গত ৩১ আগস্ট চীনের তিয়ানজিন শহরে শুরু হয় দুই দিনের সাংহাই সহযোগিতা সংস্থা (এসসিও) সম্মেলন। এতে অংশ নেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। এরই প্রেক্ষিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও পোস্ট করে দাবি করা হচ্ছে, শি জিনপিং এর সাথে মোদি হ্যান্ডশেক করতে গেলে চীনা প্রেসিডেন্ট মোদিকে তার চেয়ার দেখিয়ে বললেন, “ওইযে ওখানে গিয়ে বস”।

উক্ত দাবির ফেসবুক ভিডিও দেখুন এখানে।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ভিডিওটি সাম্প্রতিক সময়ের নয় এবং দাবিটিও সঠিক নয় বরং ২০২৪ সালে ব্রিকস সম্মেলনের এই ভিডিওর দীর্ঘ সংস্করণে দেখা যায়, মোদী শি জিনপিংয়ের দিকে করমর্দনের জন্য হাত বাড়ালে জিনপিং মোদীকে সামনের দিকে এগিয়ে যাওয়ার ইঙ্গিত করেন। এরপর দুই সরকার প্রধান নিজ নিজ দেশের পতাকার সামনে দাঁড়িয়ে করমর্দন করেন।
এ বিষয়ে অনুসন্ধানে ভারতীয় সংবাদ সংস্থা এশিয়ান নিউজ ইন্টারন্যাশনাল (এএনআই) এর এক্স অ্যাকাউন্টে ২০২৪ সালের ২৩ অক্টোবর প্রকাশিত একটি ভিডিওর সাথে আলোচিত ভিডিওটির মিল পাওয়া যায়।

ভিডিওর ক্যাপশন থেকে জানা যায়, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাশিয়ার কাজানে ব্রিকস সম্মেলনের ফাঁকে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকের দৃশ্য এটি।
এএনআই এর ভিডিওটি পর্যবেক্ষণ করে দেখা যায়, একটি কক্ষে প্রবেশ করে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের দিকে করমর্দন করার জন্য হাত বাড়িয়ে দেন। কিন্তু তখনই জিনপিং, মোদীকে সামনের দিকে এগিয়ে যাওয়ার ইঙ্গিত করেন। এরপর দুই সরকার প্রধান নিজ নিজ দেশের পতাকার সামনে দাঁড়ান, পরস্পরের সঙ্গে করমর্দন করেন এবং ক্যামেরার সামনে দাঁড়িয়ে পোজও দেন।

অর্থাৎ, আলোচিত দাবিটি সঠিক নয়।
তাছাড়া, সাম্প্রতিক এসসিও সম্মেলনে এই দুই নেতার করমর্দনের ভিডিও-ও পাওয়া গেছে আন্তর্জাতিক সংবাদ সংস্থা এসোসিয়েটেড প্রেসের ইউটিউব চ্যানেলে।
সুতরাং, এসসিও সম্মেলনে শি জিনপিংয়ের সাথে নরেন্দ্র মোদীর করমর্দন না করার দাবিতে পুরোনো ও ভিন্ন ঘটনার ভিডিও প্রচার করা হয়েছে; যা মিথ্যা।
তথ্যসূত্র
- ANI: X Post





