গত ২৫ সেপ্টেম্বর এশিয়া কাপের সুপার ফোর পর্বের ম্যাচে পাকিস্তানের বিপক্ষে হেরে আসর থেকে বিদায় নেয় বাংলাদেশ। এরই প্রেক্ষিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে দাবি করা হচ্ছে, বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল বাংলাদেশের ক্রিকেটারদের বেতন ছয় মাস বন্ধ রাখার ঘোষণা দিয়েছেন।

উক্ত দাবির ফেসবুক পোস্ট দেখুন এখানে, এখানে৷
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, এশিয়া কাপ ব্যর্থতায় বাংলাদেশের ক্রিকেটারদের বেতন ছয় মাস বন্ধ থাকার ঘোষণা দেননি বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল বরং, সার্কাজম বা স্যাটায়ার ফেসবুক পেজ থেকে দাবিটি ছড়িয়ে পড়ার পর সত্য দাবিতেও প্রচার হতে দেখা গেছে।
এ বিষয়ে অনুসন্ধানে দাবিটির সূত্রপাত হিসেবে গত ২৬ সেপ্টেম্বর Janina Television নামে একটি ফেসবুক পেজের পোস্ট খুঁজে পাওয়া যায়। পেজটি পর্যালোচনা করে দেখা যায়, এর বায়োতে লেখা রয়েছে যে এটি একটি বিনোদনমূলক পেজ।

অর্থাৎ, সূত্রবিহীন দাবিটি বিনোদনের উদ্দেশ্যেই প্রচার করা হয়। তবে ভাইরাল এই পোস্টটি যে পরবর্তীতে অনেক নেটিজেনের কাছেই সত্য হিসেবে বিভ্রান্তির তৈরি করেছে তা স্পষ্ট কিছু পোস্টের ক্যাপশনেই৷ কতিপয় পোস্টে কাজটা ঠিক হয়েছে জানিয়ে বাহবা দেওয়া হয়েছে, আবার কতিপয় পোস্টে এটি যে স্যাটায়ার পেজের পোস্ট তা উল্লেখ না করেই প্রচার করা হয়েছে।
তবে অনুসন্ধানে গণমাধ্যম বা নির্ভরযোগ্য সূত্রে এমন কোনো সিদ্ধান্তের বিষয়ে জানা যায়নি। বিসিবি বা অন্য কোনো ক্রিকেট বোর্ডেও কোনো টুর্ণামেন্টে ব্যর্থতার জেরে সাধারণত এই ধরণের সিদ্ধান্তের রেওয়াজও নেই।
সুতরাং, এশিয়া কাপ ব্যর্থতায় বাংলাদেশের ক্রিকেটারদের বেতন ছয় মাস বন্ধ থাকার ঘোষণা দিয়েছেন বিসিবি সভাপতি শীর্ষক দাবিটি মিথ্যা।
তথ্যসূত্র
- Rumor Scanner’s own analysis