গত ১৫ অক্টোবর চট্টগ্রাম সেনানিবাসস্থ দি ইস্ট বেঙ্গল রেজিমেন্টাল সেন্টারে (ইবিআরসি) বাংলাদেশ সেনাবাহিনীর ইস্ট বেংগল রেজিমেন্টের রিক্রুট ব্যাচ-২০২৫ এর সেনাবাহিনী প্রধান কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। এই অনুষ্ঠানের ছবি ব্যবহার করে দাবি করা হচ্ছে, সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান গৃহবন্দী থাকায় এই কুচকাওয়াজে উপস্থিত ছিলেন না।

উক্ত দাবির ফেসবুক পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, এই কুচকাওয়াজে সাধারণত সেনাপ্রধান উপস্থিত থাকেন না এবং তিনি গৃহবন্দী এমন দাবিটিও সঠিক নয় বরং পূর্বঘোষিত কর্মসূচী অনুযায়ী তিনি ১৬ অক্টোবর ঠাকুরগাঁও বিমানবন্দর পরিদর্শনে গিয়েছেন।
এ বিষয়ে অনুসন্ধানে বাংলাদেশ সেনাবাহিনীর ফেসবুক পেজে গত ১৫ অক্টোবর প্রকাশিত এক পোস্ট থেকে জানা যায়, চট্টগ্রামের আলোচিত অনুষ্ঠানটিতে প্রধান অতিথি হিসেবে সেনাবাহিনীর কোয়ার্টার মাস্টার জেনারেল লেফটেন্যান্ট জেনারেল মো. ফয়জুর রহমান উপস্থিত থেকে কুচকাওয়াজ পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করেন। অনুষ্ঠানে সেনাপ্রধান উপস্থিত ছিলেন না। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর সূত্রে জানা যায়, গত বছরের ০৫ নভেম্বর ২০২৪ রিক্রুট ব্যাচের কুচকাওয়াজেও সেনাপ্রধান উপস্থিত ছিলেন না। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বাংলাদেশ সেনাবাহিনীর চীফ অব জেনারেল স্টাফ (সিজিএস) লেফটেন্যান্ট জেনারেল মিজানুর রহমান শামীম, বিপি, ওএসপি, বিএএম, এনডিসি, পিএসসি উপস্থিত থেকে কুচকাওয়াজ পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করেন। এমনকি ২০২৩ সালের ২০২৩ রিক্রুট ব্যাচের কুচকাওয়াজেও সেনাপ্রধান উপস্থিত ছিলেন না।
অর্থাৎ, এই অনুষ্ঠানে সেনাপ্রধানের উপস্থিত থাকার রেওয়াজ নেই।
পরবর্তীতে সেনাপ্রধানের গৃহবন্দী থাকার দাবিটির বিষয়ে অনুসন্ধানে জানা যায়, প্রচারিত পোস্টগুলোর পূর্বেই গত ১৪ অক্টোবরের কিছু পোস্ট (এখানে, এখানে) পাওয়া যায়, যেগুলোতে বলা হয়, সেনাপ্রধান বৃহস্পতিবার (১৬ অক্টোবর) ঠাকুরগাঁও বিমানবন্দর পরিদর্শনে যাবেন। সে মোতাবেক কিওয়ার্ড সার্চ করে মূল ধারার গণমাধ্যম এনটিভির ফেসবুক পেজে ১৬ অক্টোবর দুপুরের একটি লাইভ ভিডিও পাওয়া যায়। ভিডিওর বর্ণনা থেকে জানা যায়, সেদিন ঠাকুরগাঁও বিমানবন্দর পরিদর্শনে আসেন সেনাপ্রধান। এরপর তিনি সৈয়দপুরের উদ্দেশ্যে রওনা দেন।

অর্থাৎ, সেনাপ্রধান গৃহবন্দী এমন দাবিটিও ভিত্তিহীন।
সুতরাং, সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান গৃহবন্দী শীর্ষক দাবিটি মিথ্যা।
তথ্যসূত্র
- NTV: Live Video