সম্প্রতি, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র সামান্তা শারমিনের বাসা থেকে সিন্দুক ও বস্তা ভর্তি টাকা উদ্ধার দাবিতে একটি ভিডিও ইন্টারনেটে প্রচার করা হয়েছে।

উক্ত দাবিতে ইউটিউবে প্রচারিত ভিডিও দেখুন এখানে (আর্কাইভ),
ফেসবুকে প্রচারিত ভিডিও দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)
টিকটকে প্রচারিত ভিডিও দেখুন এখানে (আর্কাইভ)।
ইনস্টাগ্রামে প্রচারিত ভিডিও দেখুন এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, এনসিপি নেত্রী সামান্তা শারমিনের বাসা থেকে সিন্দুক ও বস্তা ভর্তি টাকা উদ্ধারের কোনো ঘটনা ঘটেনি এবং তাকে গ্রেফতারও করা হয়নি। প্রকৃতপক্ষে, ২০২০ সালের ফেব্রুয়ারিতে গেণ্ডারিয়া থানা আওয়ামী লীগের সাবেক নেতা এনামুল হক এনু ও তার ভাই রুপন ভূঁইয়ার একটি বাড়ি থেকে র্যাবের অভিযানে নগদ সাড়ে ২৬ কোটি টাকা, বৈদেশিক মুদ্রা, স্বর্ণালঙ্কার এবং ক্যাসিনো সরঞ্জাম উদ্ধারের ঘটনার সংবাদ ফুটেজ আলোচিত দাবিতে প্রচার করা হয়েছে। এছাড়া, সামান্তা শারমিন গ্রেফতার দাবিতে গত মে মাসে গ্রেফতারকৃত আওয়ামী লীগের নেত্রী রজনী আক্তার তুশির ছবিতে সামান্তা শারমিনের মুখমন্ডল বসিয়ে আলোচিত ছবিটি তৈরি করে প্রচার করা হয়েছে।
অনুসন্ধানের শুরুতে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওটি পর্যবেক্ষণ করে রিউমর স্ক্যানার। এতে টাকা উদ্ধারের কিছু ভিডিও ফুটেজ এবং একজন র্যাব সদস্য কর্তৃক সেই টাকা উদ্ধারের ঘটনা মিডিয়াকে বলছেন এমন একটি ফুটেজ দেখতে পাওয়া যায়। র্যাব সদস্যকে বলতে শুনা যায়, “নগদ ২৬ কোটি ৫৫ লক্ষ ৬’শ টাকা উদ্ধার করা হয়েছে। এই অপারেশন থেকে উদ্ধার করতে পেরেছি। এখন যে আইনগত প্রক্রিয়া, উদ্ধারকৃত জিনিসপত্র আমরা থানায় হ্যান্ডওভার করব।”
এরপর ভয়েসওভারে পুরুষ কন্ঠে বলা হয়, র্যাব ও পুলিশের অভিযানে এনসিপি নেত্রি সামান্তা শারমিনের বাসায় ৪ সিন্দুক ও বস্তাভর্তি টাকা পাওয়া গেছে। উক্ত ঘটনায় পাঁচ দিনের রিমান্ডে এনসিপি নেত্রী সামান্তা শারমিন। তার বাড়ি থেকে প্রায় ছাব্বিশ থেকে সাতাশ কোটি টাকার মতো পেয়েছে র্যাব।
টাকা উদ্ধারের ভিডিও ফুটেজ যাচাই
এই বিষয়ে অনুসন্ধানে ‘বাংলাভিশন’ -এর ইউটিউব চ্যানেলে ২০২০ সালের ২৫ ফেব্রুয়ারি ‘আওয়ামী লীগ নেতা এনু-রুপনের বাসায় টাকার পাহাড়’ শিরোনামে প্রচারিত একটি সংবাদ প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। প্রতিবেদনটিতে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওতে থাকা টাকা উদ্ধারের ফুটেজগুলো দেখতে পাওয়া যায়।

