অতি সম্প্রতি, “মোগলা বাজার উপজেলা ৭ নং ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক সোহাগ আহাম্মদ কে রাস্তার উপরে কু*পি*য়ে হ*ত্যা করেছে বিএনপির সন্ত্রাসী বাহিনী।” শীর্ষক ক্যাপশনে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।

উক্ত দাবির ফেসবুক ভিডিও দেখুন এখানে, এখানে, এখানে, এখানে।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, আলোচিত ভিডিওটির সাথে রাজনৈতিক কোনো ঘটনার সম্পর্ক নেই বরং ০২ নভেম্বর সিলেটে সড়ক দুর্ঘটনায় এক ব্যক্তির নিহতের ভিডিওকে উক্ত দাবিতে প্রচার করা হয়েছে।
এ বিষয়ে অনুসন্ধানে ‘সিলেটের ম্যাগাজিন’ নামের একটি ফেসবুক পেজে ০২ নভেম্বর রাতে প্রকাশিত একটি লাইভ ভিডিওর সাথে আলোচিত ভিডিওটির মিল খুঁজে পাওয়া যায়।

ভিডিওটির ক্যাপশন থেকে জানা যায়, সিলেট–সুনামগঞ্জ সড়কে প্রাণ হারিয়েছেন ছাতকের রাধনগরের সাঈদ নামে এক ব্যক্তি। ৭নং মোগলগাঁও ইউনিয়নের হাউসা এলাকায় ঘটে এই ঘটনা। এটি ঘটনাস্থলের দৃশ্য।
সিলেটের স্থানীয় সংবাদমাধ্যম সিলেট সংবাদ সূত্রে জানা যাচ্ছে, সিলেট-সুনামগঞ্জ সড়কের হাউসা এলাকায় সড়ক দুর্ঘটনায় নিহত এই ব্যক্তির নাম সাঈদ আহমদ। তিনি ছাতক উপজেলার রাধানগর গ্রামের বাসিন্দা মতিউর রহমানের পুত্র।
অর্থাৎ, এটি কোনো রাজনৈতিক হামলার ঘটনা নয়।
সুতরাং, সিলেটে সড়ক দুর্ঘটনায় সাধারণ ব্যক্তির নিহতের ভিডিওকে বিএনপি নেতাকর্মীদের হামলায় ছাত্রলীগের নেতা নিহত দাবিতে প্রচার করা হয়েছে; যা মিথ্যা।
তথ্যসূত্র
- সিলেটের ম্যাগাজিন: Facebook Live





