গত ০৪ সেপ্টেম্বর সকালে নারায়ণগঞ্জের ফতুল্লায় পিলকুনীতে আওয়ামীলীগ নেতার লাশ উদ্ধার করা হয়েছে দাবিতে একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

ফেসবুকে প্রচারিত কিছু পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।
ইন্সটাগ্রামে প্রচারিত ভিডিও দেখুন এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ভিডিওটি গত সেপ্টেম্বর মাসের নয় এবং গত ০৪ সেপ্টেম্বর নারায়ণগঞ্জে এমন কোনো ঘটনাও ঘটেনি। প্রকৃতপক্ষে, ২০২২ সালের ০৪ নভেম্বর সকালে নারায়ণগঞ্জের ফতুল্লার পিলকুনী এলাকা থেকে অজ্ঞাতপরিচয় এক যুবকের (৩২) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সেই ঘটনার দৃশ্য এটি।
অনুসন্ধানে কুমিল্লা জেলা প্রবাসী মিডিয়া নামক একটি ফেসবুক পেজ থেকে ২০২২ সালের ০৪ নভেম্বর প্রচারিত একটি ভিডিও প্রতিবেদন পাওয়া যায়। উক্ত ভিডিও প্রতিবেদনে থাকা ফুটেজের সাথে আলোচিত ভিডিওর মিল রয়েছে।

উক্ত প্রতিবেদনে বলা হয়েছে, ২০২২ সালের ০৪ নভেম্বর সকালে নারায়ণগঞ্জের ফতুল্লার পিলকুনী এলাকা থেকে অজ্ঞাতপরিচয় এক যুবকের লাশ উদ্ধার করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ। ঘটনাস্থলে যাওয়া ফতুল্লা মডেল থানার তৎকালীন উপপরিদর্শক শাহাদাত হোসাইন জানান, নিহতের লাশ রাস্তায় পায়ে ডুবায় ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়। ধারণা করা হচ্ছে– রাতে দূর্বৃত্তরা তাকপ শ্বাসরুদ্ধ করে হত্যার পর ডুবায় ফেলে যায়।
উক্ত সূত্র ধরে অনুসন্ধানে জাগো নিউজের ওয়েবসাইটে ২০২২ সালের ০৪ নভেম্বর প্রকাশিত একটি প্রতিবেদন থেকেও একই তথ্য জানা যায়।
পাশাপাশি, প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করে গত ০৪ সেপ্টেম্বর নারায়ণগঞ্জের ফতুল্লার পিলকুনী এলাকা থেকে আওয়ামী লীগের কোনো নেতাকর্মীর লাশ উদ্ধারের ঘটনার তথ্য পাওয়া যায়নি।
সুতরাং, ২০২২ সালের নভেম্বর মাসে নারায়ণগঞ্জের ফতুল্লার পিলকুনী এলাকা অজ্ঞাতনামা যুবকের লাশ পাওয়ার দৃশ্যকে গত সেপ্টেম্বর মাসে একই স্থান থেকে আওয়ামী লীগ নেতার লাশ উদ্ধারের দৃশ্য দাবিতে প্রচার করা হচ্ছে; যা সম্পূর্ণ মিথ্যা।
তথ্যসূত্র
- কুমিল্লা জেলা প্রবাসী মিডিয়া- Facebook Post
- Jago News- ফতুল্লায় ডোবা থেকে যুবকের মরদেহ উদ্ধার