সংবাদ প্রতিবেদনটি থেকে জানা যায়, ২০২০ সালের আওয়ামী লীগ নেতা এনামুল হক এনু ও তার ভাই রুপন ভূঁইয়ার বাড়ি থেকে র্যাবের অভিযানে নগদ সাড়ে ২৬ কোটি ৫৫ লাখ টাকা ছাড়াও তাদের বাড়ি থেকে ৫ কোটি টাকার এফডিআর বিপুল পরিমাণ বিদেশি মুদ্রা ও স্বর্ণালঙ্কার উদ্ধার করা হয়েছিল।
সেই সময় এই বিষয় নিয়ে সময় টিভি ও ইনডিপেনডেন্ট টেলিভিশনের ইউটিউবে প্রচারিত সংবাদ প্রতিবেদন থেকেও প্রায় একই তথ্য জানা যায়।
এছাড়াও, যুগান্তর ও আরটিভির ওয়েবসাইটে সেই সময়ে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যায়, সেই সময় চলমান ক্যাসিনোবিরোধী অভিযানের অংশ হিসেবে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাজধানীর পুরান ঢাকায় র্যাব-৩-এর একটি দল ২০২০ সালের ২৪ ফেব্রুয়ারি রাত সাড়ে ১২টায় পুরান ঢাকার ১১৯/১ লালমোহন সাহা স্ট্রিটে ক্যাসিনোকাণ্ডে গ্রেপ্তার আওয়ামী লীগের সাবেক নেতা এনু-রুপনের একটি বাড়িতে অভিযান চালায়। ২৫ ফেব্রুয়ারি দুপুর দেড়টা পর্যন্ত টানা ১২ ঘণ্টা ধরে শ্বাসরুদ্ধকর এই অভিযান চলে।
অর্থাৎ, আলোচিত ভিডিওতে ব্যবহৃত টাকা উদ্ধারের ফুটেজের সাথে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র সামান্তা শারমিনের কোনো সম্পর্ক নেই।
এছাড়াও কি-ওয়ার্ড সার্চের মাধ্যমে গণমাধ্যম কিংবা অন্যকোনো নির্ভরযোগ্য সূত্রে সামান্তা শারমিনের বাড়ি থেকে বিপুল পরিমান টাকা উদ্ধারের বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি।
গ্রেফতারকৃত ছবি যাচাই
এই বিষয়ে অনুসন্ধানে সমকালের ওয়েবসাইটে চলতি বছরের ২৫ মে ‘নারায়ণগঞ্জ থেকে গ্রেপ্তার ঢাকা মহানগর আ.লীগ নেত্রী রজনী আক্তার’ শিরোনামে প্রচারিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। প্রতিবেদনে ব্যবহৃত ফিচার ইমেজে থাকা গ্রেফতারকৃত ব্যক্তির মুখমণ্ডল ব্যতিত বাকি অংশের সাথে আলোচিত দাবিতে প্রচারিত ছবিটির সাদৃশ্য লক্ষ্য করা যায়।

প্রতিবেদন থেকে জানা যায়, গত ২৪ মে শনিবার দিবাগত রাতে নারায়ণগঞ্জ সদর উপজেলার কাশিপুরের একটি ভাড়া করা বাড়ি থেকে আওয়ামী লীগের নেত্রী রজনী আক্তার তুশিকে গ্রেপ্তার করে পুলিশ।
এই বিষয়ে বাংলা ট্রিবিউনের ওয়েবসাইটে প্রকাশিত একটি প্রতিবেদনেও একই ছবি দেখতে পাওয়া যায়।
অর্থাৎ, গত মে মাসে গ্রেপতারকৃত আওয়ামী লীগের নেত্রী রজনী আক্তার তুশির ছবিতে সামান্তা শারমিনের মুখমন্ডল বসিয়ে আলোচিত ছবিটি তৈরি করে প্রচার করা হয়েছে। তাছাড়া, যেহেতু সামান্তা শারমিনকে গ্রেফতারই করা হয়নি সেহেতু তাকে পাঁচ দিনের রিমান্ডে নেওয়ার দাবিটিও অবান্তর।
সুতরাং, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র সামান্তা শারমিনের বাসা থেকে সিন্দুক ও বস্তা ভর্তি টাকা উদ্ধার এবং তাকে গ্রেফতার করা হয়েছে শীর্ষক দাবিগুলো সম্পূর্ণ মিথ্যা।
তথ্যসূত্র
- BanglaVision NEWS : আওয়ামী লীগ নেতা এনু-রুপনের বাসায় টাকার পাহাড়
- SOMOY TV : এনু ও রূপনের বাড়িতে কী পেল র্যাব?
- Independent Television : নগদ ২০ কোটি টাকা, ৫ কোটির এফডিআর ও বিপুল স্বর্ণ জব্দ
- Jugantor : এনু-রুপনের ‘টাকার গোডাউনে’ অভিযান: সিন্দুকে ২৭ কোটি টাকা
- Rtv : এনামুল-রুপনের বাসায় সাড়ে ২৬ কোটি টাকা, এক কেজি স্বর্ণ উদ্ধার (ভিডিও)
- Samakal : নারায়ণগঞ্জ থেকে গ্রেপ্তার ঢাকা মহানগর আ.লীগ নেত্রী রজনী আক্তার
- Bangla Tribune : আ.লীগ নেত্রীকে অবরুদ্ধ করে পুলিশে সোপর্দ