গতকাল (১৬ অক্টোবর) রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচন অনুষ্ঠিত হয়। গত রাত থেকেই হলভিত্তিক ফলাফলগুলো প্রকাশ করা হচ্ছিল যা আজ (১৭ অক্টোবর) সকালে সমাপ্ত হয়। হলভিত্তিক ফল প্রকাশ শেষে নির্বাচন কমিশনের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে রাকসু নির্বাচনের কেন্দ্রীয় সংসদের ফল প্রকাশ করা হয়। তবে ফল ঘোষণার আগেই রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত কিছু পোস্ট দাবি করা হয়, রাকসু নির্বাচনে ভিপি, জিএস ও এজিএস তিন পদেই শিবির সমর্থিত প্রার্থীরা জয়লাভ করেছে।

উল্লেখিত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে এবং এখানে।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, রাকসু নির্বাচনে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সমর্থিত প্যানেল সম্মিলিত শিক্ষার্থী জোটের প্রার্থী সহ-সভাপতি (ভিপি) ও সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদে জয়লাভ করলেও এই প্যানেলের সাধারণ সম্পাদক (জিএস) প্রার্থী ফাহিম রেজা বিজয়ী হননি। প্রকৃতপক্ষে, রাকসুর জিএস পদে বিজয়ী হয়েছেন আধিপত্যবিরোধী ঐক্য প্যানেলের প্রার্থী সালাহউদ্দিন আম্মার।
অনুসন্ধানে আজ (১৭ অক্টোবর) সকালে রাজশাহী বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির ফেসবুক পেজে বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়াম থেকে সরাসরি সম্প্রচারিত রাকসু নির্বাচনের আনুষ্ঠানিক ফল ঘোষণা সংক্রান্ত ভিডিওর সন্ধান পাওয়া যায়। যেখানে ভিপি ও এজিএস পদে বিজয়ী প্রার্থী হিসেবে শিবির সমর্থিত প্যানেলের প্রার্থীর নাম ঘোষণা করা হয়। তবে, জিএস পদে বিজয়ী প্রার্থী হিসেবে ভিন্ন প্যানেলের প্রার্থী সালাহউদ্দিন আম্মারের নাম ঘোষণা করতে দেখা যায়। জিএস পদে শিবির সমর্থিত প্যানেল থেকে নির্বাচন করেছিলেন ফাহিম রেজা। যিনি নির্বাচনে পরাজিত হয়েছেন। ভিডিওতে প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক এফ নজরুল ইসলাম জানান, জিএস পদে সালাহউদ্দিন আম্মার পেয়েছেন ১১ হাজার ৪৯৭ ভোট। অন্যদিকে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ফাহিম রেজা পেয়েছেন ৫ হাজার ৭২৭ ভোট।
রাকসু নির্বাচনের ফলাফল নিয়ে মূলধারার গণমাধ্যমগুলোতে (১, ২, ৩) প্রকাশিত প্রতিবেদন থেকেও এ বিষয়ে একই তথ্য জানা যায়।
অর্থাৎ, রাকসু নির্বাচন জিএস পদে শিবির সমর্থিত প্রার্থী বিজয়ী হননি।
সুতরাং, রাকসু নির্বাচনে ভিপি, জিএস ও এজিএস তিন পদেই শিবির সমর্থিত প্রার্থী বিজয়ী হওয়ার দাবিটি আংশিক মিথ্যা।
তথ্যসূত্র
- Rajshahi University Journalist Association: RACSU Result (Facebook Live)
- Prothom Alo: রাকসুতে ভিপি–এজিএস শিবিরের মোস্তাকুর–সালমান, জিএস সাবেক সমন্বয়ক আম্মার
- Daily Star: রাকসুতে ভিপি–এজিএস শিবিরের মোস্তাকুর–সালমান, জিএস আম্মার
- Bdnews24: রাকসুতে কোন পদে কে জয়ী