A6%85%E0%A6%A8%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%BE%E0%A6%B0-%E0%A6%AF%E0%A7%81%E0%A6%A6%E0%A7%8D%E0%A6%A7%E0%A6%9C%E0%A7%9F%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%97%E0%A6%B2%E0%A7%8D%E0%A6%AA