সম্প্রতি, বাংলাদেশের বর্তমান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের বাড়িতে সেনাবাহিনীর বিশেষ অভিযানের দৃশ্য দাবিতে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে। ভিডিওতে সেনা কর্মকর্তাদের অভিযান পরিচালনা করতে এবং অভিযানে দেশি ও বিদেশি নোট উদ্ধার করতে দেখা যায়।

উক্ত দাবিতে টিকটকে প্রচারিত ভিডিও দেখুন: এখানে (আর্কাইভ)। এই প্রতিবেদন প্রকাশ অবধি ভিডিওটি প্রায় ৪ লক্ষ ৭৩ হাজার বার দেখা হয়েছে এবং প্রায় ১৪ হাজার পৃথক অ্যাকাউন্ট হতে প্রতিক্রিয়া দেখানো হয়েছে।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের বাড়িতে সেনাবাহিনীর অভিযানের দাবিটি সঠিক নয় এবং প্রচারিত ভিডিওটির সাথে আলোচিত দাবির কোনো সম্পর্ক নেই। প্রকৃতপক্ষে, কোনোরূপ তথ্য প্রমাণ ছাড়াই ভিন্ন ঘটনার পুরোনো কিছু ভিডিও যুক্ত করে আলোচিত দাবি সম্বলিত ভিডিওটি প্রচার করা হয়েছে।
ভিডিও যাচাই ১
এ বিষয়ে অনুসন্ধানে ইলেকট্রনিক গণমাধ্যম এখন টিভি’র ইউটিউব চ্যানেলে ২০২৪ সালের ০৪ নভেম্বর প্রচারিত একটি ভিডিওর দৃশ্যের সাথে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওর শুরুর ২৬ সেকেন্ড অংশের মিল রয়েছে।

২০ মিনিট ৫৮ সেকেন্ড সময়ের দীর্ঘ এই ভিডিওটি পর্যবেক্ষণে জানা যায়, এটি ঢাকার টঙ্গীতে অস্ত্র ও মাদক কারবারিদের বিরুদ্ধে যৌথবাহিনীর একটি অভিযানের দৃশ্য।
অর্থাৎ, এই ভিডিওটির সঙ্গে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের কোনো সম্পর্ক নেই।
ভিডিও যাচাই ২
এ বিষয়ে অনুসন্ধানে ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে’র ওয়েবসাইটে ২০২২ সালের ১০ সেপ্টেম্বর প্রকাশিত একটি প্রতিবেদনের ফিচারে ব্যবহৃত ছবির সাথে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওর ১ মিনিট ১৬ সেকেন্ড থেকে ১ মিনিট ২৬ সেকেন্ড অংশের মিল রয়েছে।

প্রতিবেদনটির বিস্তারিত বিবরণী থেকে জানা যায়, মোবাইল গেমিং অ্যাপ ‘ই-নাগেটস’ এর মাধ্যমে প্রতারণার অভিযোগে কলকাতার ব্যবসায়ী আমির খানের বাসায় অভিযান চালিয়ে ইডি (Enforcement Directorate) ১৭.৩২ কোটি টাকা নগদ ও সম্পত্তির নথি জব্দ করেছে। এটি সেই ঘটনারই ছবি।
অর্থাৎ, আলোচিত ভিডিওটির এই অংশের সঙ্গেও রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন কিংবা তার বাড়িতে সেনা অভিযানের কোনো সম্পর্ক নেই।
ভিডিও যাচাই ৩
এ বিষয়ে অনুসন্ধানে মূলধারার গণমাধ্যম জাগো নিউজের ইউটিউব চ্যানেলে ২০২৪ সালের ০৬ আগস্ট ‘আমুর বাসা থেকে ৫ কোটি টাকা উদ্ধার’ শিরোনামে প্রকাশিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। উক্ত ভিডিওর দৃশ্যের সঙ্গে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওর ১ মিনিট ২৭ সেকেন্ড থেকে ১ মিনিট ৩৭ সেকেন্ড অংশের মিল রয়েছে।

