নোয়াখালীতে আওয়ামী লীগের মশাল মিছিল দাবিতে ভিন্ন ঘটনার দৃশ্য প্রচার

সম্প্রতি অনলাইনে একটি ছবি সম্বলিত ফটোকার্ড প্রচার করে দাবি করা হয়েছে, “নোয়াখালিতে আওয়ামী লীগের মশাল মিছিলে হাজার হাজার নেতাকর্মীর সমাগম হয়েছে”।

এই দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।

এরূপ দাবিতে টিকটকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত দৃশ্যটি নোয়াখালীতে আওয়ামী লীগের মশাল মিছিলের নয় বরং, কুমিল্লায় নোয়াখালী বিভাগ আন্দোলনকারীদের বাসে হামলার প্রতিবাদে গত ২২ অক্টোবরে হওয়া মশাল মিছিলের দৃশ্যকে আলোচিত দাবিতে প্রচার করা হয়েছে। এছাড়া, আলোচিত ফটোকার্ডটির সূত্রপাত একটি স্যাটায়ার পেজের ব্যঙ্গাত্মক পোস্ট থেকে যা আসল খবর দাবিতে প্রচার করা হয়েছে।

এ বিষয়ে অনুসন্ধানে ‘চ্যানেল৭১’ নামের একটি ফেসবুক পেজে গত ২২ অক্টোবরে আলোচিত ফটোকার্ডটি পোস্ট হতে দেখা যায়। 

Comparison : Rumor Scanner

‘চ্যানেল৭১’ পেজটি পর্যবেক্ষণ করলে পেজের বায়োতে উল্লেখ পাওয়া যায়, ‘বিশ্বাস করা না করা আপনার ব্যাপার, ধন্যবাদ’। এছাড়াও, পেজটি পর্যবেক্ষণ করলে কোনো নির্ভরযোগ্য সূত্র ছাড়া এরূপ আরো নানা পোস্ট পাওয়া যায়। পোস্টে থাকা ফটোকার্ডগুলোর নিচে বিজ্ঞাপনের অংশে ‘জেরিন স্পেশাল বদনা’ লেখা পাওয়া যায়। এ থেকে নিশ্চিত হওয়া যায় যে আলোচিত পোস্টটিও মূলত ব্যাঙ্গাত্মক কনটেন্ট হিসেবেই তৈরি করা হয়েছে, প্রকৃতপক্ষে পেজটি কোনো আসল সংবাদমাধ্যম নয়। এছাড়াও, পেজটির লোগোও বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন ‘চ্যানেল২৪’ এর আদলে তৈরি।

পরবর্তীতে আলোচিত দৃশ্যের বিষয়ে অনুসন্ধানে মূলধারার গণমাধ্যম ‘মোহনা টিভি’র ইউটিউব চ্যানেলে ‘কুমিল্লায় নোয়াখালী বিভাগ আন্দোলনকারীদের বাসে হা”ম”লার প্রতিবাদে মশাল মিছিল’ শিরোনামে গত ২২ অক্টোবরে প্রচারিত একটি ভিডিও পাওয়া যায়। ভিডিওটিতে প্রদর্শিত দৃশ্যের সাথে আলোচিত দাবিতে প্রচারিত দৃশ্যের মিল পাওয়া যায়।

Comparison : Rumor Scanner

পাশাপাশি, ‘চ্যানেল নোয়াখালী’ নামের একটি ফেসবুক পেজেও আলোচিত ঘটনার ভিডিও গত ২২ অক্টোবরে প্রচার হতে দেখা যায়। ভিডিওর ক্যাপশনে বলা হয়েছে ‘কুমিল্লায় বিভাগ আন্দোলনকারীদের বাসে হামলার প্রতিবাদে শতশত মশাল মিছিল নিয়ে রাস্তায় নেমেছে নোয়াখাইল্যারা।’ এছাড়াও, আলোচিত দাবিতে প্রচারিত ছবিতে প্রদর্শিত মিছিলের ব্যানারেও মোহনা টিভিতে প্রদর্শিত মিছিলের অনুরূপ ‘নোয়াখালীর বাসে কুমিল্লার… ও নোয়াখালী বিভাগ বাস্তবায়নের দাবিতে’ শীর্ষক লেখা দেখতে পাওয়া যায়। এ থেকে নিশ্চিত হওয়া যায় যে প্রচারিত ভিডিওটি মূলত নোয়াখালীর বাসে হামলা ও নোয়াখালী বিভাগ বাস্তবায়নের প্রেক্ষিতে হওয়া মিছিলের দৃশ্য। এর সাথে আওয়ামী লীগের দলীয় মশাল মিছিলের কোনো সম্পৃক্ততা নেই।

সুতরাং, কুমিল্লায় নোয়াখালী বিভাগ আন্দোলনকারীদের বাসে হামলার প্রতিবাদে হওয়া মশাল মিছিলের দৃশ্যকে নোয়াখালীতে আওয়ামী লীগের মশাল মিছিলের দৃশ্য দাবিতে প্রচার করা হয়েছে; যা মিথ্যা।

তথ্যসূত্র

আরও পড়ুন

spot_img