মাহফিলে বাঁধা দেওয়ার এই ভিডিওটি ২০২৩ সালের 

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও প্রচার করে দাবি করা হচ্ছে, “নিউ লাল বাংলাদেশে আবারো ওয়াজ মাহফিলে বাধা। আওয়ামী লীগের নেতাদের হাত আছে।”

উক্ত দাবির ফেসবুক ভিডিও দেখুন এখানে, এখানে।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ভিডিওটি সাম্প্রতিক সময়ের নয় বরং, ২০২৩ সালের বিগত আওয়ামী লীগ সরকারের সময়ের ভিডিওকে উক্ত দাবিতে প্রচার করা হয়েছে। 

এ বিষয়ে অনুসন্ধানে ফেসবুকে Rater Tara নামের একটি পেজে ২০২৩ সালের ০৬ ডিসেম্বর প্রকাশিত একটি ভিডিওর সাথে আলোচিত ভিডিওর সাদৃশ্য পাওয়া যায়।

Comparison: Rumor Scanner

ভিডিওটির ক্যাপশনে বলা হয়, নেত্রকোনা রফিকুল ইসলাম মাদানীর ওয়াজ মাহফিল বন্ধ করে দিয়েছে পুলিশ।

পরবর্তী অনুসন্ধানে জাতীয় দৈনিক দেশ রূপান্তর পত্রিকার ২০২৩ সালের ০৭ ডিসেম্বরের এক প্রতিবেদন থেকে জানা যায়, নেত্রকোনায় ওয়াজ করছিলেন ‘শিশু বক্তা’ মাওলানা রফিকুল ইসলাম মাদানী। অনুমতি না নেওয়ার অভিযোগে ওয়াজ মাহফিলে হাজির হয় পুলিশ। সেখান থেকে পুলিশ মাইক নিয়ে চলে যায়। 

অর্থাৎ, আলোচিত ভিডিওর ঘটনাটি সাম্প্রতিক সময়ের নয়, বরং ২০২৩ সালে আওয়ামী লীগ সরকারের সময়ের। 

তাছাড়া, এই ঘটনায় সে সময় রফিকুল ইসলাম মাদানী গ্রেপ্তার হয়েছিলেন শীর্ষক একটি ভুয়া দাবি ছড়িয়ে পড়ার প্রেক্ষিতে ফ্যাক্টচেক প্রতিবেদন প্রকাশ করেছিল রিউমর স্ক্যানার। 

সুতরাং, রফিকুল ইসলাম মাদানীর মাহফিলে বাধা দেওয়ার ২০২৩ সালের পুরোনো ভিডিওকে সাম্প্রতিক দাবিতে প্রচার করা হচ্ছে; যা বিভ্রান্তিকর।

তথ্যসূত্র

আরও পড়ুন

spot_img