ব্যারিস্টার সুমনের জামিন মঞ্জুর হওয়ার ভুয়া তথ্য প্রচার

সম্প্রতি ‘আলহামদুলিল্লাহ সৈয়দ সায়েদুল হক সুমন স্থায়ী জামিন পেয়েছেন।’ শীর্ষক একটি তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে। 

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)৷

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনের স্থায়ী জামিন মঞ্জুরের তথ্যটি সঠিক নয়। প্রকৃতপক্ষে, সৈয়দ সায়েদুল হক সুমনের নামে পরিচালিত একটি ভুয়া ফেসবুক পেজের পোস্টকে আসল দাবিতে প্রচার করা হয়েছে।

এ বিষয়ে অনুসন্ধানের শুরুতে প্রচারিত পোস্টগুলো পর্যবেক্ষণ করে দেখা যায়, এসব পোস্টে সৈয়দ সায়েদুল হক সুমন নামক একটি ফেসবুক পেজ থেকে ‘আলহামদুলিল্লাহ স্থায়ী জামিন মঞ্জুর হয়েছে।’ শীর্ষক একটি পোস্ট শেয়ার করা হয়েছে বা তথ্যসূত্র হিসেবে উক্ত পোস্টের লিংক যুক্ত করা হয়েছে। 

উক্ত পেজটি পর্যবেক্ষণ করা দেখা যায় , গত ২১ অক্টোবর পেজটি চালু হয়, যখন সুমন কারাগারেই ছিলেন।  

পরবর্তীতে, সৈয়দ সায়েদুল হক সুমনের মূল ফেসবুক পেজ পর্যবেক্ষণ করে আলোচিত দাবি সংক্রান্ত কোনো তথ্য খুঁজে পাওয়া যায়নি।

এছাড়া, ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনের মতো রাজনৈতিক ব্যক্তিত্বের স্থায়ী জামিন মঞ্জুর হলে এ বিষয়ে দেশের গণমাধ্যমগুলোতে গুরুত্ব সহকারে সংবাদ প্রচার হওয়ার কথা। কিন্তু, গণমাধ্যম কিংবা সংশ্লিষ্ট বিশ্বস্ত কোনো সূত্রে আলোচিত দাবির সপক্ষে কোনো সংবাদ বা তথ্য পাওয়া যায়নি।

উল্লেখ্য, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার অভিযোগে দায়ের করা মামলায় গত ৭ এপ্রিল ব্যারিস্টার সুমনের জামিন নামঞ্জুর করে আলাদত তাকে কারাগারে প্রেরণ করেছে। 

সুতরাং, ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনের স্থায়ী জামিন মঞ্জুর হয়েছে দাবিতে প্রচারিত তথ্যটি মিথ্যা।

তথ্যসূত্র

আরও পড়ুন

spot_img