সিলেটে আ.লীগের মিছিল দাবিতে চট্টগ্রামে শ্রমিক দলের মিছিলের ভিডিও প্রচার

সম্প্রতি, ‘ইনশাআল্লাহ সিলেট জেলা আওয়ামী লীগ রাজপথে’’ শীর্ষক দাবিতে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত ভিডিওটি দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, এটি সাম্প্রতিক সময়ে সিলেটে আওয়ামী লীগের মিছিলের ভিডিও নয়। প্রকৃতপক্ষে, গত ১৯ মে চট্টগ্রাম বন্দরের টার্মিনালে বিদেশি অপারেটর নিয়োগ উদ্যোগের প্রতিবাদে শ্রমিক দলের মশাল মিছিলের ভিডিও।

এ বিষয়ে অনুসন্ধানে ‘Rayhan Akondo Ripon’ নামক ফেসবুক অ্যাকাউন্টে গত ১৯ মে প্রচারিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। উক্ত ভিডিওর সাথে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওর মিল রয়েছে।

Comparison: Rumor Scanner

উক্ত ভিডিওর ক্যাপশনে বলা হয়, এটি চট্টগ্রাম বন্দর বিদেশিদের হাতে তুলে না দেওয়ার দাবিতে মশাল মিছিলের দৃশ্য। 

পরবর্তীতে, একই ঘটনার ভিন্ন ফ্রেমের আরও একটি ভিডিও খুঁজে পাওয়া যায়।  

এ বিষয়ে আরো অনুসন্ধান করে কালের কণ্ঠের ওয়েবসাইটে গত ২০ মে প্রকাশিত একটি প্রতিবেদন থেকে জানা যায়, চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) বিদেশি অপারেটরদের হাতে তুলে না দেওয়ার দাবিতে মশাল মিছিল করা হয়েছিল। চট্টগ্রাম বন্দর ভবনের সামনের সড়কে এই মশাল মিছিল করে বিএনপিপন্থী শ্রমিক সংগঠন জাতীয়তাবাদী শ্রমিক দলের চট্টগ্রাম বন্দর শাখা। 

অর্থাৎ, এটি গত মে মাসে চট্টগ্রামে শ্রমিক দলের মশাল মিছিলের ভিডিও। 

সুতরাং, গত ১৯ মে চট্টগ্রামে শ্রমিক দলের মশাল মিছিলের ভিডিওকে সাম্প্রতিক সময়ে সিলেটে আওয়ামী লীগের মিছিল দাবিতে প্রচার করা হয়েছে; যা মিথ্যা। 

তথ্যসূত্র

আরও পড়ুন

spot_img