শিক্ষকদের দাবি আদায়ে চট্টগ্রামে শিক্ষার্থীদের আন্দোলন দাবিতে জুলাই আন্দোলনের ভিডিও প্রচার

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে “শিক্ষকদের দাবি আদায় করতে এবার চট্টগ্রামের রাজপথে নামল শিক্ষার্থীরা, ভয়াবহ অবস্থা ধারণ করেছে” এমন ক্যাপশনে একটি ভিডিও প্রচারিত হয়েছে।

উক্ত দাবির ফেসবুক পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)। 

ফ্যাক্টচেক 

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, শিক্ষকদের দাবি আদায়ে চট্টগ্রামের শিক্ষার্থীদের রাজপথে নামার দাবিটি সঠিক নয়। বরং ২০২৪ সালের ১৮ জুলাই চট্টগ্রামের কোটা আন্দোলনের একটি ভিডিওকে এই ভুয়া দাবিতে প্রচার করা হয়েছে। 

এ বিষয়ে অনুসন্ধানে, জাতীয় মূলধারার গণমাধ্যম যমুনা টেলিভিশনের ইউটিউব চ্যানেলে এ বছরের ১৮ জুলাই প্রকাশিত একটি নিউজ রিপোর্টের ভিডিওর সঙ্গে আলোচিত ভিডিওটির দৃশ্যের মিল পাওয়া যায়। ভিডিওর ক্যাপশন থেকে জানা যায়, এটি এক বছর আগে, ২০২৪ সালের ১৮ জুলাই চট্টগ্রামে শিক্ষার্থীদের আন্দোলনের দৃশ্য।

Comparison: Rumor Scanner 

যমুনা টেলিভিশনের ভিডিও প্রতিবেদনে উল্লেখ করা হয়, এক বছর আগে এই দিনে চট্টগ্রাম ছিল উত্তাল। শহরের বিভিন্ন প্রবেশপথ ও মোড়ে মোড়ে সংঘটিত হয় হামলা, গুলি ও সংঘর্ষ। দাবানলের মতো ছড়িয়ে পড়ে আন্দোলনের উত্তাপ। জীবনের ঝুঁকি নিয়ে রাজপথে নামা চট্টগ্রামের শিক্ষার্থীরা সেই দিনের ভয়াবহ অভিজ্ঞতার কথা তুলে ধরেন প্রতিবেদনে।

ভিডিও দুটি বিশ্লেষণে দেখা যায়, যমুনা টেলিভিশনের প্রকাশিত ভিডিও এবং আলোচিত দাবির সঙ্গে প্রচারিত ভিডিওর  মধ্যে বেশ কিছু ভিজ্যুয়াল সামঞ্জস্য রয়েছে। এর মধ্যে দুজন পুলিশ সদস্যের গুলি ছোঁড়ার দৃশ্য এবং ভিডিও ফ্রেমের ডান পাশে থাকা লাল রঙের ভবন উল্লেখযোগ্য। এসব সামঞ্জস্যের ভিত্তিতে নিশ্চিত হওয়া যায়, প্রচারিত ভিডিওটি মূলত চট্টগ্রামে কোটা আন্দোলন চলাকালীন সময়ের দৃশ্য।

তাছাড়া, সাম্প্রতিক সময়ে চট্টগ্রামে শিক্ষার্থীদের এমন কোনো আন্দোলনের খবর পাওয়া যায়নি। 

সুতরাং, শিক্ষকদের দাবি আদায়ে চট্টগ্রামের শিক্ষার্থীরা রাজপথে নেমেছে দাবিতে গত বছর চট্টগ্রামের কোটা আন্দোলনের ভিডিও প্রচার করা হয়েছে; যা মিথ্যা।

তথ্যসূত্র 

আরও পড়ুন

spot_img