সম্প্রতি, “কুকুরের দাম আছে কিন্তু ডিভোর্সি নারীর দাম নাই তাই স্বামীকে ডিভোর্স দেওয়ার আগে দশবার ভেবে নিবেন বোন” শীর্ষক শিরোনামে টকশো সঞ্চালক ও সাংবাদিক খালেদ মুহিউদ্দীনের ছবি সংযুক্ত একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।
ইনস্টাগ্রাম পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ডিভোর্সি নারীর দাম নেই বলে মন্তব্য করেছেন সাংবাদিক খালেদ মুহিউদ্দীন শীর্ষক দাবিটি সঠিক নয় বরং খালেদ মুহিউদ্দীনকে জড়িয়ে ভুয়া এই মন্তব্য প্রচার করা হয়েছে।
এ বিষয়ে অনুসন্ধানে খালেদ মুহিউদ্দীনের ফেসবুক অ্যাকাউন্ট, এক্স অ্যাকাউন্ট এবং ইউটিউব চ্যানেল পর্যবেক্ষণে আলোচিত দাবি সমর্থিত কোনো তথ্যের সন্ধান মেলেনি।
এছাড়া, গণমাধ্যম কিংবা অন্য কোনো বিশ্বস্ত সূত্রে আলোচিত দাবিটি সমর্থন করে এমন তথ্যের উল্লেখ পাওয়া যায়নি।
বিষয়টি অধিকতর নিশ্চিতে সাংবাদিক খালেদ মুহিউদ্দীনের সঙ্গে যোগাযোগ করে রিউমর স্ক্যানার। আলোচিত মন্তব্যটি তার কী না জানতে চাইলে এটি তার মন্তব্য নয় বলে জানান।
সুতরাং, ডিভোর্সি নারীর দাম নেই বলে মন্তব্য করেছেন সাংবাদিক খালেদ মুহিউদ্দীন শীর্ষক দাবিটি মিথ্যা।