বিশ্বের সেরা জ্ঞানী ব্যক্তিদের তালিকায় জাকির নায়েকের নাম আসার দাবিটি মিথ্যা

সম্প্রতি “বিশ্বের সেরা জ্ঞানী ব্যাক্তিদের তালিকায় আলেম ডাঃ জাকির নাইক” শীর্ষক একটি তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচারিত হচ্ছে। 

ফেসবুকে প্রচারিত এরকম কিছু পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে, এবং এখানে
 পোস্টগুলোর আর্কাইভ ভার্সন দেখুন এখানে, এখানে, এখানে, এবং এখানে

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, বিশ্বের সেরা জ্ঞানী ব্যক্তিদের তালিকায় জাকির নায়েকের নাম আসে নি এবং উক্ত দাবির কোনো সত্যতা পাওয়া যায় নি এবং ২০১৫ সালের “ইসলামের প্রতি সেবা” ক্যাটাগরিতে মুসলিম বিশ্বের সর্বোচ্চ সম্মানজনক পুরস্কার কিং ফয়সাল আন্তর্জাতিক পুরস্কার প্রাপ্তির সময়কার একটি ছবি ব্যবহার করে উক্ত দাবিতে প্রচার করা হচ্ছে। 

অনুসন্ধানে জানা যায়, আন্তর্জাতিক কোনো সংস্থা বিশ্বের সেরা জ্ঞানী ব্যক্তিদের কোনো তালিকা প্রকাশ করে না। কোনো গ্রহণযোগ্য সূত্র হতেও বিশ্বের সবচেয়ে জ্ঞানী ব্যক্তিদের কোনো তালিকা পাওয়া যায় নি।

তবে বিশ্বের বুদ্ধিমান ব্যক্তি, প্রভাবশালী ব্যক্তি ইত্যাদি ক্যাটাগরিতে বিভিন্নসময় বিভিন্ন তালিকা পাওয়া যায়। কিন্তু জ্ঞানী ব্যক্তিদের নামের তালিকার কোনো অস্তিত্ব পাওয়া যায় নি।

ছবি যাচাই

রিভার্স ইমেজ সার্চের মাধ্যমে ভারতের অনলাইন গণমাধ্যম Firstpost এ ২০১৬ সালের ৩০ জুলাই “Behind the Shah Faisal Award: Zakir Naik among awardees who promoted political Islamism” শীর্ষক শিরোনামের একটি সংবাদ পাওয়া যায়। উক্ত সংবাদে ব্যবহৃত ছবির সাথে ‘জ্ঞানী ব্যক্তিদের তালিকায় জাকির নায়েক’ দাবিতে প্রচারিত ছবির মিল খুঁজে পাওয়া যায়।

উক্ত সংবাদ হতে জানা যায়,
Zakir Naik was accorded the 2015 King Faisal International Prize (KFIP) for his “Service to Islam”.

অর্থাৎ, জাকির নায়েক ২০১৫ সালে “ইসলামের প্রতি সেবা” ক্যাটাগরিতে কিং ফয়সাল আন্তর্জাতিক পুরস্কার প্রাপ্ত হয়েছেন।

উক্ত সংবাদ ও ছবি দেখে নিশ্চিত হওয়া যায়, জাকির নায়েক ইসলামের প্রতি সেবা ক্যাটাগরিতে কিং ফয়সাল আন্তর্জাতিক পুরস্কার পেয়েছেন। বিশ্বের জ্ঞানী ব্যক্তিদের তালিকায় নাম আসা উপলক্ষে নয়।

এছাড়াও, কি ওয়ার্ড সার্চের মাধ্যমে ভারতীয় গণমাধ্যম The Times of India তে ২০১৫ সালের ১২ অক্টোবর প্রকাশিত “22 Indians among world’s influential Muslims” বা ‘বিশ্বের প্রভাবশালী ২২ জন ভারতীয় মুসলিম’ (অনুবাদিত) শীর্ষক শিরোনামের একটি সংবাদ পাওয়া যায়। উক্ত সংবাদ পর্যবেক্ষণ করে দেখা যায়, বিশ্বের প্রভাবশালী ২২ জন ভারতোয় মুসলিমের তালিকায় ড. জাকির নায়েকের নাম রয়েছে।

এছাড়াও, অনুসন্ধানে জর্দানের আম্মান-ভিত্তিক একটি আন্তর্জাতিক বেসরকারি প্রতিষ্ঠান দ্য রয়াল ইসলামিক স্ট্র্যাটেজিক স্টাডিজ সেন্টার (আরআইএসএসসি) “দ্য মুসলিম ৫০০: বিশ্বের সেরা ৫০০ প্রভাবশালী মুসলিম” শীর্ষক শিরোনামের একটি বই প্রকাশ করে। বইটির  ২০১৬ সংস্করণের ২০৭ নং পৃষ্ঠায় জাকির নায়েকের নাম পাওয়া যায়। 

তবে দ্য রয়াল ইসলামিক স্ট্র্যাটেজিক স্টাডিজ সেন্টারের তালিকাটি বিশ্বের সেরা জ্ঞানী ব্যক্তির তালিকা নয়, বরং বিশ্বের সেরা ৫০০ জন প্রভাবশালী মুসলিমের তালিকা।

মূলত, ২০১৫ সালে জাকির নায়েক ‘ইসলামের প্রতি সেবা’ ক্যাটাগরিতে সৌদি আরবের সম্মানজনক কিং ফয়সাল আন্তর্জাতিক পুরস্কার প্রাপ্ত হন। উক্ত অনুষ্ঠানের একটি ছবিকে ব্যবহার করে “বিশ্বের জ্ঞানী ব্যক্তিদের নামের তালিকায় জাকির” নায়েক শীর্ষক দাবিতে প্রচার করা হচ্ছে। তবে রিউমর স্ক্যানারের অনুসন্ধানে দেখা যায়, আন্তর্জাতিক কোনো সংস্থা বিশ্বের সেরা জ্ঞানী ব্যক্তিদের কোনো তালিকা প্রকাশ করে না। কোনো গ্রহণযোগ্য সূত্র হতেও বিশ্বের সবচেয়ে জ্ঞানী ব্যক্তিদের কোনো তালিকা পাওয়া যায় নি।

উল্লেখ্য, জাকির নায়েক একজন ইসলামিক বক্তা যিনি টেলিভিশনে ধর্মপ্রচার করেন, ইসলামিক রিসার্চ ফাউন্ডেশন অব ইন্ডিয়া এর প্রেসিডেন্ট, এবং পিস টিভি নেটওয়ার্ক এর প্রতিষ্ঠাতা।

সুতরাং, বিশ্বের সেরা জ্ঞানী ব্যক্তিদের তালিকায় জাকির নায়েকের নাম আসার দাবিটি মিথ্যা।

তথ্যসূত্র

আরও পড়ুন

spot_img