২ নভেম্বরে যুবলীগের মিছিল দাবিতে ২০২৩ সালের ভিডিও প্রচার

গত ২ নভেম্বর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ‘খেলা শুরু এই দুঃসময়ে ঢাকা রাজপথ কাপাতে কলিজা লাগে, জয় বাংলা জয় বঙ্গবন্ধু’ ক্যাপশনে একটি ভিডিও প্রচার করা হচ্ছে। ভিডিওতে ‘ভাটারা থানা আওয়ামী যুবলীগ’ লেখা একটি ব্যানার দেখা যায় এবং ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগানের শব্দ শোনা যায়। 

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত কিছু পোস্ট দেখুন: এখানে, এখানে, এখানে, এখানে, এখানে

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ভিডিওটি সাম্প্রতিক কোনো মিছিলের নয়। প্রকৃতপক্ষে, এটি ২০২৩ সালের ফেব্রুয়ারিতে বাংলাদেশ আওয়ামী যুবলীগের আয়োজিত মিছিলের পুরোনো দৃশ্য।

এ দাবির বিষয়ে অনুসন্ধানে ‘Pappo Bhai’ নামের একটি ইউটিউব চ্যানেলে ২০২৩ সালের ২২ ফেব্রুয়ারি প্রকাশিত একই ভিডিও পাওয়া যায়। তবে আলোচিত ভিডিওটির সঙ্গে ওই ভিডিওর স্লোগানে পার্থক্য রয়েছে। ভিডিওটির শিরোনাম অনুযায়ী এটি রাজধানীর বাড্ডা এলাকায় যুবলীগের মিছিলের দৃশ্য।

Comparison: Rumor Scanner.

সেদিন ওই চ্যানেলে একই মিছিলের আরেকটি ভিডিও পাওয়া যায়। উভয় ভিডিওতেই সামনের দিকে ‘ভাটারা থানা আওয়ামী যুবলীগ’ লেখা সাদা ব্যানার এবং পেছনে ভিন্ন রঙ ও ছবিযুক্ত আরও কয়েকটি ব্যানার দেখা যায়।

ভিডিওটির প্রেক্ষাপট অনুসন্ধানে ২০২৩ সালের ২৬ ফেব্রুয়ারি আওয়ামী লীগের অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশিত একটি পোস্ট পাওয়া যায়। সেখানে উল্লেখ করা হয়, ‘বিএনপি-জামাতের ‘পদযাত্রা’র নামে সহিংসতা ও পুলিশের ওপর হামলার’ প্রতিবাদে ২২ ফেব্রুয়ারি সন্ধ্যায় ঢাকায় আওয়ামী যুবলীগ আসনভিত্তিক বিক্ষোভ মিছিল ও সমাবেশ আয়োজন করে। ওই পোস্টে ব্যবহৃত ছবির ব্যানারের সঙ্গে আলোচিত ভিডিওর ব্যানারের সাদৃশ্য লক্ষ্য করা যায়।

এছাড়া, গত ২ নভেম্বর রাতে যুবলীগের এমন কোনো মিছিলের তথ্য পাওয়া যায়নি।

সুতরাং, ২০২৩ সালে ঢাকার বাড্ডা এলাকায় অনুষ্ঠিত যুবলীগের মিছিলের পুরোনো ভিডিওকে সাম্প্রতিক দাবিতে প্রচার করা হয়েছে, যা বিভ্রান্তিকর।

তথ্যসূত্র

আরও পড়ুন

spot_img