ছাত্রলীগের সাম্প্রতিক কর্মসূচি দাবিতে ভিন্ন ঘটনার পুরোনো ভিডিও প্রচার

সম্প্রতি ‘বাংলাদেশ_ছাত্রলীগ/ শেখ_হাসিনা_সরকার_বার_বার_দরকার’ শিরোনামে বাংলাদেশ ছাত্রলীগের সাম্প্রতিক সময়ের কর্মসূচি দাবিতে একটি ভিডিও শর্ট ভিডিও শেয়ারিং প্লাটফর্ম টিকটকে প্রচার করা হয়েছে।

উক্ত দাবিতে টিকটকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)। 

এই প্রতিবেদন প্রকাশ হওয়া অবধি টিকটকে প্রচারিত সর্বাধিক ভাইরাল ভিডিওটি ১৮ হাজার বার দেখা হয়েছে, এটিতে প্রায় ৩ হাজার পৃথক অ্যাকাউন্ট থেকে প্রতিক্রিয়া জানানো হয়েছে এবং ভিডিওটি ৪ শত বার শেয়ার করা হয়েছে।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ভিডিওটি সাম্প্রতিক সময়ে বাংলাদেশ ছাত্রলীগের কোনো কর্মসূচির দৃশ্য নয়। প্রকৃতপক্ষে, ২০২৪ সালে বিদেশ গমনেচ্ছু কয়েকশত ব্যক্তির তাদের এজেন্সির প্রতি দাবি-দাওয়া নিয়ে ঢাকার গুলশান-২ পয়েন্টে আন্দোলনের ভিডিকে উক্ত দাবিতে প্রচার করা হয়েছে। 

এ বিষয়ে অনুসন্ধানে Hasan Miraz নামক টিকটক অ্যাকাউন্টে ২০২৪ সালের ২৩ সেপ্টেম্বর প্রকাশিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। উক্ত ভিডিওর সাথে আলোচিত ভিডিওটির সাদৃশ্য রয়েছে।

Comparison: Rumor Scanner

উক্ত ভিডিওর ক্যাপশন থেকে জানা যায়, এটি রাজধানী ঢাকার গুলশাল-২ এলাকায় একটি মানববন্ধনের দৃশ্য। 

পরবর্তীতে, Mia Bhauddin Jahanger নামক ফেসবুক পেজে ২০২৪ সালের ২৪ সেপ্টেম্বর প্রকাশিত একটি ভিডিও থেকেও একই তথ্য পাওয়া যায়। 

তবে, এসব ভিডিওর অডিও ক্লিপের থেকে প্রচারিত ভিডিওর অডিও ক্লিপটি ভিন্ন। মূলত, মূল ভিডিওর অডিও ক্লিপের স্থলে ডিজিটাল প্রযুক্তির সহায়তায় একটি স্লোগানের অডিও ক্লিপ প্রতিস্থাপন করে আলোচিত ভিডিওটি তৈরি করা হয়েছে৷ 

উল্লিখিত তথ্যাবলীর সূত্র ধরে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগের গুলশাল অঞ্চলের অফিসিয়াল ফেসবুক পেজে ২০২৪ সালের ২৩ সেপ্টেম্বর প্রকাশিত পোস্টে কিছু ছবি খুঁজে পাওয়া যায়। উক্ত ছবিগুলোর সাথে আলোচিত ভিডিওটির দৃশ্যাবলীর মিল রয়েছে। 

Screenshot: Facebook

উক্ত পোস্টটির ক্যাপশন থেকে জানা যায়, সেদিন ‘BSB  Global Network’ নামক এজেন্সির  মাধ্যমে  বিদেশ গমনেচ্ছু কয়েকশত লোকজন তাদের বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে গুলশান -২ পয়েন্টে জড়ো হয়ে  রাস্তা পুরোপুরি বন্ধ করে আন্দোলন করে। এর ফলে আশেপাশের এলাকাগুলোর সাথে যান চলাচল বিঘ্নিত হয় এবং বন্ধ হয়ে যায়। উক্ত পোস্টে যুক্ত ছবিগুলো উল্লিখিত ঘটনার দৃশ্য। 

অর্থাৎ, প্রচারিত ভিডিওর ঘটনাটি সাম্প্রতিক সময়ের নয়। 

সুতরাং, সাম্প্রতিক সময়ে ছাত্রলীগের কর্মসূচির ভিডিও দাবিতে বিদেশ গমনেচ্ছু ব্যক্তিদের আন্দোলনের পুরোনো ভিডিও প্রচার করা হয়েছে; যা মিথ্যা। 

তথ্যসূত্র

আরও পড়ুন

spot_img