গত ১১ আগস্ট থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি ভিডিও প্রচার করে দাবি করা হচ্ছে, চট্টগ্রামের বন্দর এলাকায় একটি আবাসিক ভবনে বোমা বিস্ফোরণ হয়েছে। ভিডিওটিতে রাতের আঁধারে কথিত ওই ভবনটিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের দৃশ্য দেখা যায়।

ফেসবুকে প্রচারিত এমন ভিডিও দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, আলোচিত ভিডিওটি চট্টগ্রামের নয় এবং চট্টগ্রাম বন্দর এলাকায় আবাসিক ভবনে বোমা বিস্ফোরণের কোনো ঘটনাই ঘটেনি। প্রকৃতপক্ষে, ২০২৩ সালের এপ্রিলে রাজধানীর ওয়ারী এলাকায় একটি বেবি শপে আগুন লাগার ভিডিওকে আলোচিত দাবিতে প্রচার করা হয়েছে।
আলোচিত ভিডিওটির বিষয়ে অনুসন্ধানে এটির কয়েকটি কী-ফ্রেম রিভার্স ইমেজ সার্চের মাধ্যমে ‘জয় বাংলা’ নামের একটি ফেসবুক পেজে ২০২৩ সালের ১৮ এপ্রিল প্রচারিত একটি ভিডিওর সন্ধান পাওয়া যায়।
ভিডিওটি পর্যালোচনা করে দেখা যায়, ভিডিওটি আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওর সাথে হুবহু মিল না থাকলেও দুটো ভিডিও-ই একই ঘটনার। উভয় ভিডিওতেই আগুন লাগা ভবনের সামনের ভবনের সাদৃশ্য লক্ষ্য করা যায়। এছাড়াও দুটি ভিডিওতেই একই ব্যক্তির ব্যানার দেখতে পাওয়া যায়। ঘটনাস্থল থেকে ভিডিও ধারণকারী ক্যামেরাগুলোর দূরত্বের কারণে ব্যানারটি একেক ভিডিওতে একেক দূরত্বে দেখতে পাওয়া যায়।

এছাড়াও ভিডিওটির শিরোনাম থেকে জানা যায়, এটি চট্টগ্রামের কোনো আবাসিক ভবনে বোমা বিস্ফোরণের ঘটনার নয়, বরং সেবছরের ১৭ এপ্রিল দিবাগত রাত প্রায় দুইটার দিকে রাজধানীর ওয়ারী এলাকার একটি বেবি শপে আগুন লাগার ঘটনার দৃশ্য।
প্রাপ্ত তথ্যের সূত্র ধরে কি-ওয়ার্ড সার্চের মাধ্যমে ইলেকট্রনিক গণমাধ্যম যমুনা টেলিভিশনের ইউটিউব চ্যানেলে ২০২৩ সালের ১৮ এপ্রিল রাজধানীর ওয়ারীতে বেবি শপে আগুন; ব্যাপক ক্ষয়ক্ষতি শীর্ষক শিরোনামে একই ঘটনায় প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়।
উক্ত প্রতিবেদনটি থেকে জানা যায়, প্রাথমিক ধারণা অনুযায়ী ট্রান্সফরমার বিস্ফোরণ থেকেই উক্ত অগ্নিকাণ্ডের সূত্রপাত। এ ঘটনায় কেউ হতাহত না হলেও আর্থিকভাবে ব্যাপক ক্ষয়ক্ষতি হওয়ার কথা জানা যায় প্রতিবেদনটি থেকে।
পাশাপাশি কি-ওয়ার্ড সার্চের মাধ্যমে গণমাধ্যম কিংবা অন্যকোনো নির্ভরযোগ্য সূত্রে গত ১১ আগস্ট কিংবা সাম্প্রতিক সময়ে চট্টগ্রামের বন্দর এলাকায় আবাসিক ভবনে বোমা বিস্ফোরণের তথ্য পাওয়া যায়নি।
সুতরাং, রাজধানীর ওয়ারীতে বেবি শপে আগুন লাগার পুরোনো ভিডিওকে সাম্প্রতিক সময়ে চট্টগ্রামের বন্দর এলাকায় আবাসিক ভবনে বোমা বিস্ফোরণের দাবিতে প্রচার করা হচ্ছে; যা সম্পূর্ণ মিথ্যা।
তথ্যসূত্র
- জয় বাংলা Facebook Page Post
- Jamuna TV Youtube Channel: রাজধানীর ওয়ারীতে বেবি শপে আগুন; ব্যাপক ক্ষয়ক্ষতি
- Rumor Scanner’s Analysis