আসামে আন্দোলনের ভিডিওতে জয় বাংলা স্লোগান লাগিয়ে আ. লীগের সমর্থনে মশাল মিছিল দাবিতে প্রচার 

সম্প্রতি, “ইনশাআল্লাহ শেখ হাসিনা আসবে �প্রস্তুত হও” শিরোনামে আওয়ামী লীগের সমর্থনে মশাল মিছিলের দৃশ্য দাবিতে একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করা হয়েছে। 

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত ভিডিও দেখুন: এখানে, এখানে, এখানে, এখানে, এখানে এবং এখানে। 

ফ্যাক্টচেক 

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, আওয়ামী লীগের সমর্থনে মশাল মিছিল দাবিতে প্রচারিত ভিডিওটি বাংলাদেশের নয়। প্রকৃতপক্ষে, ভারতের আসাম রাজ্যে ঘটা একটি আন্দোলনের ভিডিওতে ‘জয় বাংলা’ শীর্ষক স্লোগান যুক্ত করে আলোচিত দাবিতে ভিডিওটি প্রচার করা হয়েছে। 

এ বিষয়ে অনুসন্ধানের শুরুতে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওটির একাধিক কী-ফ্রেম রিভার্স সার্চের মাধ্যমে ‘Senapati Today’ নামক ফেসবুক পেজে গত ১৩ সেপ্টেম্বরে প্রকাশিত একটি ভিডিও খুঁজে পাওয়া যাবে। উক্ত ভিডিওর সাথে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওর দৃশ্যের হুবহু মিল রয়েছে। তবে দুইটি ভিডিওর অডিওতে অমিল রয়েছে। 

Video Comparison by Rumor Scanner 

ভিডিওটির ক্যাপশন থেকে জানা যায়, চলতি বছরের ০২ সেপ্টেম্বরে আসামের তিনসুকিয়ায় অল মোরান স্টুডেন্টস ইউনিয়ন একটি মশাল মিছিল আয়োজন করে। মিছিলে তারা মোরান জনগোষ্ঠীর জন্য পুনরায় তপশিলি জনজাতি মর্যাদা এবং বর্তমান মোরান স্বশাসিত পরিষদকে ষষ্ঠ তফসিলভুক্ত পরিষদে উন্নীত করার দাবি জানায়। সরকার তাদের দাবি পূরণ না করলে আসাম রাজ্যে অর্থনৈতিক অবরোধ ডাকা হবে বলেও হুঁশিয়ারি দেয় সংগঠনটি। 

এছাড়া, ‘Rajesh Sharma’ নামক আরেকটি ফেসবুক অ্যাকাউন্টে গত ২৭ সেপ্টেম্বরে একই ঘটনার বিষয়ে একটি ভিডিও প্রচার হতে দেখা যায়। ৪৯ সেকেন্ড সময়ের দীর্ঘ এই ভিডিওটিতেও একই দৃশ্য দেখা যায়। এই ভিডিওটির ক্যাপশনেও এটিকে ভারতের আসামে মাতক, মোরান ও তাই আহোমসহ কয়েকটি সম্প্রদায়ের বিক্ষোভ মিছিলের দৃশ্য বলে উল্লেখ করা হয়েছে। 

পরবর্তীতে, উক্ত তথ্যের সূত্র ধরে প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চের মাধ্যমে ভারতীয় সংবাদমাধ্যম ‘The Times of India’ এর ওয়েবসাইটে চলতি বছরের ০৩ সেপ্টেম্বরে আলোচ্য বিষয়ে প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। 

Screenshot from ‘The Times of India’ website

প্রতিবেদনটির বিস্তারিত বিবরণী থেকে জানা যায়, চলতি বছরের সেপ্টেম্বর মাসে অল মোরান স্টুডেন্টস ইউনিয়নের সদস্যদের নেতৃত্ব নিজেদের সম্প্রদায়ের জন্য নির্ধারিত উপজাতি মর্যাদা ও স্বায়ত্তশাসিত পরিষদের সাংবিধানিক উন্নয়ন দাবিতে আসামের তিনসুকিয়ায় মশাল মিছিল করে। তাদের অভিযোগ অনুযায়ী, ২০১৪ সালে বিজেপির দেওয়া প্রতিশ্রুতি এক দশক পরও বাস্তবায়িত হয়নি, ফলে দীর্ঘ অপেক্ষার পর সরকারের উদাসীনতায় তারা রাস্তায় নামতে বাধ্য হয়েছেন। 

অর্থাৎ, প্রচারিত ভিডিওটি বাংলাদেশের কোনো স্থানে বিক্ষোভ মিছিলের নয় তা নিশ্চিতভাবে বলা যাচ্ছে এবং উক্ত মিছিলের সাথে আওয়ামী লীগেরও কোনে সম্পর্ক নেই। 

সুতরাং, ভারতের আসাম রাজ্যে হওয়া একটি আন্দোলনের ভিডিওতে ‘জয় বাংলা’ শীর্ষক স্লোগান যুক্ত করে সম্প্রতি আওয়ামী লীগের সমর্থনে মশাল মিছিলের দৃশ্য দাবিতে প্রচার করা হয়েছে; যা মিথ্যা। 

তথ্যসূত্র 

আরও পড়ুন

spot_img