সম্প্রতি, “আমাদের নিরাপত্তা নিয়ে আমরা উদ্বিগ্ন” শিরোনামে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলমের করা মন্তব্য দাবিতে মূলধারার গণমাধ্যম দৈনিক ইত্তেফাকের লোগো সংবলিত ফটোকার্ড সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার করা হয়েছে।

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন: এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রেস সচিব শফিকুল আলম “আমাদের নিরাপত্তা নিয়ে আমরা উদ্বিগ্ন” বলে কোনো মন্তব্য করেননি এবং দৈনিক ইত্তেফাকও আলোচিত মন্তব্য সংবলিত কোনো ফটোকার্ড প্রকাশ করেনি। প্রকৃতপক্ষে, দৈনিক ইত্তেফাকের ফেসবুক পেজে প্রকাশিত ভিন্ন একটি ফটোকার্ড ডিজিটাল প্রযুক্তির সহায়তায় সম্পাদনার মাধ্যম আলোচিত দাবি সম্বলিত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।
এ বিষয়ে অনুসন্ধানের শুরুতে আলোচিত ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে দেখা যায়, ফটোকার্ডটিতে দৈনিক ইত্তেফাকের লোগো রয়েছে। তবে, ফটোকার্ডটিতে এটি প্রকাশের কোনো তারিখ দেখতে পাওয়া যায়নি।
উক্ত তথ্যাবলীর সূত্র ধরে ইত্তেফাকের ফেসবুক পেজে প্রচারিত ফটোকার্ডগুলো পর্যবেক্ষণ করে সাম্প্রতিক সময়ে আলোচিত শিরোনাম সংবলিত কোনো ফটোকার্ড খুঁজে পাওয়া যায়নি। এছাড়া, ইত্তেফাকের ওয়েবসাইট ও ইউটিউব চ্যানেলে উক্ত দাবির বিষয়ে কোনো সংবাদ খুঁজে পাওয়া যায়নি।
তবে, দৈনিক ইত্তেফাকের ফেসবুক পেজে গত ০৮ অক্টোবর প্রকাশিত একটি ফটোকার্ড খুঁজে পাওয়া যায়। যেটির সাথে আলোচিত ফটোকার্ডটির আংশিক মিল লক্ষ্য করা যায়।

উক্ত ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে দেখা যায়, এটির সাথে প্রচারিত ফটোকার্ডে ইত্তেফাকের ডিজাইন, লোগো এবং শফিকুল আলমের ছবির মিল রয়েছে, তবে উভয়ের শিরোনামে ভিন্নতা রয়েছে। মূলত, ‘শহিদুল আলমের নিরাপত্তা নিয়ে আমরা উদ্বিগ্ন’ শিরোনামে শফিকুল আলমের মন্তব্য সম্বলিত মূল ফটোকার্ডের স্থলে ডিজিটাল প্রযুক্তির সহায়তায় ‘আমাদের নিরাপত্তা নিয়ে আমরা উদ্বিগ্ন’ শীর্ষক মন্তব্য প্রতিস্থাপন করে আলোচিত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।
পাশাপাশি, দৈনিক ইত্তেফাকের মূল ফটোকার্ডটিতে আলোকচিত্রী ও মানবাধিকারকর্মী শহিদুল আলমের ছবি থাকলেও আলোচিত ফটোকার্ডে তা নেই।
অর্থাৎ, ইত্তেফাকের এই ফটোকার্ডটি সম্পাদনা করেই আলোচিত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।
ইত্তেফাকের মূল ফটোকার্ডটির মন্তব্যের ঘরে সংযুক্ত প্রতিবেদন থেকে জানা যায়, আলোকচিত্রী ও মানবাধিকারকর্মী শহিদুল আলম ইসরায়েলি বাহিনীর হাতে আটক হওয়ায় গভীর উদ্বেগ ও তার প্রতি সহমর্মিতা প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। নিজের ভেরিফায়েড ফেসবুক প্রোফাইলে এক পোস্টে তিনি লিখেছেন, শহিদুল আলম যে নৌবহরে ছিলেন, ইসরায়েলি বাহিনী তা আটক করেছে। শহিদুল জানিয়েছেন, তারা এখন ইসরায়েলি দখলদার বাহিনীর হাতে অপহৃত অবস্থায় আছেন।
এছাড়াও, অন্য কোনো গণমাধ্যম কিংবা নির্ভরযোগ্য সূত্রে আলোচিত দাবির সত্যতা পাওয়া যায়নি।
সুতরাং, প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম ‘আমাদের নিরাপত্তা নিয়ে আমরা উদ্বিগ্ন’ শিরোনামে দৈনিক ইত্তেফাকের নামে প্রচারিত ফটোকার্ডটি সম্পাদিত।