সম্প্রতি, Anwar television নামে একটি ফেসবুক পেজ থেকে অভিনেত্রী আরোহী মিমের দুইটি কথিত ছবি প্রচার করা হয়েছে।

ফেসবুকে প্রচারিত উক্ত ছবিগুলো সম্বলিত পোস্ট দেখুন এখানে, এখানে।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, অভিনেত্রী আরোহী মিমের নামে প্রচারিত ছবি দুইটি আসল নয় বরং, তার ভিন্ন দুইটি ছবি ডিজিটাল প্রযুক্তির সহায়তায় সম্পাদনা করে আলোচিত ছবিগুলো তৈরি করা হয়েছে।
প্রথম ছবি যাচাই
অনুসন্ধানে আরোহী মিমের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে গত ০৯ অক্টোবর প্রচারিত একটি পোস্ট খুঁজে পাওয়া যায়। উক্ত পোস্টে যুক্ত চারটি ছবির মধ্যে থাকা একটি ছবিতে আরোহী মিমের অঙ্গভঙ্গি, ব্যাকগ্রাউন্ড এবং পোজের সাথে আলোচিত ছবিটির মিল রয়েছে।

অর্থাৎ, উক্ত ছবিটিকে ডিজিটাল প্রযুক্তির সহায়তায় সম্পাদনা করে আলোচিত ছবিটি তৈরি করা হয়েছে।
দ্বিতীয় ছবি যাচাই
অনুসন্ধানে আরোহী মিমের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে গত ১৪ জুন প্রচারিত একটি পোস্ট খুঁজে পাওয়া যায়। উক্ত পোস্টে যুক্ত পাঁচটি ছবির মধ্যে থাকা একটি ছবিতে আরোহী মিমের অঙ্গভঙ্গি, ব্যাকগ্রাউন্ড এবং পোজের সাথে আলোচিত ছবিটির মিল রয়েছে।

অর্থাৎ, উক্ত ছবিটিকে ডিজিটাল প্রযুক্তির সহায়তায় সম্পাদনা করে আলোচিত ছবিটি তৈরি করা হয়েছে।
ছবি দুইটির সম্পাদনাকারী Anwar television নামের পেজটি পর্যালোচনা করে দেখা যায়, পেজটির পরিচিতি অংশে পেজটি বিনোদনের উদ্দেশ্যে তৈরি করা বলে জানানো হয়েছে। তবে পেজটিতে নিয়মিত বিভিন্ন নারীর ছবি সম্পাদনা করে আপত্তিকরভাবে তুলে ধরা হচ্ছে। এতে করে নারীর সম্মানহানি যেমন ঘটছে, তেমনি উক্ত নারী সমাজে হেয় প্রতিপন্ন হচ্ছেন।
সুতরাং, আরোহী মিমের নামে প্রচারিত ছবি দুইটি সম্পাদিত।
তথ্যসূত্র
- Arohi Mim: Instagram Post 1
- Arohi Mim: Instagram Post 2