চীনে মোদীকে স্বাগত জানানোর দৃশ্য দাবিতে এআই সম্পাদিত ছবি প্রচার

গত ৩১ আগস্ট চীনের তিয়ানজিন শহরে শুরু হয় দুই দিনের সাংহাই সহযোগিতা সংস্থা (এসসিও) সম্মেলন। এতে অংশ নিতে চীন সফরে যান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এরই প্রেক্ষিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ছবি পোস্ট করে দাবি করা হচ্ছে, চীনের প্রতিটি বিলবোর্ডে মোদীকে তুলে ধরা হচ্ছে। 

উক্ত দাবির ফেসবুক পোস্ট দেখুন এখানে, এখানে। 

ফ্যাক্টচেক 

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ছবিটি আসল নয় বরং গত এপ্রিলের ভিন্ন ঘটনার একটি ছবিকে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) এর সহায়তায় সম্পাদনা করে এই ছবিটি তৈরি করে প্রচার করা হয়েছে।

এ বিষয়ে অনুসন্ধানে চীনের সংবাদ সংস্থা সিনহুয়া এর ওয়েবসাইটে গত ২০ এপ্রিল প্রকাশিত একটি প্রতিবেদনে থাকা একটি ছবির সাথে আলোচিত ছবিটির পারিপার্শ্বিক মিল পাওয়া যায়। শুধু ছবিটিতে মোদীর মুখাবয়ব এবং তাকে স্বাগত জানানোর বাক্য (MODI WELCOME TO CHINA) অনুপস্থিত।

Comparison: Rumor Scanner

প্রতিবেদনটি থেকে জানা যায়, ১৯ এপ্রিল দক্ষিণ-পশ্চিম চীনের নান্নান প্রদেশে ১৫ মিনিটের একটি ড্রোন শো অনুষ্ঠিত হয়। ওই শো এর সঙ্গে মোদীর সফরের কোনো সম্পর্কই নেই।

নান্নানে প্রতি শনিবার ও সরকারি ছুটির দিনে এমন ড্রোন শো আয়োজিত হয়।

অর্থাৎ, আলোচিত ছবিটি আসল নয়। 

পরবর্তীতে, প্রচারিত ছবিটি কৃত্রিম বুদ্ধিমত্তার সহায়তায় সম্পাদিত কিনা তা নিশ্চিত হওয়ার জন্য কৃত্রিম বুদ্ধিমত্তার সহায়তায় তৈরি কনটেন্ট শনাক্তকারী টুল ‘ডিপফেক-ও-মিটার’ এর ‘AVSRDD (2025)’ মডেলের মাধ্যমে ছবিটি পরীক্ষা করে রিউমর স্ক্যানার। মডেলটির বিশ্লেষণে দেখা যায়, ছবিটি এআই দিয়ে তৈরি হওয়ার সম্ভাবনা প্রায় ১০০ শতাংশ। 

তাছাড়া, চলতি বছরের ৩১ অগাস্ট থেকে ১ সেপ্টেম্বর পর্যন্ত মোদী চীন সফরের সময় ভারত বা চীন কোনো সরকারের পক্ষ থেকেই তার সম্মানে ড্রোন শো আয়োজনের কথা জানানো হয়নি।

সুতরাং, চীনে বিলবোর্ডে নরেন্দ্র মোদীর ছবি দাবিতে এআই দিয়ে তৈরি ছবি প্রচার করা হয়েছে; যা সম্পাদিত। 

তথ্যসূত্র 

আরও পড়ুন

spot_img