আগামী জাতীয় সংসদ নির্বাচনে ২৩৭ আসনে প্রার্থী ঘোষণা করেছে বিএনপি। আজ (০৩ নভেম্বর) এই ঘোষণা দেওয়া হয়। এরই প্রেক্ষিতে সামাজিক যোগাযোগ মাধ্যমের কিছু পোস্টে দাবি করা হচ্ছে, কুমিল্লা-৬ আসন থেকে বিএনপির মনোনয়ন পেয়েছেন মনিরুল হক সাক্কু।

উক্ত দাবির ফেসবুক পোস্ট দেখুন এখানে, এখানে।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, কুমিল্লা-৬ আসন থেকে মনিরুল হক সাক্কু বিএনপির মনোনয়ন পাননি বরং এই আসনে দলটির মনোনয়ন পেয়েছেন মনিরুল হক চৌধুরী। দু’জন ভিন্ন ব্যক্তি।
এ বিষয়ে অনুসন্ধানে কুমিল্লার স্থানীয় গণমাধ্যম Cumilla24 tv এর ফেসবুক পেজে আজকের প্রার্থী ঘোষণার কুমিল্লা অংশের ভিডিও ফুটেজটি খুঁজে পাওয়া যায়। ভিডিওতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে বলতে শোনা যায়, কুমিল্লা-৬ আসনে মনোনয়ন দেওয়া হয়েছে মনিরুল হক চৌধুরীকে।
বিএনপির মিডিয়া সেলের ফেসবুক পেজে প্রকাশিত মনোনয়ন তালিকায়ও একই নাম খুঁজে পাওয়া যায়।

অর্থাৎ, কুমিল্লা-৬ আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন মনিরুল হক চৌধুরী।
উল্লেখ্য, কুমিল্লা সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মনিরুল হক সাক্কুও এবার বিএনপির মনোনয়ন প্রত্যাশী ছিলেন। এই দুই নেতার নামের মিলের কারণে মনোনয়ন নিয়ে ভুয়া দাবিগুলো প্রচার হয়ে থাকতে পারে বলে প্রতীয়মান হয়।

সুতরাং, কুমিল্লা-৬ আসন থেকে মনিরুল হক সাক্কু বিএনপির মনোনয়ন পেয়েছেন শীর্ষক দাবিটি মিথ্যা।
তথ্যসূত্র
- BNP Media Cell: Facebook Post





