সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও প্রচার করা হয়েছে যেখানে দেখা যায় একজন নারী কান্না করে বলছেন, ‘মা দেশের মানুষ ভালো নেই। আপনাকে সবাই চায় মা। আপনাকে আসতে হবে মা। এদেশের জন্য হলেও, এদেশের মানুষের জন্য হলেও মা। মানুষ ভালো নেই মা। এদেশের সাধারণ মানুষ আপনাকে ভিক্ষে চাইতেছে মা৷ আপনাকে আসতে হবে মা।’
ভিডিওটির ক্যাপশনে দাবি করা হয়েছে, এটি একজন জুলাই আন্দোলনকারীর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফিরে আসার অনুরোধ সংক্রান্ত ভিডিও।

এরূপ দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, শেখ হাসিনাকে দেশে ফিরে আসার অনুরোধ সংক্রান্ত এই ভিডিওর তরুণী ২০২৪ সালের জুলাই আন্দোলনকারী নয় বরং, তিনি দোলা চৌধুরী, ফেনী সরকারি কলেজের ছাত্রী এবং বাংলাদেশ ছাত্রলীগের ফেনী জেলা শাখার সাংগঠনিক সম্পাদক।
এ বিষয়ে অনুসন্ধানে বাংলাদেশ আওয়ামী লীগের ইউটিউব চ্যানেলে গত ২৫ মে তারিখে সম্প্রচারিত একটি লাইভ ভিডিও পাওয়া যায়। ভিডিওটিতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ একাধিক অতিথি উপস্থিত ছিলেন। উক্ত লাইভ ভিডিওর ৫৭ মিনিট ১০ সেকেন্ড পরবর্তী সময়ে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিও ক্লিপের অংশ পাওয়া যায়।

লাইভ ভিডিওতে উক্ত নারীর পরিচয় হিসেবে বলা হয়, ‘তিনি দোলা চৌধুরী, তিনি ছিলেন ফেনী সরকারি কলেজের ছাত্রী এবং বাংলাদেশ ছাত্রলীগ ফেনী জেলা শাখার সাংগঠনিক সম্পাদক।’ দোলা চৌধুরী সম্পর্কে আরো দাবি করা হয়, ২০২৪ সালের ৬ আগস্ট সন্ধ্যায় তার বাড়িতে বিএনপি-জামায়াত হামলা করে ও তার ওপর পাশবিক নির্যাতন চালায়।

এছাড়াও, দোলা চৌধুরীর উপরোক্ত লাইভে বলা কথার একাংশ বাংলাদেশ আওয়ামী লীগের ভেরিফাইড ফেসবুক পেজে গত ১৩ জুনে প্রচার হতে দেখা যায়। উক্ত ভিডিওতেও উক্ত নারীর পরিচয় হিসেবে বলা হয়, ‘দোলা চৌধুরী, ফেনী সরকারি কলেজের ছাত্রী এবং বাংলাদেশ ছাত্রলীগের (ফেনী জেলা) সাংগঠনিক সম্পাদক’। ভিডিওতে তাকে শেখ হাসিনা, আওয়ামী লীগ ও বাংলাদেশ ছাত্রলীগের নানা ভালো কাজের উল্লেখ করতে দেখা যায়। এছাড়াও, ভিডিওর এক পর্যায়ে তিনি নিজেও নিজেকে বাংলাদেশ ছাত্রলীগের একজন নেত্রী বলেও উল্লেখ করেন।
সুতরাং, শেখ হাসিনাকে ফেরত আসার অনুরোধ জানিয়ে ছাত্রলীগ নেত্রীর বলা কথাকে জুলাই আন্দোলনকারীর ভিডিও দাবিতে প্রচার করা হয়েছে; যা মিথ্যা।
তথ্যসূত্র
- Bangladesh Awami League Official – Live #SheikhHasina ‘দায়মুক্তি’ – লাইভ প্রোগ্রামের বিশেষ পর্ব
- Bangladesh Awami League – Facebook Post
- Rumor Scanner’s analysis





