ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গ্রেফতার হয়েছেন দাবিতে সম্প্রতি একটি ভিডিও একাধিক সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওটি কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদন বলে প্রচার করা হচ্ছে। এতে নেতানিয়াহুকে হাতকড়া পরা অবস্থায় দেখা যায় এবং আশপাশ থেকে ‘ফ্রি প্যালেস্টাইন’ স্লোগান শোনা যায়। ভিডিওটির কথিত সংবাদ পাঠ অংশে ইংরেজিতে বলা হয়েছে, “ইসরায়েলের প্রধানমন্ত্রী ও লিকুদ পার্টির নেতা ইয়ারন বেনডারেলকে দুর্নীতির একাধিক অভিযোগে রাজধানী থেকে গ্রেফতার করা হয়েছে। আজ রাতে তাকে হেফাজতে নেওয়া হয়েছে এবং সকালে বিচারকের সামনে তোলা হবে। ঘটনাস্থলে মানুষের ভিড় জমেছে…”

এই দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন: এখানে, এখানে, এখানে।
টিকটকে প্রচারিত দাবি দেখুন: এখানে।
ইনস্টাগ্রামে প্রচারিত দাবি দেখুন: এখানে।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, বেনিয়ামিন নেতানিয়াহু গ্রেফতারের দাবিটি সত্য নয়। প্রকৃতপক্ষে, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে আল জাজিরার সংবাদ প্রতিবেদনের অনুকরণে তৈরি একটি ভুয়া ভিডিওর মাধ্যমে এই মিথ্যা দাবি ছড়ানো হচ্ছে।
দাবিকৃত ভিডিওটি বিশ্লেষণে দেখা যায়, এতে আল জাজিরার লোগো ব্যবহৃত হয়েছে। এই সূত্র ধরে আল জাজিরার ওয়েবসাইট ও সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্ট (১, ২, ৩) যাচাই করা হয়, কিন্তু সেখানে এমন কোনো প্রতিবেদন পাওয়া যায়নি। আল জাজিরা বেনিয়ামিন নেতানিয়াহুর গ্রেফতার সংক্রান্ত কোনো সংবাদও প্রকাশ করেনি। নেতানিয়াহুর মতো আন্তর্জাতিকভাবে আলোচিত ব্যক্তির গ্রেফতারের ঘটনা সত্য হলে তা বিশ্বব্যাপী গণমাধ্যমে প্রচারিত হতো, কিন্তু এমন কোনো খবর কোথাও পাওয়া যায়নি।
ভিডিওটি আরও পর্যবেক্ষণে দেখা যায়, এতে ‘Sora’ লেখা একটি জলছাপ রয়েছে। ‘সোরা’ হলো যুক্তরাষ্ট্রভিত্তিক কৃত্রিম বুদ্ধিমত্তা গবেষণা প্রতিষ্ঠান ও চ্যাটজিপিটির মালিকানাধীন কোম্পানি ওপেনএআইয়ের তৈরি ভিডিও ও অডিও জেনারেশন মডেল। এই মডেলটি বাস্তবসম্মত, শারীরিকভাবে সঠিক এবং শব্দসমন্বিত দৃশ্য তৈরি করতে সক্ষম। ২০২৪ সালের মূল সোরা মডেলের ভিত্তিতে তৈরি উন্নত সংস্করণ ‘সোরা ২’ ২০২৫ সালের ৩০ সেপ্টেম্বর প্রকাশ করা হয়।
এছাড়া, ভিডিওর সংবাদ পাঠ অংশে নেতানিয়াহুর নাম ভুলভাবে ‘ইয়ারন বেনডারেল’ বলা হয়েছে, যা সাধারণত এআই দিয়ে তৈরি কনটেন্টে দেখা যায়।
বিষয়টি আরও নিশ্চিত করতে ভিডিওটি এআই-ভিত্তিক কনটেন্ট শনাক্তকারী ওয়েবসাইট হাইভ মোডারেশনে বিশ্লেষণ করা হয়। ফলাফলে দেখা যায়, ভিডিওটি এআই প্রযুক্তি ব্যবহার করে তৈরি হওয়ার সম্ভাবনা ৯৯ শতাংশ।

সুতরাং, বেনিয়ামিন নেতানিয়াহু গ্রেফতারের দাবিটি সম্পূর্ণ মিথ্যা।
তথ্যসূত্র
- Rumor Scanner’s analysis.
- Hive Moderation.
- Al Jazeera: Website, YouTube, Facebook, X