কুমিল্লাকে বিভাগ করার দাবিতে অনেক বছর ধরেই আন্দোলন করে আসছে এ জেলার মানুষেরা। একই দাবিতে সোচ্চার নোয়াখালীর মানুষেরাও। এই জেলার মানুষেরা কুমিল্লার অধীনে বিভাগে অন্তর্ভুক্ত না হয়ে তাদের জেলাকেই বিভাগ ঘোষণার দাবিতে আন্দোলন করে আসছেন। সম্প্রতি বিষয়টি নিয়ে দুই জেলার মানুষই ফের আন্দোলন সভা সমাবেশ করছেন। এরই প্রেক্ষিতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস “আপাতত কুমিল্লাই হতে যাচ্ছেন বিভাগ।” শীর্ষক মন্তব্য করেছেন দাবিতে মূলধারার সংবাদমাধ্যম বাংলাদেশ টাইমসের ডিজাইন সংবলিত একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।

এরূপ দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে, এখানে।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, “আপাতত কুমিল্লাই হতে যাচ্ছেন বিভাগ, প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস।” শীর্ষক তথ্যে বা শিরোনামে বাংলাদেশ টাইমস কোনো ফটোকার্ড বা সংবাদ প্রকাশ করেনি বরং, ডিজিটাল প্রযুক্তির সহায়তায় গণমাধ্যমটির ভিন্ন একটি ফটোকার্ড সম্পাদনার মাধ্যমে এই ফটোকার্ডটি তৈরি করা হয়েছে। এছাড়া, ড. ইউনূসও সম্প্রতি এরূপ কোনো প্রকাশ্য মন্তব্য করেননি।
এ বিষয়ে অনুসন্ধানে আলোচিত ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে দেখা যায়, এতে বাংলাদেশ টাইমসের লোগো এবং ফটোকার্ডটি প্রচারের তারিখ হিসেবে ১৭ অক্টোবর উল্লেখ রয়েছে। এর সূত্র ধরে বাংলাদেশ টাইমসের ফেসবুক পেজে প্রচারিত ফটোকার্ডগুলো পর্যবেক্ষণ করে উক্ত শিরোনাম সম্বলিত কোনো ফটোকার্ড খুঁজে পাওয়া যায়নি। এছাড়াও বাংলাদেশ টাইমসের ওয়েবসাইট বা অন্য কোনো গণমাধ্যমেও উক্ত দাবির বিষয়ে কোনো সংবাদ খুঁজে পাওয়া যায়নি।
তবে, গত ১৭ অক্টোবরে “নতুন বাংলাদেশের জন্ম হলো আজ” শীর্ষক শিরোনামে বাংলাদেশ টাইমসের ফেসবুক পেজে প্রচারিত একটি ফটোকার্ড খুঁজে পাওয়া যায়। ফটোকার্ডটি পর্যালোচনা করে আলোচিত দাবিতে প্রচারিত ফটোকার্ডের ছবি ও গ্রাফিক্যাল ডিজাইনের সাথে এর সাদৃশ্য খুঁজে পাওয়া যায়। তবে আলোচিত ফটোকার্ডটিতে ‘নতুন বাংলাদেশের জন্ম হলো আজ’ শীর্ষক বাক্যের পরিবর্তে ‘আপাতত কুমিল্লাই হতে যাচ্ছেন বিভাগ, প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস।’ শীর্ষক বাক্য লেখা হয়েছে।

অর্থাৎ, বাংলাদেশ টাইমসের এই ফটোকার্ডটি সম্পাদনা করেই আলোচিত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।
মূল ফটোকার্ড সংবলিত পোস্টটির কমেন্টে পাওয়া এ সংক্রান্ত সংবাদ প্রতিবেদন থেকে জানা যায়, জুলাই সনদ স্বাক্ষরের ফলে বাংলাদেশে এক নতুন জন্ম হয়েছে এবং গণঅভ্যুত্থানের কারণেই এই পরিবর্তন সম্ভব হয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। একইসঙ্গে তিনি এই সনদ স্বাক্ষরকে অভ্যুত্থানের ‘দ্বিতীয় অংশ’ হিসেবে বর্ণনা করেছেন এবং অভ্যুত্থান সফলের পেছনে আত্মত্যাগকারীদের প্রতি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। ১৭ অক্টোবর বিকেলে জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ড. মুহাম্মদ ইউনূস এসব কথা বলেন। উক্ত অনুষ্ঠানে কুমিল্লা প্রসঙ্গে কোনো মন্তব্য করেননি তিনি।
ড. মুহাম্মদ ইউনূসকে এখন পর্যন্ত প্রকাশ্যে কুমিল্লাকে বিভাগ করা নিয়ে কোনো মন্তব্য করতে দেখা যায়নি।
সুতরাং, “আপাতত কুমিল্লাই হতে যাচ্ছেন বিভাগ, প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস।” শীর্ষক দাবিতে বাংলাদেশ টাইমসের নামে প্রচারিত ফটোকার্ডটি সম্পাদিত।
তথ্যসূত্র
- Bangladesh Times : Facebook Post





