ওয়ানডেতে প্রথমবারের মত আফগানিস্তানের কাছে হোয়াইটওয়াশ হয়েছে বাংলাদেশ ক্রিকেট দল। গত ১৪ অক্টোবর সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে আফগানদের কাছে ২০০ রানের বড় ব্যবধানে হারে বাংলাদেশ। এরই প্রেক্ষিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়েছে যাতে সাবেক ক্রিকেটার মাহমুদউল্লাহ রিয়াদ লাইভে এসে বাংলাদেশের এই হার নিয়ে বিরূপ মন্তব্য করেছেন।

এরূপ দাবিতে টিকটকে প্রচারিত পোস্ট দেখুন এখানে।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, আফগানিস্তানের কাছে বাংলাদেশের হোয়াইটওয়াশে মাহমুদউল্লাহ কোনো মন্তব্য করেননি বরং, জুলাইয়ের পুরোনো ও ভিন্ন প্রসঙ্গের ভিডিও ব্যবহার করে ভুয়া দাবিটি প্রচার করা হয়েছে।
এ বিষয়েে অনুসন্ধানে মাহমুদউল্লাহ রিয়াদের ফেসবুক পেজে গত ২৬ জুলাই প্রচারিত একটি ভিডিওর সাথে আলোচিত ভিডিওর মিল পাওয়া যায়।

ভিডিওর ক্যাপশন এবং মাহমুদউল্লাহ রিয়াদের বক্তব্য থেকে জানা যায়, প্রবাস বাংলা প্রিমিয়ার লীগ ২০২৫” এর “ব্রান্ড অ্যাম্বাসেডর” হিসেবে যুক্ত হয়েছেন তিনি। সৌদি আরবের রিয়াদে ১৫ আগস্ট থাকবেন জানিয়ে ভিডিওতে বক্তব্য দেন রিয়াদ।
অর্থাৎ, পুরোনো ভিডিওর সাথে আলোচিত দাবির কোনো প্রকার সম্পর্ক নেই।
এছাড়া, প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করলেও আলোচিত দাবির সপক্ষে মূলধারার গণমাধ্যম বা নির্ভরযোগ্য সূত্রে কোনো তথ্যপ্রমাণ পাওয়া যায়নি।
সুতরাং, আফগানিস্তানের কাছে বাংলাদেশের হোয়াইটওয়াশে মাহমুদউল্লাহর মন্তব্য দাবিতে পুরোনো ভিডিও প্রচার করা হয়েছে; যা মিথ্যা।
তথ্যসূত্র
- Mahmudullah Riyad: Facebook Video