শেখ হাসিনা দেশে ফিরেছেন দাবিতে একাধিক পুরোনো ভিডিও প্রচার

সম্প্রতি ‘আমার আওয়ামী লীগের ভাইয়েরা তৈরী তো, দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী’ শিরোনামে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশে ফিরেছেন দাবিতে একটি ভিডিও শর্ট ভিডিও শেয়ারিং প্লাটফর্ম টিকটকে প্রচার করা হয়েছে।

উক্ত দাবিতে টিকটকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)৷

এই প্রতিবেদন প্রকাশ হওয়া অবধি টিকটকে প্রচারিত সর্বাধিক ভাইরাল ভিডিওটি ১৭ হাজার বার দেখা হয়েছে, এটিতে প্রায় ৮ শত পৃথক অ্যাকাউন্ট থেকে প্রতিক্রিয়া জানানো হয়েছে এবং ভিডিওটি ২ শত বার শেয়ার করা হয়েছে।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফিরে আসার দাবিটি সঠিক নয়। প্রকৃতপক্ষে, ২০২৪ সালের জুন মাসে ভারতে দুই দিনের রাষ্ট্রীয় সফর শেষে শেখ হাসিনার  বাংলাদেশে ফেরার ভিডিওকে সাম্প্রতিক ঘটনা  দাবিতে প্রচার করা হয়েছে।

এ বিষয়ে অনুসন্ধানে প্রচারিত ভিডিও ফুটেজগুলো পৃথকভাবে যাচাই করেছে রিউমর স্ক্যানার।

ভিডিও যাচাই- ১:

এ বিষয়ে অনুসন্ধানে ইলেকট্রনিক গণমাধ্যম ইনডিপেন্ডেন্ট টিভির ইউটিউব চ্যানেলে ২০১৯ সালের ০১ অক্টোবর ‘সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা’ শিরোনামে প্রকাশিত একটি ভিডিও প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। উক্ত ভিডিওর একটি অংশের সাথে আলোচিত ভিডিওটির প্রথম ফুটেজের সাদৃশ্য রয়েছে। 

Comparison: Rumor Scanner 

উক্ত ভিডিওটি পর্যবেক্ষণ করে দেখা যায়, এটির ০০:০৭ থেকে ০০:১৫ সেকেন্ড পর্যন্ত অংশটি আলোচিত ভিডিওতে ব্যবহার করা হয়েছে। 

ভিডিওটির বিবরণী থেকে জানা যায়, জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৪তম অধিবেশনে যোগদানের জন্য যুক্তরাষ্ট্রে আটদিনের সফর শেষে সেদিন দেশে ফিরেছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

অর্থাৎ, প্রচারিত ভিডিওর প্রথম ফুটেজের ঘটনাটি সাম্প্রতিক সময়ের নয়। 

ভিডিও যাচাই- ২:

এ বিষয়ে অনুসন্ধানে ভারতীয় গণমাধ্যম ThePrint এর ইউটিউব চ্যানেলে ২০২৪ সালের ২১ জুন ‘Bangladesh PM Sheikh Hasina arrives in Delhi for a 2-day State visit to India’ শিরোনামে প্রকাশিত একটি ভিডিও প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। উক্ত ভিডিওর একটি অংশের সাথে আলোচিত ভিডিওটির দ্বিতীয় ফুটেজের সাদৃশ্য রয়েছে। 

Comparison: Rumor Scanner 

উক্ত ভিডিওটি পর্যবেক্ষণ করে দেখা যায়, এটির ০০:০৯ থেকে ০০:১৬ সেকেন্ড পর্যন্ত অংশটি আলোচিত ভিডিওতে ব্যবহার করা হয়েছে। 

ভিডিওটির বিবরণী থেকে জানা যায়, দুই দিনের রাষ্ট্রীয় সফরে সেদিন ভারতের দিল্লিতে পৌঁছান  বাংলাদেশের তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভারতের বিমানবন্দরে তাকে স্বাগত জানান ভারতের পররাষ্ট্র প্রতিমন্ত্রী কীর্তি বর্ধন সিং।

অর্থাৎ, প্রচারিত ভিডিওর দ্বিতীয় ফুটেজের ঘটনাটিও সাম্প্রতিক সময়ের নয়।

তাছাড়া, শেখ হাসিনা বাংলাদেশে ফিরে এলে এ বিষয়টি জাতীয়-আন্তর্জাতিক গণমাধ্যমে গুরুত্বসহকারে প্রকাশ করা হতো। কিন্তু, গণমাধ্যম কিংবা সংশ্লিষ্ট বিশ্বস্ত কোনো সূত্রে আলোচিত দাবিতে কোনো সংবাদ বা তথ্য পাওয়া যায়নি। 

সুতরাং, শেখ হাসিনা সম্প্রতি বাংলাদেশে ফিরে এসেছেন দাবিতে একাধিক পুরোনো ভিডিও প্রচার করা হয়েছে; যা মিথ্যা। 

তথ্যসূত্র

আরও পড়ুন

spot_img