গত ১৬ অক্টোবর এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। এবার গড় পাসের হার ৫৮ দশমিক ৮৩।
এরই প্রেক্ষিতে, যারা এইচএসসি পরীক্ষায় ফেল করেছেন সেই শিক্ষার্থীরা সচিবালয়ে ভাঙচুর চালাচ্ছে দাবিতে একটি ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে পড়েছে।

ফেসবুকে প্রচারিত কিছু পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ভিডিওটি এইচএসসি-২০২৫ এর পরীক্ষায় ফেল করা শিক্ষার্থীদের কর্তৃক সচিবালয়ে ভাঙচুরের দৃশ্য নয়। প্রকৃতপক্ষে, গত ২১ জুলাই মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমানবাহিনীর জেট বিধ্বস্ত হয়ে ৩১ জন নিহত হওয়ার ঘটনায় ক্ষুব্ধ শিক্ষার্থীরা এরপরের দিন অর্থাৎ, ২২ জুলাই দুপুরে শিক্ষা উপদেষ্টা ও সচিবের পদত্যাগ দাবিতে সচিবালয়ের গেট ভেঙে ও দেয়াল টপকে ভেতরে প্রবেশ করেছিল। সেই সময়কার দৃশ্য এটি।
অনুসন্ধানে অনলাইন ভিত্তিক গণমাধ্যম Dhakawatch24.com এর ফেসবুক পেজে গত ২২ জুলাই প্রচারিত একটি ভিডিও পাওয়া যায়। উক্ত ভিডিওর সাথে আলোচিত ভিডিওর মিল রয়েছে। উক্ত ভিডিওর ক্যাপশনে বলা হয়েছে, সচিবালয় ভাঙচুর করছে শিক্ষার্থী।

উক্ত সূত্র ধরে অনুসন্ধানে মূল ধারার গণমাধ্যম চ্যানেল২৪ এর ওয়েবসাইটে একই দিনে “গেট ভেঙে সচিবালয়ে শিক্ষার্থীদের ভাঙচুর” শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন থেকে জানা যায়, মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমানবাহিনীর জেট বিধ্বস্ত হয়ে ৩১ জন নিহত হওয়ার ঘটনায় ক্ষুব্ধ শিক্ষার্থীরা ২২ জুলাই দুপুরে শিক্ষা উপদেষ্টা ও সচিবের পদত্যাগ দাবিতে গেট ভেঙে ও দেয়াল টপকে সচিবালয়ে প্রবেশ করেছিল। এ সময় পুলিশ ও সেনা সদস্য তাদেরকে ঠেকানোর চেষ্টা করলে সংঘর্ষ বাধে।
একই দিনে একই তথ্যে সংবাদ প্রকাশ করেছিল প্রথম আলো, যুগান্তর, সমকাল সহ মূলধারার গণমাধ্যমও।
পাশাপাশি, প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করে গণমাধ্যম ও বিশ্বস্ত সূত্রে আলোচিত দাবির সপক্ষে কোনো তথ্য পাওয়া যায়নি।
সুতরাং, গত ২২ জুলাই ভিন্ন ঘটনার প্রেক্ষিতে শিক্ষার্থী কর্তৃক সচিবালয় ভাঙচুরের দৃশ্যকে এইচএসসিতে ফেল করা শিক্ষার্থীদের কর্তৃক সচিবালয় ভাঙচুরের দৃশ্য দাবিতে প্রচার করা হচ্ছে; যা বিভ্রান্তিকর।
তথ্যসূত্র
- Dhakawatch24.com- Facebook Post
- Channel 24- গেট ভেঙে সচিবালয়ে শিক্ষার্থীদের ভাঙচুর
- Prothom Alo- সচিবালয়ের সামনে শিক্ষার্থীদের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর পাল্টাপাল্টি ধাওয়া, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ
- Jugantor- সচিবালয়ের সামনে শিক্ষার্থীদের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর পাল্টাপাল্টি ধাওয়া
- Samakal- গেট ভেঙে সচিবালয়ের ভেতরে শিক্ষার্থীরা, আইনশৃঙ্খলা বাহিনীর লাঠিচার্জ