ইউনূস বিরোধী আন্দোলনের দৃশ্য দাবিতে ঢাকা কলেজের শিক্ষার্থীদের ভিন্ন আন্দোলনের ভিডিও প্রচার

সম্প্রতি, ‘হঠাও ইউনুস বাঁচাও দেশ। এখন ঢাকা কলেজের সব শিক্ষার্থীরা শহীদ মিনারে। ছাত্র ও শিক্ষক দ্বারা কানায় কানায় পূর্ণ শহীদ মিনার।’- শীর্ষক দাবিতে একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। 

ফেসবুকে প্রচারিত কিছু পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।

ইনস্টাগ্রামে প্রচারিত ভিডিও দেখুন এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক 

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ভিডিওটি ড. মুহাম্মদ ইউনূস বিরোধী আন্দোলনের নয়। প্রকৃতপক্ষে, এটি গত ১৩ অক্টোবর ঢাকা কলেজের শিক্ষার্থীদের ‘সেন্ট্রাল বিশ্ববিদ্যালয়’ অধ্যাদেশ সংশোধনের দাবিতে করা আন্দোলনের দৃশ্য।

অনুসন্ধানে Atiqur Rahman নামক একটি ফেসবুক অ্যাকাউন্ট থেকে গত ১৩ অক্টোবর প্রকাশিত একটি ভিডিও পাওয়া যায়। উক্ত ভিডিওর সাথে আলোচিত ভিডিওর হুবহু মিল রয়েছে। 

Video Comparison By Rumor Scanner 

উক্ত ভিডিওর ক্যাপশনে বলা হয়েছে, ঢাকা কলেজের সব শিক্ষার্থী শহীদ মিনারে। ছাত্র-শিক্ষক দ্বারা কানায় কানায় পরিপূর্ণ শহীদ মিনার। এছাড়া, উক্ত ভিডিওতে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বিরোধী কোনো স্লোগান দিতেও শোনা যায়নি। 

গত ১৩ অক্টোবর এখন টিভির ইউটিউব চ্যানেলে প্রকাশিত একটি প্রতিবেদন থেকে জানা যায়, সেদিন ঢাকা কলেজ এলাকায় কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার সিদ্ধান্তের প্রতিবাদে কেন্দ্রীয় শহীদ মিনারে ঢাকা কলেজের শিক্ষার্থীরা বিক্ষোভ করেছিলেন। 

প্রথম আলোর ওয়েবসাইটে একই দিনে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যায়, গত ১৩ অক্টোবর ঢাকা কলেজের স্বতন্ত্র কাঠামো বিলুপ্তির আশঙ্কায় কলেজটির উচ্চমাধ্যমিক স্তরের শিক্ষার্থীরা কেন্দ্রীয় শহীদ মিনারের দিকে অভিযাত্রা কর্মসূচির আয়োজন করেছিলেন। আবার স্নাতক-স্নাতকোত্তরের শিক্ষার্থীদের আরেকাংশ শিক্ষা ভবনের সামনের কর্মসূচিতে অংশ নেওয়ার প্রস্তুতি নেয়। এ নিয়ে শিক্ষকেরা সতর্ক অবস্থায় ছিলেন। একপর্যায়ে ইতিহাস বিভাগের একজন সহযোগী অধ্যাপককে হেনস্তা ও উচ্চমাধ্যমিক স্তরের একজন ছাত্রকেও মারধর এবং কলেজের শিক্ষক ভাঙচুর করা হয় বলে অভিযোগ ওঠে।

একই তথ্যে সংবাদ প্রকাশ করেছিল দৈনিক ইত্তেফাকও। 

উল্লেখ্য, গত ২৪ সেপ্টেম্বর ঢাকার সাত কলেজকে নিয়ে গঠিত সেন্ট্রাল বিশ্ববিদ্যালয় এর অধ্যাদেশের খসড়া প্রকাশ করে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ। এরপর তা নিয়ে শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে পক্ষে ও বিপক্ষে মতামত দেখা যায়।

অর্থাৎ, উক্ত ভিডিওটি সাত কলেজে নিয়ে গঠিত সেন্ট্রাল বিশ্ববিদ্যালয় এর অধ্যাদেশ সংশোধনের দাবিতে করা ঢাকা কলেজের শিক্ষার্থীদের আন্দোলনের। 

পাশাপাশি, প্রাসঙ্গিক কীওয়ার্ড সার্চ করে ঢাকাও কলেজের শিক্ষক-শিক্ষার্থীদের প্রধান উপদেষ্টা বিরোধী কোনো আন্দোলনের তথ্য পাওয়া যায়নি।

সুতরাং, ভিন্ন দাবির প্রেক্ষিতে ঢাকা কলেজের শিক্ষার্থীদের করা আন্দোলনের ভিডিওকে প্রধান উপদেষ্টা বিরোধী আন্দোলনের দৃশ্য হিসেবে প্রচার করা হচ্ছে, যা সম্পূর্ণ মিথ্যা।

তথ্যসূত্র

আরও পড়ুন

spot_img