সম্প্রতি, মাওলানা রফিকুল ইসলাম মাদানীকে নেত্রকোনার একটি মাহফিলের প্যান্ডেল থেকে পুলিশ গ্রেফতার করেছে শীর্ষক দাবিতে একটি ভিডিও ইন্টারনেটে প্রচার করা হয়েছে।
ফেসবুকে প্রচারিত এমন কিছু ভিডিও দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।
একই দাবিতে করা পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, নেত্রকোনার মাহফিলের প্যান্ডেল থেকে মাওলানা রফিকুল ইসলাম মাদানীকে গ্রেফতার কারার দাবিটি সঠিক নয় বরং, উক্ত স্থানে মাহফিল করার জন্যে স্থানীয় প্রশাসনের অনুমতি না থাকায় পুলিশ সদস্যরা সেখানে গিয়ে মাহফিল বন্ধ করে দেয় এবং রফিকুল ইসলাম মাদানীকে স্টেজ থেকে নামিয়ে দেন।
অনুসন্ধানের শুরুতের কি-ওয়ার্ড সার্চের মাধ্যমে মাওলানা রফিকুল ইসলাম মাদানীর ফেসবুক পেজে গত ৫ ডিসেম্বর করা একটি পোস্ট খুঁজে পাওয়া যায়।
পোস্টটিতে তিনি লিখেছেন, ‘নেত্রকোনার মাহফিল কতৃপক্ষ বলছে অনুমতি নিয়েছে প্রশাসন বলছে অনুমতি নেওয়া হয়নি তারা মাইক বন্ধ করে দিয়েছে মাইক বন্ধ হওয়ার পর জনগণ চরম ক্ষেপে যায়,আমি জনগনকে সর্বোচ্চ সংযম দেখানোর অনুরোধ করি আমিও নিভৃত থাকি কিন্তু এখনও জানতে পারিনি এমনটা কেন ঘটল..? তবে আলহামদুলিল্লাহ আমাকে জনগণ পায়ে হেঁটে সমস্ত বাঁধা বিপত্তি থেকে আমার শশুরালয় পর্যন্ত পৌঁছে দেয়,,’
পরবর্তীতে তার ফেসবুক পেজ পর্যালোচনা করে ঘটনার দিন রাতেই অর্থাৎ, ০৫ ডিসেম্বর তার পেজে প্রচার করা একটি লাইভ ভিডিও খুঁজে পাওয়া যায়।
ভিডিওটিতে তাকে বলতে শোনা যায়, ‘প্রিয় দেশবাসী, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, সুস্থ আছি। আমি গ্রেফতার হইনি। অযথা যারা বিভ্রান্তি ছড়াচ্ছেন দয়া করে তারা বিভ্রান্তি ছড়াবেন না। আমি আমার শশুরালয়ে আছি। মাহফিল থেকে আমার শ্বশুরালয় পর্যন্ত হাজার হাজার জনগণ পায়ে হেঁটে আমার গাড়িকে সেফ করে বাসা পর্যন্ত পৌঁছে দিয়ে গেছে। অতএব, আপনারা আমার জন্য দোয়া করবেন যেন দ্বীনের জন্যে কাজ করে যেতে পারি।’
পরবর্তী অনুসন্ধানে প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চের মাধ্যমে দৈনিক পত্রিকা নয়া দিগন্তের ওয়েবসাইটে আজ (০৭ ডিসেম্বর) পুলিশি বাধায় রফিকুল ইসলাম মাদানির মাহফিল পণ্ড শীর্ষক শিরোনামে প্রচারিত একটি সংবাদ খুঁজে পাওয়া যায়।
প্রতিবেদনটি থেকে জানা যায়, গত ৫ ডিসেম্বের নেত্রকোনা পৌর এলাকার বর্শীকুড়া নামক স্থানে যুবসমাজ কর্তৃক আয়োজিত এক ওয়াজ মাহফিলের প্রধান বক্ত হিসেবে উপস্থিত ছিলেন রফিকুল ইসলাম মাদানী। রাত সোয়া ১০টার দিকে তিনি বক্তব্য প্রদানের জন্যে স্টেজে উঠতে নিলে নেত্রকোনা মডেল থানার ওসির নেতৃত্বে একদল পুলিশ তাকে স্টেজ থেকে নামিয়ে দেন এবং উক্ত স্থানে ওয়াজ মাহফিল করার জন্যে প্রশাসন কর্তৃক অনুমতি না থাকায় মাহফিলটি বন্ধ করে দেওয়া হয়।
মূলত, গত ০৫ ডিসেম্বর নেত্রকোনার পৌর এলাকার বর্শিকুড়ার দক্ষিণপাড়া (বড়বাড়ী) জামে মসজিদ প্রাঙ্গণে যুব সমাজের আয়োজনে একটি ওয়াজ মাহফিলের আয়োজন করা হয়। উক্ত মাহফিলে রফিকুল ইসলাম মাদানী প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। তিনি বক্তব্য প্রদানের জন্যে স্টেজে উঠতে নিলে স্থানীয় পুলিশ উক্ত স্থানে ওয়াজ মাহফিল করার অনুমতি না থাকায় মাহফিল বন্ধ করে দেয় এবং তাকে স্টেজ থেকে নামিয়ে দেন। সেসময় একাধিক ফেসবুক পোস্টে দাবি করা হয়, জনাব রফিকুল ইসলাম মাদানীকে গ্রেফতার করা হয়েছে। তবে রিউমর স্ক্যানারের অনুসন্ধানে দেখা যায়, উক্ত মাহফিল থেকে রফিকুল ইসলাম মাদানীকে গ্রেফতার করা হয়নি। তিনি নিরাপদেই তার শ্বশুড় বাড়িতে পৌঁছে বিষয়টি ফেসবুক পোস্টের মাধ্যমে নিশ্চিত করেন।
সুতরাং, মাওলানা রফিকুল ইসলাম মাদানীকে নেত্রকোনার মাহফিল থেকে পুলিশের গ্রেফতার করা হয়েছে শীর্ষক একটি দাবি ইন্টারনেটে প্রচার করা হয়েছে; যা মিথ্যা।
তথ্যসূত্র
- Rafiqul Islam Madani: নেত্রকোনার মাহফিল কতৃপক্ষ বলছে অনুমতি… – 𝐑𝐚𝐟𝐢𝐪𝐮𝐥 𝐈𝐬𝐥𝐚𝐦 𝐌𝐚𝐝𝐚𝐧𝐢 | Facebook
- Rafiqul Islam Madani: Live Video
- Naya Diganta: পুলিশি বাধায় রফিকুল ইসলাম মাদানির মাহফিল পণ্ড
- Rumor Scanner’s Own Analysis