সম্প্রতি অনলাইনে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের বক্তব্যের একটি ভিডিও প্রচার করা হয়েছে যেখানে নুরকে বলতে শোনা যায়, ‘আওয়ামী লীগ ছাড়া এই দেশে নির্বাচন হবে না। আ.লীগ ব্যাক করবে। নির্বাচন আর বিলম্ব নয়। ফেব্রুয়ারিতে নয় জানুয়ারিতেই নির্বাচন দিন৷ সেনাবাহিনী এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতীক। সেনাবাহিনী কলঙ্কিত হতে পারে না। বরঞ্চ এই ক্রিমিনালদেরকে বিচারের মাধ্যমে কলঙ্ক মুক্ত করা হবে। আওয়ামী লীগ ছাড়া নির্বাচন হবে না৷ জাতীয় পার্টিও ছাড়া নির্বাচন হবে না।’
অর্থাৎ, দাবি করা হয়েছে, নুরুল হল নুর আসন্ন সংসদ নির্বাচনে আওয়ামী লীগ ও জাতীয় পার্টির অংশগ্রহণের দাবি জানিয়েছেন।

এরূপ দাবিতে টিকটকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, আসন্ন সংসদ নির্বাচনে আওয়ামী লীগ ও জাতীয় পার্টির অংশগ্রহণের বিষয়ে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের মন্তব্য দাবিতে প্রচারিত ভিডিওটি বিভ্রান্তিকর। প্রকৃতপক্ষে, গত ২৬ অক্টোবর ঢাকার ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে গণ অধিকার পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক আলোচনাসভায় নুরুল হক নুরের দেওয়া বক্তব্য থেকে একটি খণ্ডিত অংশ কাটছাঁট করে আলোচিত দাবিটি প্রচার করা হয়েছে। মূলত প্রচারিত ভিডিও ক্লিপের অংশটিতে তিনি জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের বলা বক্তব্যে আওয়ামী লীগ ও জাতীয় পার্টিকে আসন্ন সংসদ নির্বাচনে চাওয়ার সমালোচনা করেন।
এ বিষয়ে অনুসন্ধানে অনলাইন সংবাদমাধ্যম ‘বাংলাদেশ টাইমস’ এর ফেসবুক পেজে নুরুল হক নুরের বক্তব্যের ভিডিওর একটি লাইভ সম্প্রচার গত ২৬ অক্টোবরে প্রচার হতে দেখা যায়।

উক্ত ভিডিওর ৮ মিনিট ৫৪ সেকেন্ড পরবর্তী সময় থেকে ১০ মিনিট ০০ সেকেন্ড সময় পর্যন্ত অংশের সাথে আলোচিত দাবিতে প্রচারিত ফুটেজটির মিল পাওয়া যায়। এসময় নুরুল হক নুরকে বলতে শোনা যায়, ‘কিছুদিন আগেই জিএম কাদেরের যে বক্তব্য, তিনি কীভাবে ঔদ্ধত্য দেখাতে পারেন এবং বলতে পারেন আওয়ামী লীগ ছাড়া নাকি কোনো এই দেশে নির্বাচন হবে না। এই কথা বলার পরে জিএম কাদের কীভাবে এই ঢাকায় আপনার রাজপথে তার অফিসে আসে, তার উত্তরার বাড়িতে অবস্থান করে? যেই আওয়ামী লীগ গণহত্যা চালিয়েছে, এই শহীদ পরিবারগুলো এখানে বসে আছে, এখনও বিচার চলছে গণহত্যার, মানবতাবিরোধী অপরাধের। সেই অপরাধের দায়ে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছে। সংগঠন হিসেবে তার বিচার হচ্ছে। আর জিএম কাদের বলছে, আওয়ামী লীগ ছাড়া নাকি এই দেশে নির্বাচন হবে না। জাতীয় পার্টি ছাড়াও নির্বাচন হবে না। কাজে আমি বিনয়ের সাথে, রাজনৈতিক নেতৃবৃন্দকে বলবো অবশ্যই নির্বাচনের আগে নির্বাচন বিঘ্নিত হোক এমন কোনো কাজ আমরা চাই না৷ কিন্তু এই আওয়ামী লীগের দোসর ও ভারতীয় এজেন্ট বাংলাদেশের রাজনীতিতে যখন থেকে এসেছে, এই বিষফোঁড়া জাতীয় পার্টির বিষয়ে ফয়সালা না হয়ে যদি আমরা নির্বাচনে যাই আমাদের জন্য শনির দশা অপেক্ষা করছে। এই জাতীয় পার্টির মাধ্যমে আওয়ামী লীগ ব্যাক করবে।’
অর্থাৎ, নুরুল হক নুরের বক্তব্য থেকে ‘আওয়ামী লীগ ছাড়া এই দেশে নির্বাচন হবে না, আওয়ামী লীগ ব্যাক করবে,..আওয়ামী লীগ ছাড়া এই দেশে নির্বাচন হবে না, জাতীয় পার্টি ছাড়াও নির্বাচন হবে না।’ শীর্ষক ভিডিও ক্লিপ কাট করে আলোচিত দাবিটি প্রচার করা হয়েছে।
গণমাধ্যমে প্রচারিত সংবাদ থেকে জানা যায়, গত ২৬ অক্টোবর সকালে ঢাকার ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে গণ অধিকার পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক আলোচনাসভায় নুরুল হক এসব কথা বলেন।
তবে, আসন্ন সংসদ নির্বাচনে নুরুল হক নুর আওয়ামী লীগ ও জাতীয় পার্টির অংশগ্রহণের বিরোধিতা করলেও ফেব্রুয়ারির বদলে জানুয়ারিতে নির্বাচনের দাবি জানিয়েছেন এবং সেনাবাহিনী এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতীক বলে বক্তব্য দিয়েছেন।
উল্লেখ্য, এর আগে উপজেলা দিবস উপলক্ষে গত ২৩ অক্টোবর ঢাকার কাকরাইলে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আলোচনা সভায় জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের বলেন, ‘জাতীয় পার্টি ও আওয়ামী লীগকে ছাড়া কোনো নির্বাচন হতে দেওয়া হবে না।
সুতরাং, গত ২৬ অক্টোবর ঢাকার ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে আয়োজিত এক আলোচনাসভায় নুরুল হক আসন্ন সংসদ নির্বাচনে আওয়ামী লীগ ও জাতীয় পার্টির অংশগ্রহণ চেয়ে জিএম কাদেরের বলা বক্তব্যের সমালোচনা করেন, তার সেই বক্তব্যের একটি অংশ কাটছাঁট করে আলোচিত দাবিতে প্রচার করা হয়েছে; যা বিভ্রান্তিকর।
তথ্যসূত্র
- Bangladesh Times – ফেব্রুয়ারি নয় জানুয়ারিতে নির্বাচন দিন: নুরুল হক। সরাসরি…
- Kaler Kantho – জি এম কাদের কিভাবে বলে আ. লীগ ছাড়া নির্বাচন হবে না : নুর
- Rumor Scanner’s analysis





