সম্প্রতি, ‘দেখা মিললো শেখ হাসিনার’ শীর্ষক দাবিতে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত ভিডিওটি দেখুন এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, এটি সাম্প্রতিক সময়ে শেখ হাসিনার প্রকাশ্যে আসার ভিডিও নয়। প্রকৃতপক্ষে, এটি শেখ হাসিনার ২০১৯ সালে কলকাতায় টেস্ট ক্রিকেট ম্যাচ উদ্বোধনে যাওয়ার সময়ের ভিডিও।
এ বিষয়ে অনুসন্ধানে যমুনা টিভির ইউটিউব চ্যানেলে ২০১৯ সালের ২২ নভেম্বর ‘ইডেন গার্ডেনসে প্রধান আকর্ষণ প্রধানমন্ত্রী শেখ হাসিনা’ শিরোনামে প্রচারিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। উক্ত ভিডিওর সাথে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওর ২১ সেকেন্ড থেকে ৩২ সেকেন্ড অংশের মিল রয়েছে।

এ বিষয়ে আরো অনুসন্ধান করে অনলাইন গণমাধ্যম বিডিনিউজ২৪ এর ওয়েবসাইটে ২০১৯ সালের ২২ নভেম্বর প্রকাশিত একটি প্রতিবেদন থেকে জানা যায়, শেখ হাসিনা এবং তার সফরসঙ্গীরা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইটে ২২ নভেম্বর (২০১৯) ঢাকার শাহজালাল আর্ন্তজাতিক বিমানবন্দর থেকে রওনা হন। কলকাতার নেতাজি সুভাষ চন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে স্বাগত জানান পশ্চিমবঙ্গের নগর উন্নয়ন মন্ত্রী ও কলকাতার মেয়র ফিরহাদ হাকিম, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল এর সভাপতি সৌরভ গাঙ্গুলী ও ভারতে নিযুক্ত বাংলাদেশি হাই কমিশনার সৈয়দ মোয়াজ্জেম আলী। বিমানবন্দর থেকে শেখ হাসিনাকে মোটর শোভাযাত্রা করে নিয়ে যাওয়া হয় হোটেল তাজ বেঙ্গলে।
অর্থাৎ, ভিডিওটি সাম্প্রতিক সময়ের নয়।
সুতরাং, ২০১৯ সালে কলকাতায় টেস্ট ক্রিকেট ম্যাচ উদ্বোধনে যাওয়ার ভিডিওকে সাম্প্রতিক সময়ে শেখ হাসিনার প্রকাশ্যে আসার ভিডিও দাবিতে প্রচার করা হয়েছে; যা মিথ্যা।





