মেট্রোরেলে বিয়ারিং প্যাড খুলে পড়া ইস্যুতে সাংবাদিক ইলিয়াসকে উদ্ধৃত করে আমার দেশের নামে ভুয়া ফটোকার্ড প্রচার

গত ২৬ অক্টোবর রাজধানীর ফার্মগেটে মেট্রোরেলের পিলার থেকে বিয়ারিং প্যাড খুলে পড়ে এক পথচারী নিহত হয়েছেন। এরই প্রেক্ষিতে অনলাইন অ্যাক্টিভিস্ট ও সাংবাদিক ইলিয়াস হোসেনকে উদ্ধৃত করে ‘মেট্রোরেলে বিয়ারিং প্যাড খুলে যাওয়ায় ভারতের ‘র’ এর হাত আছে’ শিরোনামে দৈনিক আমার দেশের ডিজাইন সংবলিত একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।

উল্লিখিত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ‘মেট্রোরেলে বিয়ারিং প্যাড খুলে যাওয়ায় ভারতের ‘র’ এর হাত আছে’ শীর্ষক মন্তব্য করেননি সাংবাদিক ইলিয়াস হোসেন এবং আমার দেশও এমন কোনো ফটোকার্ড বা সংবাদ প্রকাশ করেনি। প্রকৃতপক্ষে, ডিজিটাল প্রযুক্তির সহায়তায় আমার দেশের ফটোকার্ড ডিজাইনের আদলে ফটোকার্ড তৈরি করে ভুয়া এই দাবিটি প্রচার করা হয়েছে।

এ বিষয়ে অনুসন্ধান শুরুতে ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে এতে আমার আমার দেশের লোগো এবং ফটোকার্ড প্রকাশের তারিখ হিসেবে ২৬ অক্টোবর, ২০২৫ লেখা উল্লেখ পাওয়া যায়। 

উক্ত সূত্র ধরে সংবাদমাধ্যমটির ফেসবুক পেজ পর্যবেক্ষণ করে দেখা যায়, আমার দেশের ফেসবুক পেজে গত ২৬ অক্টোবর মেট্রোরেলের বিয়ারিং প্যাড খুলে পড়া ইস্যুতে ছয়টি (,,,,,) ফটোকার্ড প্রচার করা হয়েছে। তবে আলোচিত দাবি সংবলিত কোনো ফটোকার্ডের সন্ধান মেলেনি। সংবাদমাধ্যমটির ওয়েবসাইট এবং ইউটিউব চ্যানেলেও উক্ত দাবির বিষয়ে কোনো সংবাদ খুঁজে পাওয়া যায়নি।

ফটোকার্ডটি বিশ্লেষণে সংবাদমাধ্যমটির ফেসবুক পেজের ফটোকার্ডগুলোর সাথে আলোচিত ফটোকার্ডটির বাক্যে ব্যবহৃত ফন্টের অমিল পরিলক্ষিত হয়।

Comparison: Rumor Scanner

পাশাপাশি অন্য গণমাধ্যম এবং বিশ্বস্ত সূত্রগুলোর বরাতেও ইলিয়াস হোসেনের নামে প্রচারিত এই মন্তব্যের সত্যতা পাওয়া যায়নি।

এছাড়া, ইলিয়াস হোসেনের ফেসবুক পেজ পর্যবেক্ষণ করে আলোচিত দাবি সমর্থিত কোনো পোস্টের সন্ধান মেলেনি। উল্লেখ্য ফেসবুকে ইলিয়াস হোসেনের একটি ভেরিফাইড পেজেও রয়েছে। যেটি আলোচিত ঘটনার সময় ডিজেবল ছিল। বর্তমানে পেজটি সক্রিয় রয়েছে।

সুতরাং, সাংবাদিক ইলিয়াস হোসেনকে উদ্ধৃত করে ‘মেট্রোরেলে বিয়ারিং প্যাড খুলে যাওয়ায় ভারতের ‘র’ এর হাত আছে’ শিরোনামে আমার দেশের নামে প্রচারিত ফটোকার্ডটি ভুয়া ও বানোয়াট।

তথ্যসূত্র

  • Rumor Scanner’s analysis
  • Daily Amar Desh – Facebook Page
  • Daily Amar Desh – Website
  • Elias Hossain- Facebook Profile (1,2)

আরও পড়ুন

spot_img