এ বিষয়ে আরো অনুসন্ধান করে জাতীয় দৈনিক যায়যায়দিনের ওয়েবসাইটে একই তারিখে অর্থাৎ গত বছরের ০৬ আগস্টে ‘ঝালকাঠিতে আমুর বাড়ি থেকে বিপুল বৈদেশিক মুদ্রা ও টাকা উদ্ধার’ শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। উক্ত প্রতিবেদনের ফিচারে ব্যবহৃত ছবির সাথে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওর দৃশ্যের মিল রয়েছে। প্রতিবেদনটির বিস্তারিত বিবরণী থেকে জানা যায়, ২০২৪ সালের ৫ আগস্ট ঝালকাঠিতে সাবেক মন্ত্রী আমির হোসেন আমুর আগুনে পোড়া বাসভবন থেকে সেনাবাহিনী ও পুলিশ প্রায় পাঁচ কোটি টাকার স্থানীয় ও বৈদেশিক মুদ্রা উদ্ধার করে। এটি সেই ঘটনারই দৃশ্য।
ভিডিও যাচাই ৪
এ বিষয়ে অনুসন্ধানে ‘Cumilla24 tv’ নামক একটি ফেসবুক পেজে গত ১৩ জুলাইয়ে প্রকাশিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। ৫৮ সেকেন্ড সময়ের দীর্ঘ এই ভিডিওটির সঙ্গে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওর ১ মিনিট ৩৭ সেকেন্ড থেকে ১ মিনিট ৪৪ সেকেন্ড অংশের মিল রয়েছে।

পরবর্তীতে, এই সেনা অভিযানের বিষয়ে বিস্তারিত জানতে প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চের মাধ্যমে জাতীয় দৈনিক কালের কণ্ঠের ওয়েবসাইটে গত ১৩ জুলাইয়ে ‘কুড়িগ্রামে সেনা অভিযানে ১ মণ গাঁজা ও মোটরসাইকেল উদ্ধার’ শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। প্রতিবেদনের বিস্তারিত অংশ থেকে জানা যায়, কুড়িগ্রামের সুজামের মোড়ে সেনা অভিযানে এক মণ গাঁজা ও একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। তবে সেনা উপস্থিতি টের পেয়ে মাদক কারবারিরা পালিয়ে যায়।
অর্থাৎ, এই ঘটনার সঙ্গেও রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের বাড়িতে সেনা অভিযানের দাবির কোনো সম্পর্ক নেই।
ভিডিও যাচাই ৫
এ বিষয়ে অনুসন্ধানে ‘Voice of SALAUDDIN’ নামক ইউটিউব চ্যানেলে গত ২০ আগস্টে প্রকাশিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। ভিডিওটির দৃশ্যের সাথে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওর ৪ মিনিট ৫৪ সেকেন্ড থেকে ৮ মিনিট ৫১ সেকেন্ড অর্থাৎ শেষ অংশ পর্যন্ত হুবহু মিল রয়েছে।

১০ মিনিট ১২ সেকেন্ড সময়ের দীর্ঘ এই ভিডিওটি পর্যবেক্ষণে, বাংলাদেশের পরবর্তী সেনাপ্রধান কে হবেন সে বিষয়ে বিশ্লেষণধর্মী আলোচনা শুনতে পাওয়া যায়। ভিডিওটিতে শেখ হাসিনা সংগ্রাম পরিষদ, কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সাধারণ সম্পাদক মো: সালাউদ্দিনকে কথা বলতে শোনা যায়।
এছাড়া, সাম্প্রতিক সময়ে বাংলাদেশের বর্তমান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের বাড়িতে এরূপ সেনা অভিযান পরিচালিত হলে স্বাভাবিকভাবেই সংবাদমাধ্যমগুলোতে ঢালাওভাবে খবর প্রচার হতো। তবে এক্ষেত্রে দেশিয় মুলধারার সংবাদমাধ্যম কিংবা বিশ্বস্ত কোনো সূত্রেও আলোচিত দাবির বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি।
সুতরাং, বাংলাদেশের বর্তমান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের বাড়িতে সেনাবাহিনী অভিযান চালিয়েছে শীর্ষক দাবিটি মিথ্যা।
তথ্যসূত্র
- EKHON Tv: যৌথবাহিনীর অভিযানের ধরা পড়ছে একের পর এক অস্ত্র ও মাদক কারবারি
- India Today: Rs 17.32 crore seized by ED in massive cash haul from Kolkata businessman in gaming app scam
- Jago News: আমুর বাসা থেকে ৫ কোটি টাকা উদ্ধার
- Jaijaidin News: ঝালকাঠিতে আমুর বাড়ি থেকে বিপুল বৈদেশিক মুদ্রা ও টাকা উদ্ধার
- Cumilla24 tv: সেনাবাহিনীর অ’ভিযা’নে ১ মণ গাঁ-জা উ-দ্ধা-র
- Kaler Kantho: কুড়িগ্রামে সেনা অভিযানে ১ মণ গাঁজা ও মোটরসাইকেল উদ্ধার
- Voice of SALAUDDIN: কে হচ্ছেন নতুন সেনাপ্রধান?